Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

কাঠ চুরি আটকাতে গিয়ে প্রহৃত হলেন বন দফতরের তিন শ্রমিক। বুধবার ঘটনাটি ঘটেছে জুনপুট বিট অফিসের অন্তর্গত বগুড়ান জলপাই জঙ্গলে। রাতেই কাঁথি থানায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আহত বন শ্রমিক চাঁদু পয়ড়্যা।

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৪ ০০:১১
Share: Save:

কাঠ চুরি, প্রহৃত তিন বন-শ্রমিক

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

কাঠ চুরি আটকাতে গিয়ে প্রহৃত হলেন বন দফতরের তিন শ্রমিক। বুধবার ঘটনাটি ঘটেছে জুনপুট বিট অফিসের অন্তর্গত বগুড়ান জলপাই জঙ্গলে। রাতেই কাঁথি থানায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আহত বন শ্রমিক চাঁদু পয়ড়্যা। অন্য দুই শ্রমিক অরুণ সোম ও অজয় গিরির প্রাথমিক চিকিৎসা হয়েছে। মারধরে অভিযুক্ত বিচিত্র বেরা, গৌতম বেরা ও মুকুন্দ মণ্ডল স্থানীয় রঘুসর্দারবাড় জলপাইয়ের বাসিন্দা। জেলা বনাধিকারিক নিতাই সাহা জানান, পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূল বরাবর ৭৮ কিলোমিটার এলাকায় বনসৃজনের গাছ রয়েছে। তা চুরি হওয়ায় ফি-বছর কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হত। তা আটকাতে তল্লাশি বাড়ানোর পাশাপাশি নানা পদক্ষেপ করা হয়েছে। সারা বছরে পড়ে যাওয়া গাছ বিক্রি করে আগে যেখানে আট-দশ লক্ষ টাকা আয় হত, সেখানে চুরি আটকে ২০১৩-১৪ আর্থিক বছরে প্রায় দেড় কোটি টাকা আয় হয়েছে দফতরের। তিনি আরও জানান, বুধবার দুপুরে এমনই তল্লাশি চালানোর সময়ে তিন শ্রমিক দেখেন বড় ঝাউ গাছ চিরে জ্বালানি কাঠ হিসাবে বয়ে নিয়ে যাচ্ছে অভিযুক্ত তিনজন। তাঁরা বাধা দেন। ওই তিনজনকে জুনপুট বিট অফিসে নিয়ে আসার পথে শ্রমিকদের মারধর করা হয় বলে অভিযোগ। মাথা ফাটে চাঁদুবাবুর। জুনপুটের বিট অফিসার বাপ্পা নাথের তৎপরতায় বন-শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসা করানো হয়। জেলা বনাধিকারিক নিতাই সাহা বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে পুলিশকে।” তাঁর সংযোজন, কাঠ ও গাছ চুরি রুখতে এরকম আরও নজরদারি চলবে।

পর্যালোচনা বৈঠক

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

উন্নয়নের কাজে পিছিয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক। এ নিয়ে মুখ্যমন্ত্রীর সফরের সময়ে অস্বস্তিতে পড়তে হয়েছে জেলা প্রশাসনকে। বৃহস্পতিবার তাই পিছিয়ে থাকা ডেবরা ব্লক প্রশাসনিক কার্যালয়ে গিয়ে বৈঠক করলেন জেলাশাসক ও জেলা সভাধিপতি। এ দিন ব্লক প্রশাসনিক আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত প্রধানকে নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক চলে। মূলত ডেবরা ব্লকের উন্নয়নমূলক কাজে গতি আনতেই এ দিনের বৈঠকে োলাচনা হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। জেলার সাঁকরাইল, শালবণী, গোপীবল্লভপুর-১, সবং, ডেবরা, পিংলা ব্লক একশো দিনের প্রকল্প, ইন্দিরা আবাস, ‘বিআরজিএফ’, গীতাঞ্জলি’র মতো কেন্দ্র ও রাজ্যের নানা প্রকল্প রূপায়ণে পিছিয়ে রয়েছে। এ বারে মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে জেলার এই পিছিয়ে থাকা ব্লক নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় জেলা প্রশাসনকে। এরপরই বিভিন্ন ব্লকে গিয়ে বৈঠক করে কাজে জোয়ার আনার ভাবনা শুরু হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী সফরের আগেও গোপীবল্লভপুর-১ ব্লকে বৈঠক হয়েছে। জেলা সভাধিপতি উত্তরা সিংহ বলেন, “এটি একটি পর্যালোচনা বৈঠক। উন্নয়নের কাজে গতি আনাই আমাদের মূল উদ্দেশ্য।”

ফের দরজা ভেঙে চুরি

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

চুরির ঘটনা ঘটছেই। বৃহস্পতিবারও মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকার এক বাড়িতে চুরির ঘটনা ঘটে। দুপুরে বাড়ির দরজা ভেঙে গ্যাস সিলিন্ডার, ক্যামেরা, মোবাইল নিয়ে পালায় দুষ্কৃতীরা। পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। শরৎপল্লির বাসিন্দা বিকাশ মজুমদার এবং তাঁর স্ত্রী নিবেদিতা মজুমদার মেদিনীপুর কোর্টে কাজ করেন। অনান্য দিনের মতো এদিন সকালেও দু’জন বাড়ি থেকে বেরোন। বিকেলে কোর্ট থেকে ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা। সব মিলিয়ে তিনটি রুম। তিনটি রুমেরই সবকিছু তছনছ অবস্থায় রয়েছে। খোওয়া গিয়েছে একটি গ্যাস সিলিন্ডার, একটি ক্যামেরা এবং দু’টি মোবাইল। দুষ্কৃতীরা আলমারি ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু তা পারেনি। বিকাশবাবু বলেন, “বিকেলে কোর্ট থেকে ফিরে এসে দেখি, দরজা ভাঙা। তখনই সন্দেহ হয়, কিছু একটা হয়েছে। পরে রুমে ঢুকে দেখি, সবকিছুই তছনছ হয়ে রয়েছে। তিনটি ঘরই তছনছ করেছে দুষ্কৃতীরা।”

প্রহৃত বন-শ্রমিক

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

কাঠ চুরি আটকাতে গিয়ে প্রহৃত হলেন বন দফতরের তিন শ্রমিক। বুধবার ঘটনাটি ঘটেছে জুনপুট বিট অফিসের অন্তর্গত বগুড়ান জলপাই জঙ্গলে। রাতেই কাঁথি থানায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আহত বন শ্রমিক চাঁদু পয়ড়্যা। অন্য দুই শ্রমিক অরুণ সোম ও অজয় গিরির প্রাথমিক চিকিৎসা হয়েছে। মারধরে অভিযুক্ত বিচিত্র বেরা, গৌতম বেরা ও মুকুন্দ মণ্ডল রঘুসর্দারবাড় জলপাইয়ের বাসিন্দা। জেলা বনাধিকারিক নিতাই সাহা জানান, জেলার সমুদ্র উপকূল বরাবর ৭৮ কিলোমিটার এলাকায় বনসৃজনের গাছ রয়েছে। তা চুরি হওয়ায় ফি-বছর কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হত। তা আটকাতে তল্লাশি নানা পদক্ষেপ করা হয়েছে। তিনি আরও জানান, বুধবার দুপুরে তল্লাশি চালানোর সময়ে তিন শ্রমিক দেখেন ঝাউ গাছ চিরে জ্বালানি কাঠ নিয়ে যাচ্ছে অভিযুক্তরা। তাঁরা বাধা দেন। অভিযুক্তদের জুনপুট বিট অফিসে আনার পথে শ্রমিকদের মারধর করা হয় বলে অভিযোগ।

খড়্গপুর আইআইটির ক্রেডিট ব্যবস্থা বদল

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

নমনীয় হতে চলেছে খড়্গপুর আইআইটির স্নাতক স্তরের পাঠক্রম। শনিবার খড়্গপুর আইআইটির ৬০তম সমাবর্তন অনুষ্ঠানে এ কথা জানালেন ডিরেক্টর পার্থপ্রতিম চক্রবর্তী। আইআইটি সূত্রে জানা গিয়েছে, স্নাতক স্তরের পড়ুয়াদের চার বছরের শিক্ষাবর্ষে মোট ৮টি সেমিস্টার শেষ করতে হয়। প্রতি সেমিস্টার বাবদ বরাদ্দ গড়ে ২২টি করে ক্রেডিট। বর্তমানে প্রতি সেমিস্টারে ২২টি ক্রেডিটই পড়ুয়াদের শেষ করতে হয়। প্রতিটি বিষয়ে সপ্তাহে কত ঘণ্টা ক্লাস হচ্ছে, তার নিরিখেই নির্ধারিত হয় ক্রেডিটের মান। এর ভিত্তিতে পড়ুয়ারা নির্দিষ্ট গ্রেড পান। যদি কোনও পড়ুয়া নির্ধারিত ক্রেডিট শেষ করতে না পারে তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। তবে নতুন ক্রেডিট পদ্ধতিতে প্রতি সেমিস্টারের জন্য এই লক্ষ্যমাত্রা আর থাকবে না। চার বছরের শেষে মোট ১৭৬টি ক্রেডিট শেষ করতে পারলেই পাশ। আবার যদি কেউ সাতটি সেমিস্টার অর্থাৎ সাড়ে তিন বছরে ১৭৬টি ক্রেডিট শেষ করতে পারে তাহলে মিলবে আইআইটি-র স্নাতক স্তরের ডিগ্রি। তবে পার্থপ্রতিমবাবু জানান, বিষয়টি প্রক্রিয়া স্তরে রয়েছে। রাজারহাটে ‘রিসার্চ পার্ক’ তৈরির পরিকল্পানার কথা জানান পার্থপ্রতিমবাবু। যার জন্য বরাদ্দ হয়েছে একশো কোটি টাকা। এছাড়াও প্রায় একশো কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ন্যাশনাল ডিজিট্যাল লাইব্রেরির জন্য আইআইটি খড়্গপুরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে সরব বাম

রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, বামফ্রন্ট নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, ঘরছাড়া বাম কর্মী-সমর্থকদের বাড়ি ফেরানো-সহ ১৫ দফা দাবিতে তমলুক শহরে দু’দিন ব্যপী অবস্থান-বিক্ষোভ কর্মসূচি শুরু করল পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্ট। বৃহস্পতিবার বিকেলে তমলুক শহরের হাসপাতাল মোড়ের কাছে এই অবস্থান-বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এ দিন বামফ্রন্টের ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিএম জেলা সম্পাদক প্রশান্ত প্রধান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল জানা, নিরঞ্জন সিহি, সিপিআই জেলা সম্পাদক নিরঞ্জন ঘড়া, আরএসপি জেলা সম্পাদক অমৃত মাইতি প্রমুখ। সন্ধ্যায় অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব। এ দিন বিক্ষোভ কর্মসূচিতে বামফ্রন্ট নেতারা অভিযোগ করেন, রাজ্যে তৃণমূল সরকার আসার পর গত তিন বছরে নারী নির্যাতন, ধর্ষণ-সহ বিভিন্ন অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়ে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আর বিভিন্ন অপরাধের ঘটনায় অভিযুক্ত শাসক দলের লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষ ও সক্রিয় ভূমিকা নিচ্ছে না। এর ফলে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। অবস্থান বিক্ষোভে বামফ্রন্ট নেতৃত্বের পক্ষ তেকে দাবি জানানো হয়, নারী নির্যাতন-সহ বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। বামফ্রন্ট নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা ও তৃণমূলের সন্ত্রাসে ঘরছাড়া বামফ্রন্ট কর্মীদের ঘরে ফেরানোর জন্য প্রসাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। দু’দিন ব্যপী অবস্থান কর্মসূচিতে আজ, শুক্রবার উপস্থিত থাকার কথা সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু ও সিপিআই রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার সহ জেলা বামফ্রন্ট নেতৃত্বের।

ডিএসও-র জেলা সম্মেলন

ডিএসও’র অষ্টম পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল কাঁথিতে। বৃহস্পতিবার কাঁথির বীরেন্দ্র স্মৃতি সৌধে শহিদ বেদিতে মাল্যদান ও সংগঠনের পতাকা উত্তোলন করে সর্বভারতীয় ডিএসও’র পক্ষ থেকে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সবর্ভারতীয় সভাপতি কমল সাঁই। সম্মেলনে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল তুলে দেওয়া, শিক্ষায় ব্যাপক ফি বৃদ্ধি ও বেসকারীকরণ, ছাত্রী নিগ্রহের ঘটনা, স্কুলস্তরে যৌনশিক্ষা চালুর প্রতিবাদ করা হয়। তাছাড়াও পূর্ব মেদিনীপুর জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়। প্রতিনিধি সম্মেলনে তমলুকে একটি মেডিক্যাল কলেজ ও কাঁথিতে মহিলা কলেজ স্থাপনেরও দাবি তোলা হয়। সম্মেলনে বক্তব্যের মাধ্যমে সংগঠনের সবর্ভারতীয় সভাপতি কমল সাঁই ও রাজ্য সম্পাদক অংশুমান রায় শিক্ষা ব্যবস্থার সঙ্কটের পাশাপাশি গণতান্ত্রিক ও সর্বজনীন শিক্ষা কিভাবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে তা তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন এসইউসি’র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যা অনুরূপা দাস ও ডিএসও’র জেলা সভাপতি চিন্ময় ঘোড়াই প্রমুখ। সম্মেলনে সরোজ মাইতিকে সভাপতি ও অনুপ মাইতকে সম্পাদক করে ৫৫ জনের নতুন জেলা কমিটি গঠন করা হয়। জেলার ১৮টি কলেজ ও ১৫০টি স্কুল থেকে ৯০০ জন প্রতিনিধি যোগ দেন। সম্মেলনের শেষে একটি সুসজ্জিত মিছিল কাঁথি শহর পরিক্রমা করে।

বাড়ছে মদের ভাটি, থানায় এলাকাবাসী

পুর-এলাকায় বেআইনি মদের ভাটি বাড়তে থাকায় অতিষ্ট এলাকাবাসী থানায় এসে অভিযোগপত্র জমা দিলেন। বৃহস্পতিবার খড়্গপুর গ্রামীণ থানার পুলিশের দ্বারস্থ হন। শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের তালবাগিচা দীনেশনগরের বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মদের ভাটির রমরমায় দিন দিন মদ্যপদের উৎপাত বাড়ছে। সন্ধে নামলেই পথেঘাটে চলা দায় হয়ে উঠেছে স্কুলপড়ুয়া নাবালিকা থেকে মহিলাদের। পথচলতি মানুষের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়ছে মদ্যপরা। খড়্গপুর শহর থানা ও সংলগ্ন গ্রামীণ থানা এলাকা জুড়েই বাড়ছে চোলাইয়ের ভাটি। সন্ধে নামলেই ঝুপড়ি ঘরে চলছে এই বেআইনি কারবার। তার জেরে সুভাষপল্লি, ভগবানপুর, মথুরাকাটি, গেটবাজার, গোল্ডেনচল, তালবাগিচা, ঘাগরা, গোপালি, ঝাপেটাপুর, কৌশল্যা এলাকার বাসিন্দারা সমস্যায় পড়েছেন। পুলিশ মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান চালায়, কয়েকজনকে গ্রেফতারও করে, কিন্তু ফের জমে ওঠে ব্যবসা। স্থানীয় সূত্রের খবর, গত ২১ জুলাই রাতে দীনেশনগরে একটি মদের দোকানের সামনে গোলমাল বাধে। তারপরই এ দিন ৪৫ জন বাসিন্দার সই সম্বলিত অভিযোগপত্র গ্রামীণ থানায় জমা দেওয়া হয়। অভিযোগকারী বিধান শীল, রাহুল ভট্টাচার্যরা বলেন, “স্থানীয় অনিল হাঁসদার বাড়িতে সন্ধে হলেই মদ্যপদের ভিড় জমছে। ২১ জুলাই রাতে গোলমালের পরে পুলিশ এসেছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি। তাই অভিযোগ দিলাম।” এ ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ।

পর্যালোচনা বৈঠক

উন্নয়নের কাজে পিছিয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক। এ নিয়ে জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রীর সফরের সময়ে অস্বস্তিতেও পড়তে হয়েছে। বৃহস্পতিবার তাই ডেবরা ব্লক প্রশাসনিক কার্যালয়ে গিয়ে বৈঠক করলেন জেলাশাসক ও জেলা সভাধিপতি। এ দিন ব্লক প্রশাসনিক আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত প্রধানকে নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক চলে। মূলত ডেবরা ব্লকের উন্নয়নমূলক কাজে গতি আনতেই এ দিনের বৈঠকে আলোাচনা হয় বলে জানা গিয়েছে। জেলার সাঁকরাইল, শালবনি, গোপীবল্লভপুর-১, সবং, ডেবরা, পিংলা ব্লক একশো দিনের প্রকল্প, ইন্দিরা আবাস, ‘বিআরজিএফ’, গীতাঞ্জলি’র মতো কেন্দ্র ও রাজ্যের নানা প্রকল্প রূপায়ণে পিছিয়ে রয়েছে। এ বারে মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে জেলার এই পিছিয়ে থাকা ব্লক নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় জেলা প্রশাসনকে। জেলা সভাধিপতি উত্তরা সিংহ বলেন, “এটি একটি পর্যালোচনা বৈঠক। উন্নয়নের কাজে গতি আনাই আমাদের মূল উদ্দেশ্য। তার জন্য যা করতে হয় আমরা করব। এক মাস পরে ফের পর্যালোচনা বৈঠক হবে। তার মধ্যেই কাজের অগ্রগতি আনতে হবে।”

পথ দুর্ঘটনায় মৃত রেশন ডিলার

নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিক আপ ভ্যান রাস্তার ধারে গাছে ধাক্কা মারায় মৃত্যু হল ওই পিক-আপ ভ্যানের এক আরোহীর। বৃহস্পতিবার দুপুরে নয়াগ্রাম থানার পাঁচকাহানিয়া ফরেস্ট বিট অফিসের কাছে গোপীবল্লভপুর-খড়িকা পিচ রাস্তায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জন্মেঞ্জয় সাহু (৫৫)। তাঁর বাড়ি নয়াগ্রামের কলমাপুকুরিয়া গ্রামে। পেশায় রেশন ডিলার জন্মেঞ্জয়বাবু এদিন গোপীবল্লভপুরে ডিস্ট্রিবিউটারের গুদাম থেকে রেশনের মালপত্র নিয়ে একটি পিক আপ ভ্যানে করে নয়াগ্রামের উদ্দেশে ফিরছিলেন। চালকের পাশের আসনেই বসে ছিলেন তিনি। দুপুর ১ টা নাগাদ পাঁচকাহানিয়ার কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় পিক আপ ভ্যানটি রাস্তার ধারে একটি জামগাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনার পরই গাড়ির চালক চম্পট দেন। পিক আপ ভ্যানের কেবিনের মধ্যে নিথর অবস্থায় পড়ে ছিলেন জন্মেঞ্জয়বাবু। তাঁর তলপেটে আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়েরা জন্মেঞ্জয়বাবুকে উদ্ধার করে খড়িকামাথানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঝাড়গ্রামে মহিলা ফুটবল

পায়ে পায়ে ফুটবল নিয়ে মাঠময় দৌড়চ্ছেন মহিলারা! উৎসাহী দর্শক-জনতার হর্ষধ্বনিতে মুখরিত চারিপাশ। গত তিন বছর ধরে জঙ্গলমহলে এ দৃশ্য চেনা। পুলিশ-প্রশাসনের উদ্যেগে ফি-বছর জঙ্গলমহল কাপ মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। জঙ্গলমহলে এ বার বেসরকারি উদ্যোগে এক দিনের প্রদর্শনী মূলক মহিলা ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। আগামী রবিবার ২৭ জুলাই বিকেল সাড়ে ৩ টায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে ঝাড়গ্রাম পূর্বাশা ক্লাবের উদ্যোগে ওই প্রদর্শনী মূলক মহিলা ফুটবল খেলায় অংশ নেবে ‘ভারত একাদশ’ বনাম ‘পশ্চিমবঙ্গ একাদশ’। ক্লাবের সম্পাদক বিশ্বনাথ পাণিগ্রাহীর দাবি, “বেসরকারি উদ্যোগে জঙ্গলমহলে এই প্রথমবার মহিলাদের প্রদর্শনী ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। খেলা চলাকালীন মাঠে হাজির থাকবেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীরা।” বিশ্বনাথবাবু জানান, কলকাতার একটি সংস্থার মাধ্যমে সর্বভারতীয় স্তরের ও রাজ্যস্তরের দু’টি মহিলা ফুটবল দলকে প্রদর্শনী ফুটবল খেলানোর জন্য নিয়ে আসা হচ্ছে। বিশ্বনাথবাবু আরও জানান, ওই অনুষ্ঠানে বধির ও শারীরিক প্রতিবন্ধীদের শ্রবণযন্ত্র ও ক্র্যাচ বিতরণ করা হবে।

ডিএসও’র সম্মেলন

ডিএসও’র অষ্টম পূর্ব মেদিনীপুর জেলা সন্মেলন অনুষ্ঠিত হল কাঁথিতে। বৃহস্পতিবার কাঁথির বীরেন্দ্র স্মৃতি সৌধে শহিদ বেদিতে মাল্যদান ও সংগঠনের পতাকা উত্তোলন করে সর্বভারতীয় ডিএসও’র পক্ষ থেকে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সবর্ভারতীয় সভাপতি কমল সাঁই। সম্মেলনে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল তুলে দেওয়া, শিক্ষায় ব্যাপক ফি বৃদ্ধি ও বেসরকারীকরণ, ছাত্রী নিগ্রহের ঘটনা, স্কুলস্তরে যৌনশিক্ষা চালুর প্রতিবাদ করা হয়। তাছাড়াও পূর্ব মেদিনীপুর জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়। প্রতিনিধি সম্মেলনে তমলুকে একটি মেডিক্যাল কলেজ ও কাঁথিতে মহিলা কলেজ স্থাপনেরও দাবি তোলা হয়। সম্মেলনে বক্তব্যের মাধ্যমে সংগঠনের সবর্ভারতীয় সভাপতি কমল সাঁই ও রাজ্য সম্পাদক অংশুমান রায় শিক্ষা ব্যবস্থার সঙ্কটের পাশাপাশি গণতান্ত্রিক ও সর্বজনীন শিক্ষা কিভাবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে তা তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন এসইউসি’র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যা অনুরূপা দাস ও ডিএসও’র জেলা সভাপতি চিন্ময় ঘোড়াই।

দুর্ঘটনায় মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিক আপ ভ্যান রাস্তার ধারে গাছে ধাক্কা মারায় মৃত্যু হল ওই পিক-আপ ভ্যানের এক আরোহীর। বৃহস্পতিবার দুপুরে নয়াগ্রাম থানার পাঁচকাহানিয়া ফরেস্ট বিট অফিসের কাছে গোপীবল্লভপুর-খড়িকা পিচ রাস্তায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জন্মেঞ্জয় সাহু (৫৫)। তাঁর বাড়ি নয়াগ্রামের কলমাপুকুরিয়া গ্রামে। পেশায় রেশন ডিলার জন্মেঞ্জয়বাবু এ দিন গোপীবল্লভপুরে ডিস্ট্রিবিউটারের গুদাম থেকে রেশনের মালপত্র নিয়ে একটি পিক আপ ভ্যানে করে নয়াগ্রামের উদ্দেশ্যে ফিরছিলেন। দুপুর ১ টা নাগাদ পাঁচকাহানিয়ার কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় পিক আপ ভ্যানটি রাস্তার ধারে একটি জামগাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনার পরই চালক চম্পট দেন। পিক আপ ভ্যানের কেবিনের মধ্যে নিথর অবস্থায় পড়ে ছিলেন জন্মেঞ্জয়বাবু। তাঁকে উদ্ধার করে খড়িকামাথানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কোথায় কী

শুক্রবার

ইফতার পার্টি। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার উদ্যোগে

ইফতার পার্টি। শহরের রবীন্দ্র নিলয়ে। বিকেল সাড়ে পাঁচটায়।

উদ্বোধন। খড়্গপুরের কুচলাচটিতে প্রেমবাজার থেকে হিজলি কলেজ যাওয়ার রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন।

প্রায় দেড় কিলোমিটার ঢালাই রাস্তার উদ্বোধন করবেন মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন

পর্ষদের চেয়ারম্যান মৃগেন মাইতি। বেলা দু’টোয় অনুষ্ঠান।

তারকার ইফতার। শনিবার ঘাটালে সৌমেশ্বর মণ্ডলের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE