Advertisement
১৮ এপ্রিল ২০২৪

দুর্ঘটনায় জখম দুই মাধ্যমিক পরীক্ষার্থী

মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে গুরুতর আহত হল দুই ছাত্রী। মোটর বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের এক অভিভাবকও। সোমবার বিকেলে চণ্ডীপুর বাজারের কাছে দিঘা-কলকাতা সড়কের ঘটনা।

চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে ঋত্বিকা প্রধানকে।ছবি: পার্থপ্রতিম দাস।

চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে ঋত্বিকা প্রধানকে।ছবি: পার্থপ্রতিম দাস।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫২
Share: Save:

মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে গুরুতর আহত হল দুই ছাত্রী। মোটর বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের এক অভিভাবকও। সোমবার বিকেলে চণ্ডীপুর বাজারের কাছে দিঘা-কলকাতা সড়কের ঘটনা। ঋত্বিকা প্রধান ও বৈশালি বেরা নামে আহত দুই পরীক্ষার্থীকে উদ্ধার করে চণ্ডীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে তাঁদের পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। দু’জনেরই মাথায় আঘাত রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঋত্বিকার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চণ্ডীপুরের কালিকাখালি সারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী ঋত্বিকা প্রধান ও বৈশালী বেরা দূর সম্পর্কের আত্মীয়। তারা চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় কাণ্ডপশরা উচ্চ বিদ্যালয়ে তারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। সোমবার বিকেল ৩টে নাগাদ অঙ্ক পরীক্ষা শেষ হাওয়ার পর ঋত্বিকার বাবা রাজেশ প্রধান তাদের দু’জনকে মোটর বাইকে চাপিয়ে দিঘা-কলকাতা সড়ক ধরে ফিরছিলেন। চণ্ডীপুর থানার সামনে সড়কে উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। ওই মোটর বাইকেও তিন যুবক ছিলেন। ছ’জনই রাস্তায় ছিটকে পড়েন। ঋত্বিকা, বৈশালি, রাজেশবাবু ও অন্য মোটর বাইকের চালক এক যুবক-সহ চারজন আহত হয়। তাঁদের উদ্ধার করে কাছের ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।

ঋত্বিকার মাথায় ও পায়ে আঘাত লেগেছে। বৈশালীর মাথায় আঘাত রয়েছে। তমলুকে জেলা হাসপাতালে আসা বৈশালির কাকা ও ঋত্বিকার আত্মীয় সূর্যকান্তি বেরা বলেন, ‘‘দু’জনে একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। ঋত্বিকা যে ভাবে আহত হয়েছে তাতে মঙ্গলবার জীবন বিজ্ঞান পরীক্ষা দেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE