Advertisement
২৬ এপ্রিল ২০২৪
তমলুক

বাসে চেপে দিঘায় পিকনিক করতে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম হলেন ১৫ জন পর্যটক। শনিবার রাতে তমলুকের নেতাজীনগরের কাছে জাতীয় সড়কের কাছে দুর্ঘটনাটি ঘটে। জখমরা উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এলাকার বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫৬
Share: Save:

বাসে চেপে দিঘায় পিকনিক করতে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম হলেন ১৫ জন পর্যটক। শনিবার রাতে তমলুকের নেতাজীনগরের কাছে জাতীয় সড়কের কাছে দুর্ঘটনাটি ঘটে। জখমরা উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে এক মহিলা-সহ দু’জনকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসতের দত্তপুকুর এলাকার আশেপাশের ৫৬ জন বাসিন্দা বাসে চেপে দিঘায় গিয়ে পিকনিক করতে যাচ্ছিলেন। রাত একটা নাগাদ পর্যটক দলটি কোলাঘাটের কাছে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ধাবায় চা -টিফিন খাওয়ার ফের বাসে উঠে রওনা দেয়। রাত আড়াইটা নাগাদ হলদিয়া–মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সোনাপেত্যা গ্রামে টোলপ্লাজার গেটে ধাক্কা মারে বলে অভিযোগ। আহতদের মধ্যে ৪ জন মহিলা ছিল। আহতদের সবাইকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। এদের মধ্যে ১৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তাঁরা অন্য একটি গাড়িতে করে দিঘায় যান।

দুর্ঘটনায় আহত রাম বিশ্বাস বলেন, ‘‘কোলাঘাটের কাছে ধাবায় চা-জল খাওয়ার পর বাস ছেড়ে আসার আধ ঘণ্টা পরেই এমন দুর্ঘটনা। কীভাবে দুর্ঘটনা ঘটল বুঝতে পারছি না।’’ তমলুক থানার পুলিশ জানিয়েছে , প্রাথমিক তদন্তে অনুমান বাসের চালক ঘুমিয়ে পড়ার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE