Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নির্বাচন কমিশনেই আস্থা মানসের

আগামী বিধানসভা ভোটে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কড়া নজর রাখবেন বলে আশা প্রকাশ করলেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। মঙ্গলবার সবংয়ের বিষ্ণুপুর বাজারে কংগ্রেসের প্রতিবাদ সভায় এমনই মন্তব্য করেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০১:৪৩
Share: Save:

আগামী বিধানসভা ভোটে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কড়া নজর রাখবেন বলে আশা প্রকাশ করলেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। মঙ্গলবার সবংয়ের বিষ্ণুপুর বাজারে কংগ্রেসের প্রতিবাদ সভায় এমনই মন্তব্য করেন তিনি।

সবং কলেজে ছাত্র মৃত্যু ও পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে গত ৮ অক্টোবর থেকে ব্লক জুড়ে প্রতিবাদ সভা করছে কংগ্রেস। প্রতিটি সভাতেই থাকছেন মানসবাবু। এ ভাবে তিনি বিধানসভা ভোটের প্রস্তুতি সেরে রাখছেন বলেই জেলা রাজনীতির পর্যবেক্ষকদের ধারণা। এ দিনের সভাতেও মানসবাবুর কথায় বারবার ফিরে এসেছে বিধানসভা ভোটের প্রসঙ্গ। সদ্য সমাপ্ত উপ-নির্বাচনের উল্লেখ করে এ দিন মানসবাবু বলেন, “রাজ্যে গণতন্ত্র ধর্ষিত হচ্ছে। সিপিএমের কায়দায় তৃণমূল ভোটাধিকার কেড়ে নিচ্ছে। আমার আশা রাজ্যের এই অবস্থার প্রতি কেন্দ্রীয় নির্বাচন কমিশন সজাগ নজর রাখছেন। আগামী বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কোনও বেআইনি গণতন্ত্রবিরোধী কাজ হতে দেবে না।” রাজ্যের পরিস্থিতি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানাবেন বলেও তাঁর দাবি।

এ দিন বিষ্ণুপুরের তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি চলছে বলেও অভিযোগ তোলেন সবংয়ের বিধায়ক। এই গ্রাম পঞ্চায়ের বিরোধী দলনেতা দিলীপ দাসকে অর্থ বিষয়ক উপ-সমিতিতে না ডেকে লুঠ চালানো হচ্ছে বলে তাঁর দাবি। পাশাপাশি সবং কলেজে ছাত্র পরিষদ কর্মী খুনের ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেন মানসবাবু। তাঁর কথায়, “কৃষ্ণপ্রসাদ জানার খুনের পরে তৃণমূলের পক্ষ নিয়েছিলেন জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ। খড়্গপুরে বাতিস্তম্ভের উদ্বোধনে পুলিশের পোশাক ছেড়ে মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। এ বার ওঁর তৃণমূলের সদস্য পদ নিয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE