Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টুকরো খবর

ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ দেখালেন হলদিয়ার শ্রী রেণুকা সুগারস লিমিটেডের কাজহারা ঠিকাকর্মীরা। বুধবার সকাল থেকে হলদিয়ার সিটি সেন্টারে ওই কারখানার সামনে শুরু হয় বিক্ষোভ। কর্মীদের অভিযোগ, মালিকপক্ষ তাঁদের অন্যায়ভাবে ছাঁটাই করেছে। এমনকি লাগাতার আন্দোলনের হুমকিও দিয়েছেন তাঁরা। এ দিন সকাল থেকে কারখানার গেটে পুলিশ মোতায়েন ছিল।

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৫ ০০:৪৩
Share: Save:

ছাঁটাই, বিক্ষোভ ঠিকা কর্মীদের

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ দেখালেন হলদিয়ার শ্রী রেণুকা সুগারস লিমিটেডের কাজহারা ঠিকাকর্মীরা। বুধবার সকাল থেকে হলদিয়ার সিটি সেন্টারে ওই কারখানার সামনে শুরু হয় বিক্ষোভ। কর্মীদের অভিযোগ, মালিকপক্ষ তাঁদের অন্যায়ভাবে ছাঁটাই করেছে। এমনকি লাগাতার আন্দোলনের হুমকিও দিয়েছেন তাঁরা। এ দিন সকাল থেকে কারখানার গেটে পুলিশ মোতায়েন ছিল। গত শনিবারই কারখানা থেকে বিভিন্ন ঠিকাদার সংস্থাকে যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার নোটিশ দিয়েছিল শ্রী রেণুকা সুগারসের চিনিকল কর্তৃপক্ষ। ১ এপ্রিলের মধ্যে সরাতে বলা হয়েছিল ঠিকাকর্মীদেরও। কারখানা সূত্রে জানা গিয়েছে, ৫০ স্থায়ী কর্মীর ১০০ জনকে অন্যত্র বদলি করা হয়েছে। বাকিদের জন্যও সেই প্রক্রিয়া চলছে। তবে প্রায় ৩০০ জন ঠিকাশ্রমিক কাজ হারানোর আশঙ্কা ছিল। তাই বুধবার সকাল থেকেই কারখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঠিকাকর্মীরা। কাজ হারা কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সিপিএমের শ্রমিক সংগঠণ সিটু এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠণ আইএনটিটিইউসি। সিটুর শ্রী রেণুকা সুগারস ইউনিটের সম্পাদক আজিজুল রহমান বলেন, ‘‘কাজ হারানোর প্রতিবাদে আমরা শ্রমিক কর্মচারীরা সংগঠিত হয়ে আন্দোলনে নেমেছি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’’ কারখানায় আইএনটিটিইউসির নেতা প্রবীর মাইতিও এই আন্দোলনকে সমর্থনের কথাই জানিয়েছেন। হলদিয়ার সিটি সেন্টারে ২০০৭ সালে এই চিনিকল চালু হয়। ব্রাজিল থেকে কাঁচামাল এনে এখানে চিনি তৈরি হত। তবে দেড় বছর ধরে উত্পাদন ধুঁকছে। কর্তৃপক্ষের দাবি, একেই চিনির বাজার খারাপ। তার উপর কেন্দ্র কাঁচামাল আমদানিতে শুল্ক বাড়িয়েছে। ফলে সমস্যা হচ্ছে। হলদিয়া বন্দরে নাব্যতা সঙ্কটের জেরে বড় জাহাজ ঢুকতে না-পারাও আর এক সমস্যা। তার উপর ২০১২ থেকে রাজ্যের তরফে উৎসাহ ভাতা মেলেনি। আর এই সব কারণেই দিনের পর দিন উত্পাদন বন্ধ রাখতে হয়েছে বলে কর্তৃপক্ষের অভিযোগ। গণ্ডগোলের আশঙ্কা করে মঙ্গলবারই পুলিশি প্রহরার কথা জানিয়েছিলেন কারখানা কর্তৃপক্ষ। সেই মতো বুধবার সকাল থেকেই কারখানায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী। এদিন কারখানায় কোনও অপ্রীতিকর পরিস্থিতি হয়নি।

বিধি ভঙ্গের নালিশ, বন্ধ আধারের কাজ

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

নির্বাচনী বিধি বলবৎ থাকা সত্ত্বেও শিবির করে আধার কার্ডের ছবি তোলার কাজ চলছিল খড়্গপুরের ২ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগরপুর দুর্গামন্দিরে। রাজনৈতিক দলগুলি অভিযোগ করে, নির্বাচনী বিধি জারি থাকা অবস্থায় আধার কার্ডের কাজ করা যাবে না। বিষয়টি জানতে পেরে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আধার কার্ডের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন মহকুমাশাসক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে আধার কার্ডের ছবি তোলার কথা স্থানীয় বাসিন্দাদের জানানো হয়েছিল। সেই অনুযায়ী বিজ্ঞপ্তিও জারি হয়েছিল। কথা ছিল, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ওই ছবি তোলার কাজ চলবে। বিরোধী দলগুলির অভিযোগ, ভোটের আগে এই কাজ চললে শাসক দল তৃণমূল বাড়তি সুবিধা পেতে পারে। তাই নির্বাচনী বিধি ভঙ্গ হতে পারে বলে খবর পৌঁছয় মহকুমা প্রশাসনের কাছেও। এর পরেই আধার কার্ডের ছবি তোলার কাজ বন্ধ করে দেওয়া হয়। লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের অবশ্য ছবি তোলা হয়। বাকিদের শিবির থেকে ফিরিয়ে দেওয়া হয়। এই বিষয়ে স্থানীয় বিদায়ী কাউন্সিলর তৃণমূলের সুশান্ত চট্টোপাধ্যায় বলেন, “প্রশাসনের পক্ষ থেকেই অনেক আগে আধার কার্ডের ছবি তোলার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ওই কাজ আমরা কেন প্রবাব খাটাতে যাব? সমস্ত রাজনৈতিক দলের লোকই তো ওখানে ছিল।” অবশ্য এ দিন মহকুমাশাসক সঞ্জয় ভট্টাচার্য বলেন, “আধার কার্ডের বিষয়টি জেলা প্রশাসন দেখে। কিন্তু এখন নির্বাচনী বিধি জারি থাকায় ওই কাজ করা যায় না।’’ তিনি বলেন, ‘‘আমার কাছে খবর এসেছিল, ওই কাজ চললে বিশৃঙ্খলা হতে পারে। তাই আমি ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আপাতত আধার কার্ডের কাজ বন্ধ রাখতে বলেছি। এখন কেন ওই কাজ করা হচ্ছিল তাও জানতে চাওয়া হয়েছে।”

তদন্তের মুখে বিএমওএইচ

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

গড়বেতার বিএমওএইচ সৌম্যক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করল স্বাস্থ্য দফতর। বুধবার তদন্তকারী একটি দল গড়বেতায় যায়। স্বাস্থ্য দফতরের এক সূত্রে খবর, গড়বেতা গ্রামীণ হাসপাতালের অস্থায়ী দুই মহিলা কর্মী বিএমওএইচের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ জানান। ওই দুই মহিলা কর্মী হাসপাতালের সিক ‘নিউবর্ন স্টেবিলাইজেশন ইউনিট’ (এসএনএসইউ)-এ কাজ করেন। তাঁদের অভিযোগ, বিএমওএইচ তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। খারাপ কথা বলেছেন। এক দিন দীর্ঘক্ষণ দাঁড় করিয়েও রাখেন। ঘটনাটি মার্চ মাসের। লিখিত অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য দফতর। তড়িঘড়ি পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা একটি তদন্ত কমিটি গঠন করেন। ইতিমধ্যে সেই কমিটি গড়বেতায় গিয়ে তদন্ত করেছে। জেলা স্বাস্থ্য দফতর মারফত্‌ ওই অভিযোগপত্র পৌঁছয় রাজ্যে। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের এক তদন্তকারী দল গড়বেতায় আসে। দলে ছিলেন দফতরের ডেপুটি ডিরেক্টর তনিমা মণ্ডল। ছিলেন জেলার উপ- মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গীও। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্রবাবু অবশ্য এ নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। এদিন তিনি বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।” গড়বেতার বিএমওএইচ সৌম্যকবাবু অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, “সব মিথ্যে অভিযোগ।”

কারখানার সামনে বিক্ষোভ কর্মীদের

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ কাজহারা ঠিকা শ্রমিকদের। হলদিয়ায় তোলা নিজস্ব চিত্র।

ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ দেখালেন হলদিয়ার শ্রী রেণুকা সুগারস লিমিটেডের কাজহারা ঠিকাকর্মীরা। বুধবার সকাল থেকে হলদিয়ার সিটি সেন্টারে ওই কারখানার সামনে শুরু হয় বিক্ষোভ। কর্মীদের অভিযোগ, মালিকপক্ষ তাঁদের অন্যায়ভাবে ছাঁটাই করেছে। এমনকি লাগাতার আন্দোলনের হুমকিও দিয়েছেন তাঁরা। এ দিন সকাল থেকে কারখানার গেটে পুলিশ মোতায়েন ছিল। গত শনিবারই কারখানা থেকে বিভিন্ন ঠিকাদার সংস্থাকে যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার নোটিশ দিয়েছিল শ্রী রেণুকা সুগারসের চিনিকল কর্তৃপক্ষ। ১ এপ্রিলের মধ্যে সরাতে বলা হয়েছিল ঠিকাকর্মীদেরও। কারখানা সূত্রে জানা গিয়েছে, ৫০ স্থায়ী কর্মীর ১০০ জনকে অন্যত্র বদলি করা হয়েছে। বাকিদের জন্যও সেই প্রক্রিয়া চলছে। তবে প্রায় ৩০০ জন ঠিকাশ্রমিক কাজ হারানোর আশঙ্কা ছিল। তাই বুধবার সকাল থেকেই কারখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঠিকাকর্মীরা। কাজ হারা কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সিপিএমের শ্রমিক সংগঠণ সিটু এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠণ আইএনটিটিইউসি। সিটুর শ্রী রেণুকা সুগারস ইউনিটের সম্পাদক আজিজুল রহমান বলেন, ‘‘কাজ হারানোর প্রতিবাদে আমরা শ্রমিক কর্মচারীরা সংগঠিত হয়ে আন্দোলনে নেমেছি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’’ কারখানায় আইএনটিটিইউসির নেতা প্রবীর মাইতিও এই আন্দোলনকে সমর্থনের কথাই জানিয়েছেন। গণ্ডগোলের আশঙ্কা করে মঙ্গলবারই পুলিশি প্রহরার কথা জানিয়েছিলেন কারখানা কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকেই কারখানায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী। এ দিন কারখানায় অপ্রীতিকর পরিস্থিতি হয়নি।

বাস-ভ্যান সংঘর্ষ, মৃত দুই

নিজস্ব সংবাদদাতা • পটাশপুর

বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। বুধবার ভোরে পটাশপুর থেকে বালিচকগামী রাস্তার তাপিন্দা ও অযোধ্যাপুরের মাঝে পুষা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম বাপন বর্মন (২০) ও শ্রীকান্ত রায় (৩৫)। বাপনের বাড়ি তমলুকের শ্রীরামপুরে। শ্রীকান্ত সবংয়ের দেহাটির বাসিন্দা। দুর্ঘটনায় আহত হন ৬ জন যাত্রী। আহতদের পটাশপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় এগরা মহকুমা হাসপাতালে ও পরে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পটাশপুর থেকে মেদিনীপুরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ময়নার দিক থেকে আসা একটি মাছ বোঝাই পিক-আপ ভ্যানকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলেই পিক আপ ভ্যানের চালক বাপনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান বাসের চালক শ্রীকান্ত। দুর্ঘটনায় পিক আপ ভ্যানের যাত্রী মাছ ব্যবসায়ী প্রবীর বর্মন, বাপন মাল, প্রশান্ত মাল আহত হন। বাকি তিন আহতের নাম জানা যায়নি।

বাজ পড়ে মৃত তরুণী বধূ

নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম

বাপের বাড়ি আসার পথে বজ্রাঘাতে মৃত্যু হল এক তরুণী বধূর। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম থানার বাঁশিয়াশোল গ্রামের রাস্তায় ঘটনাটি ঘটে। মৃত রঞ্জনা মাহাতোর (২৫) বাপের বাড়ি বাঁশিয়াশোলে। তাঁর শ্বশুরবাড়ি ওড়িশার ওলমারা থানার চূড়ামণিপুর গ্রামে। এ দিন ৬ বছরের ছেলে রাজুকে সঙ্গে নিয়ে সাইকেল চালিয়ে বাপের বাড়ি আসছিলেন রঞ্জনাদেবী। আচমকা বজ্রবিদ্যুত্‌-সহ ঝড়-বৃষ্টি শুরু হয়। বজ্রাঘাতে সাইকেল থেকে ছিটকে পড়েন রঞ্জনা দেবী ও তাঁর শিশুপুত্র। রঞ্জনাদেবীকে স্থানীয় খড়িকামাথানি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিত্‌সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাজু অবশ্য সুস্থ রয়েছে। রঞ্জনাদেবীর বাবা তারাচাঁদ মাহাতো বলেন, “মেয়ে সময় সুযোগ পেলেই ৮ কিমি পথ সাইকেলে উজিয়ে আমার কাছে আসত। জামাই কয়েক দিনের জন্য কাজে বাইরে যাওয়ায় নাতিকে নিয়ে মেয়ে আসছিল। কিন্তু এমন সর্বনাশ হবে আমরা ঘুণাক্ষরেও ভাবতে পারিনি।”

ঝাড়গ্রাম কথাকৃতির নাট্য মিলনী

নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম

‘বুদ্ধিজীবী’ নাটকের একটি দৃশ্যে মির। বুধবার অরণ্যশহরের রবীন্দ্রপার্কে দেবরাজ ঘোষের তোলা ছবি।

ঝাড়গ্রাম কথাকৃতির উদ্যোগে অরণ্যশহরের রবীন্দ্রপার্কে চলছে তিন দিনের নাট্য মিলনী। এই উত্‌সবে প্রতি সন্ধ্যায় বিভিন্ন নাট্যগোষ্ঠীর একাধিক নাটক মঞ্চস্থ হচ্ছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উত্‌সবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক সংগ্রামজিত্‌ সেনগুপ্ত। মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে মঞ্চস্থ হয় ‘কুরকুট’ প্রযোজিত অঙ্গন নাটক ‘তিনটি মেয়ের গল্প’। এ ছাড়া কথাকৃতি প্রযোজিত ও দেবলীনা দাশগুপ্ত পাল রচিত ‘আন্তিগোনের পরে’ নাটকটি হয়। বুধবার উত্‌সবের দ্বিতীয় সন্ধ্যায় কথাকৃতির প্রযোজনায় ‘টুসু ভাদু কথা’ নাটকটি মঞ্চস্থ হয়। এরপর কলকাতার ‘ইচ্ছেমতো’র প্রযোজনায় মির ও মিরাক্কেলের শিল্পীদের অভিনীত ‘বুদ্ধিজীবী’ নাটকটি মঞ্চস্থ হয়। আজ, বৃহস্পতিবার উত্‌সবের সমাপ্তি সন্ধ্যায় প্রথমে কথাকৃতি প্রযোজিত ছোটদের নাটক ‘অসময়ের পাতাগুলি’ মঞ্চস্থ হবে। উত্তরপাড়ার ‘সমতট’-এর প্রয়োজনায় হাবিব তনভীরের ‘চরণদাস চোর’ নাটকটি দিয়ে শেষ হবে উত্‌সব।

স্কুলের অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা • এগরা

ছত্রি বিবেকানন্দ বিদ্যাভবনের হীরক-জয়ন্তী বর্ষ উপলক্ষে এগরা হাইস্কুল খেলার মাঠে বুধবার থেকে শুরু হল চারদিন ব্যাপী পি সি সরকারের ম্যাজিক-শো। চলবে আগামী শনিবার পর্যন্ত। স্কুলের পক্ষ থেকে জানানো হয় এই বছর গত ২ ফেব্রুয়ারি শোভাযাত্রা সহকারে স্কুলের হীরকজয়ন্তী বর্ষ উদযাপন হয়। অনুষ্ঠানে ছিলেন উৎসব কমিটির সভাপতি বিধায়ক সমরেশ দাস,প্রাক্তন সাংসদ দেবব্রত বিশ্বাস, বিশিষ্ট বিজ্ঞানী নিতাই মণ্ডল ও রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়-সহ স্কুলের শিক্ষক ও বহু বিশিষ্টজন।

সুদীপ্ত স্মরণ

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

ছাত্র নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুবার্ষিকী পালন করল এসএফআই। বুধবার কমার্স কলেজ-সহ বেশ কয়েকটি কলেজের সামনে শহিদ বেদী তৈরি করে মালা দেওয়া হয়। এসএফআইয়ের দাবি, তৃণমূলের গুণ্ডা ও পুলিশের হামলায় মারা যান সুদীপ্ত।

‘প্রতারণা’, গ্রেফতার ৪

কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন চার জন। মঙ্গলবার বাগুইআটি ও এয়ারপোর্ট থানা এলাকা থেকে সায়নদীপ চট্টোপাধ্যায়, সঞ্জয় চক্রবর্তী, স্বরূপ দাস ও বিধান ভক্ত নামে ওই চার জনকে ধরা হয়। উদ্ধার হয়েছে প্রচুর নথি ও ফাইল। পুলিশ জানায়, সম্প্রতি বাগুইআটি ও এয়ারপোর্ট থানায় চাকরির নামে প্রতারণার দু’টি আলাদা অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে মঙ্গলবার গোয়েন্দারা বাগুইআটি থানার জোড়া মন্দিরের একটি ‘জব কনসাল্‌টেন্সি’র অফিসে হানা দিয়ে সংস্থার মালিক সায়নদীপকে গ্রেফতার করেন। অভিযোগ, রেল, ব্যাঙ্ক, স্কুলে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেন সায়নদীপ। টাকার বিনিময়ে ভুয়ো নিয়োগপত্র দিতেন তিনি।

আইনজীবীকে মারধরের প্রতিবাদে আজ কর্মবিরতি

হলদিয়ার প্রবীণ আইনজীবীকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিলেন পূর্ব মেদিনীপুরের আইনজীবীরা। আজ বৃহস্পতিবার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন এবং ডিস্ট্রিক্ট সিভিল বার অ্যাসোসিয়েশন। ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন সম্পাদক যুগল মেটলা জানান, বুধবার দুই সংগঠনের যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জেলা আদালত ছাড়াও হলদিয়া ও কাঁথি মহকুমা আদালতের আইনজীবীরাও কর্মবিরতি পালন করবেন। হলদিয়া অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বপন অধিকারি জানান, মঙ্গলবার সকালে হলদিয়া মহকুমা আদালতের আইনজীবী শেখ এরাজুল ইসলামকে মারধরেরা অভিযোগ ওঠে হলদিয়া উপসংশোধনাগারের সাব-জেলার দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে। এ বিষয়ে এরাজুল সাহেব ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। প্রবীণ আইনজীবীকে মারধরের ঘটনার প্রতিবাদে হলদিয়া অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার হলদিয়া মহকুমা আদালতে কর্মবিরতি করা হবে। স্বপনবাবু বলেন, ‘‘আমরা জেলা আদালত ও কাঁথি মহকুমা আদালতের আইনজীবীদেরও এই কর্মবিরতিতে সামিল হওয়ার অনুরোধ জানিয়েছিলাম। তাঁরা সম্মত হয়েছেন।’’ এই কর্মবিরতির সিদ্ধান্তে বিপাকে পড়বেন বহু সাধারণ মানুষ। শুক্রবার ‘গুড ফ্রাইডে’-র ছুটি রয়েছে। তার আগে বৃহস্পতিবার আইনজীবীদের কর্মবিরতি পালনের সিদ্ধান্তে কার্যত চারদিনের ছুটিতে চলে যাচ্ছে আদালত।

বধূকে মারধর ও খুনের চেষ্টার নালিশ, ধৃত তিন

বধূকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে স্বামী-সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বুধবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জেল হেফজাতের নির্দেশ দেন। পুলিশ সুত্রে খবর, বছর পাঁচেক আগে সীতা মণ্ডল নামে ওই মহিলার বিয়ে হয় কামারদা গ্রামের বাবুলাল মণ্ডলের সঙ্গে। বিয়ের পর থেকেই ওই মহিলার উপর অত্যাচার করা হত বলে অভিযোগ। গত মঙ্গলবার রাতে ওই মহিলার স্বামী, শাশুড়ি ও ননদ মিলে তাঁকে মারধরের পর তাঁকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। এরপর প্রতিবেশীরা বাবুলাল-সহ শাশুড়ি ও ননদকে আটকে রেখে মারিশদা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সীতার স্বামী,শাশুড়ি ও ননদকে গ্রেফতার করে।

টিকিটের মূল্য বৃদ্ধির প্রতিবাদ

রেলের পণ্যমাসুল ও প্ল্যাটফর্ম টিকিটের মুল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পূর্ব মেদিনীপুরের তমলুক, মেচেদা, কোলাঘাট, ভোগপুর ও পাঁশকুড়া স্টেশনে বিক্ষোভ দেখাল এসইউসি কর্মী-সমর্থকরা। এ দিন সকালে পাঁশকুড়া থেকে হলদিয়া, দিঘাগামী রেলপথে তমলুক স্টেশনে এসইউসি কর্মী-সমর্থকরা জড়ো হয়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনের সামনে বিক্ষোভ দেখায়। এসময় রেল পুলিশ ও রেল সুরক্ষা বাহিনী তাঁদের সরাতে গেলে কিছুটা ধস্তাধস্তি হয়। অন্য দিকে হাওড়া–খড়গপুর শাখায় কোলাঘাট, মেচেদা, ভোগপুর ও পাঁশকুড়া স্টেশনে এসইউসি সমর্থকরা কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। এসইউসি নেতা প্রণব মাইতি জানান, ‘‘কেন্দ্রের বর্তমান বিজেপি সরকার আগেই ট্রেনের যাত্রীভাড়া বৃদ্ধি করেছে। ফলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।’’

বোমা রাখার নালিশ, ধৃত

বাড়িতে বোমা রাখার অভিযোগে গৌর দেবনাথ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পটাশপুর থানার পুলিশ। ওই যুবক এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, তিনটি বোমা-সহ গৌর দেবনাথ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পটাশপুর-১ ব্লকের তৃণমূল সভাপতি তাপস মাজি বলেন, ‘‘আমাদের দলের ছেলেরা খবর পেতেই জানানো হয় পুলিশে।’’ যদিও পটাশপুরের বিজেপি নেতা ও জেলা বিজেপি সহ-সভাপতি আশিস দাস বলেন, ‘‘তৃণমূলই বোমা রেখে ফাঁসানোর চক্রান্ত করছে।’’

মহিলা কাবাডিতে জিতল পূর্ব

তমলুকের পদুমপুর-২ গ্রামপঞ্চায়েত এলাকার শিমুলিয়া গ্রামের দেশপ্রিয় সঙ্ঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বর্ষ আন্তঃজেলা নৈশ মহিলা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পূর্ব মেদিনীপুর জেলা। রানার্স হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। মঙ্গলবার সন্ধ্যায় দেশপ্রিয় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই মহিলা কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে। প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী, কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোট ছয়টি মহিলা কাবাডি দল যোগ দেয়। ফাইনালে দক্ষিণ চব্বিশ পরগণার বিদ্যাসাগর কাবাডি অ্যাসোসিয়েশনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পূর্ব মেদিনীপুর জেলা কাবাডি অ্যাসোসিয়েশন। প্রতিযোগিতায় প্রথম চারটি স্থানাধিকারী দলকে ট্রফি ও নগদ টাকা পুরস্কার দেওয়া হয়।

ফাইনালে উঠল টেলি টাওয়ার্স

কাঁথি মহকুমা সিনিয়ার নক আউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠল টেলি টাওয়ার্স। বুধবার প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে তারা ১৯রানে চ্যালেঞ্জার্স স্পোর্টস ক্লাবকে হারায়। বুধবার কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত টেলিটাওয়ার্স প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৩ রান তোলে। ব্যাট করতে নেমে চ্যালেঞ্জার্স স্পোর্টসের ইনিংস মাত্র ১৩৪ রানে শেষ হয়ে যায়।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

অপমৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। বুধবার সকালে ঝাড়গ্রাম শহরের কাঞ্চন অয়েল মিল মোড় এলাকায় ডাউন লাইনে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। মৃতের নাম অনিমেষ রায় (১৮)। তার বাড়ি ঝাড়গ্রাম থানার বাঁধগোড়া অঞ্চলের আমরুলিয়া গ্রামে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁধগোড়ার একটি স্কুল থেকে এবার কলা বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল অনিমেষ। ক্রিকেট খেলতে সে খুব ভালবাসত। কয়েক দিন আগে অনিমেষের জ্বর হয়েছিল। জ্বর ছাড়তেই মঙ্গলবার বিকেলে সে গণককাটার মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিল। সন্ধ্যেবেলা বাড়ি ফিরলে অনিমেষের মা তাঁকে বকাবকি করেন। অভিমানে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। রাতে অনিমেষ বাড়ি না ফেরায় পরিজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার ভোরে ঝাড়গ্রাম শহরে রেল লাইনে অনিমেষের দেহ পাওয়া যায়। রেল লাইনের ধারে সাইকেলটি রাখা ছিল। রেল পুলিশের অনুমান, মায়ের বকুনিতে অভিমানী হয়ে আত্মহত্যা করে অনিমেষ।

মেলার উদ্বোধন

নজরুল মেলা ও প্রদশর্নীর উদ্বোধনে শিশির অধিকারী। তাজপুর কারবালা ময়দানে সোহম গুহর তোলা ছবি।

বুধবার সন্ধ্যায় কাঁথির তাজপুরে উদ্বোধন হল ন’দিনব্যাপী “নজরুল মেলা ও প্রদশর্নী-২০১৫।’ তাজপুর কারবালা ময়দানে প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। তাজপুর সুপারস্টার ক্লাবের পরিচালনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির উদ্দেশ্য আয়োজিত প্রথমবর্ষের নজরুল মেলার উদ্বোধন করেন শিশির অধিকারী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী, কাজী নজরুল ইসলামের নাতি সুবর্ণ কাজী, জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল ও কাঁথি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তানিয়া জানা প্রমুখ।

বাস থেকে পড়ে মৃত্যু

চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। বুধবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে ময়দানের ক্যাথিড্রাল রোডে। পুলিশ জানিয়েছে,এ দিনের দুঘর্টনায় মৃতার নাম অনু দাস (৫৩)। তিনি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা।

গ্রেফতার পাঁচ

জুয়ার ঠেকে হানা দিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করল রামনগর থানার পুলিশ। মঙ্গলবার রাতে রামনগর থানার দেপাল ও বাসুলিপাট রেলগেটের পাশে জুয়ার ঠেক চলছে বলে খবর পায় পুলিশ। সঙ্গে সঙ্গে সেখানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পাঁচজনকে।

মিছিল

কুৎসা ও অপপ্রচারের অভিযোগে মহামিছিল করল তৃণমূল। বুধবার বিকেলে কেশিয়াড়ি বাসস্ট্যান্ডে ওই মিছিল শেষে একটি সভারও আয়োজন করা হয়।

পরীক্ষার্থীর অপমৃত্যু

বুধবার সকালে ঝাড়গ্রাম শহরের কাঞ্চন অয়েল মিল মোড় এলাকায় ডাউন লাইনে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। মৃতের নাম অনিমেষ রায় (১৮)। তার বাড়ি ঝাড়গ্রাম থানার বাঁধগোড়া অঞ্চলের আমরুলিয়া গ্রামে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

med tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE