Advertisement
১৭ এপ্রিল ২০২৪

শিক্ষক হয়ে সমাজ বদলাতে চায় অনুপম

আর্থিক অনটন কোনও বাধা নয়, অদম্য জেদই শেষ কথা- সে কথা আরও একবার প্রমাণ করল পটাশপুর-২ ব্লকের পঁচেট গ্রামের বাসিন্দা অনুপম জানা। পঁচেটগড় হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে সে ৪১৮ নম্বর পেয়েছে। অভাবের সংসারে চাপ বাড়িয়েছে বাবা স্বপনকুমার জানার অসুস্থতা। হৃদ্‌রোগে আক্রান্ত স্বপনবাবুরও অস্ত্রোপচার প্রয়োজন। অনুপমের দাদাও বেকার। কোনও মতে দিনমজুরি করে সংসার চলে। এত বাধার মধ্যেও লক্ষে অবিচল অনুপম আদর্শ শিক্ষক হতে চায়। অনুপমের কথায়, ‘‘বর্তমান সমাজ বড় বেশি কৃত্রিম। মানবিকতা হারাচ্ছে মানুষও। এই নিষ্প্রাণ সমাজ থেকে মুক্তির প্রয়োজন। সমাজের পুনর্গঠন হলেই সকলের মঙ্গল হবে।’’

অনুপম জানা।

অনুপম জানা।

নিজস্ব সংবাদদাতা
এগরা শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০১:৫২
Share: Save:

আর্থিক অনটন কোনও বাধা নয়, অদম্য জেদই শেষ কথা- সে কথা আরও একবার প্রমাণ করল পটাশপুর-২ ব্লকের পঁচেট গ্রামের বাসিন্দা অনুপম জানা। পঁচেটগড় হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে সে ৪১৮ নম্বর পেয়েছে। অভাবের সংসারে চাপ বাড়িয়েছে বাবা স্বপনকুমার জানার অসুস্থতা। হৃদ্‌রোগে আক্রান্ত স্বপনবাবুরও অস্ত্রোপচার প্রয়োজন। অনুপমের দাদাও বেকার। কোনও মতে দিনমজুরি করে সংসার চলে। এত বাধার মধ্যেও লক্ষে অবিচল অনুপম আদর্শ শিক্ষক হতে চায়। অনুপমের কথায়, ‘‘বর্তমান সমাজ বড় বেশি কৃত্রিম। মানবিকতা হারাচ্ছে মানুষও। এই নিষ্প্রাণ সমাজ থেকে মুক্তির প্রয়োজন। সমাজের পুনর্গঠন হলেই সকলের মঙ্গল হবে।’’ তবে তাঁর আশঙ্কা, ‘‘বাড়িতে উপার্জনের কেউ নেই। বাবা আগে দিনমজুরি করে সংসার চালাতেন। কিন্তু এখন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সব সময় বাড়িতেই থাকেন। কী করে আমার পড়াশোনা চলবে জানি না।’’

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত অনুপম পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতে ভালবাসে। স্বপনবাবু বলেন, ‘‘আগে দিন মজুরি করে সংসার চালাতাম। এখন ঠিকমতো চলাফেরাই করতে পারিনা। ছেলের পড়াশোনা কী ভাবে চালাব তা ভেবেই চিন্তা হচ্ছে।’’ পঁচেটগড় হাইস্কুলের প্রধান শিক্ষক দেবকীনন্দন রায় বলেন, ‘‘অনুপম খুব মেধাবী ও ভালো ছেলে। নিজের চেষ্টাতেই ও সাফল্য পেয়েছে। ওর ভবিষ্যতের জন্য সাহায্য প্রার্থনা করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

teacher egra money HS result 2015
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE