Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

ছাত্র-যুব বিজ্ঞান মেলা শুরু হল পশ্চিম মেদিনীপুরে। সোমবার মেদিনীপুর শহরের মোহনানন্দ হাইস্কুল চত্বরে এই মেলার উদ্বোধন হয়। চলবে আজ, মঙ্গলবার পর্যন্ত। দু’দিনের এই মেলায় জেলার প্রায় দেড়শোটি স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দিচ্ছে।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৪ ০০:০১
Share: Save:

ছাত্র-যুব বিজ্ঞান মেলা

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

বিবেকানন্দ বিদ্যাপীঠে বিজ্ঞান মেলা

ছাত্র-যুব বিজ্ঞান মেলা শুরু হল পশ্চিম মেদিনীপুরে। সোমবার মেদিনীপুর শহরের মোহনানন্দ হাইস্কুল চত্বরে এই মেলার উদ্বোধন হয়। চলবে আজ, মঙ্গলবার পর্যন্ত। দু’দিনের এই মেলায় জেলার প্রায় দেড়শোটি স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দিচ্ছে। এ দিন সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, অতিরিক্ত জেলাশাসক সুশান্ত চক্রবর্তী, মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র। ছাত্রছাত্রীরা বিজ্ঞান মডেল কিংবা পোস্টার নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেছে। যুবকল্যাণ দফতরের উদ্যোগে এই মেলার আয়োজন হয়েছে। জেলা যুবকল্যাণ আধিকারিক সত্যব্রত হালদার জানান, জেলাস্তরের সফল প্রতিযোগীরা রাজ্যস্তরের বিজ্ঞান মেলায় অংশগ্রহন করবে। আগামী ১০-১২ সেপ্টেম্বর কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যস্তরের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মডেলগুলো দেখেন উপস্থিত সকলে। এক- একজনের বিষয়ভাবনাও এক-এক রকম। কেউ কৃষি, শক্তি সংরক্ষণ, স্বাস্থ্য ও স্বাস্থ্য বিধিসম্মত ব্যবস্থা বিষয় ভাবনার উপর মডেল তৈরি করেছে। কেউ পরিবেশ, জল সংরক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তিতে উদ্ভাবনা বিষয় ভাবনার উপর মডেল তৈরি করেছে।

চারা বিলি

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

শালবনি পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে চারাগাছ বিলি করা হল সোমবার। এই উপলক্ষে শালবনি হাইস্কুলে এক আলোচনা সভাও হয়। যেখানে বৃক্ষরোপনের গুরুত্ব ছাত্রছাত্রীদের বোঝানো হয়। এদিন প্রায় দু’হাজার চারাগাছ বিলি করা হয়। শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ বলেন, “প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সবুজকে বাঁচিয়ে রাখা জরুরি। সবুজ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যত প্রজন্ম ও মানব সভ্যতা রক্ষার জন্য আজ আরও বেশি করে গাছ লাগানো প্রয়োজন। সবুজ সৃষ্টির উদ্দেশ্যেই এই কর্মসূচি।”

মৃত আরও এক

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

কেশপুরের আনন্দপুরে মোমবাতির কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল কারখানা মালিকের। মঙ্গলবার দুপুরে কলকাতার পিজি হাসপাতালে নিরূপ রায় নামে ওই ব্যাক্তির মৃত্যু হয়। বাকি তিন আহত ওই হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, গত শুক্রবার গ্যাস ওভেন জ্বালানোর সময় ওই কারখানায় বিস্ফোরণ ঘটে।

প্রতিষ্ঠা দিবস পালন

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

সংস্থার ৫৮ তম প্রতিষ্ঠা দিবস পালন করলো ভারতীয় জীবন বিমা নিগমের মঞ্জুশ্রী শাখা। সোমবার সকালে সংস্থার এজেন্ট ও কর্মীরা সুসজ্জিত ট্যাবলো নিয়ে সুতাহাটা ও দুর্গাচক এলাকায় মোটরবাইক র্যালি করেন। পরে ওই সংস্থার কার্যালয়ে জীবন বিমা বিষয়ে আলোচনা করেন সংস্থার সংশ্লিষ্ট শাখার ম্যানেজার জয়ন্তকুমার ভট্টাচার্য।

ভ্রাম্যমাণ গাড়িতে দূরশিক্ষায় ভর্তির সুযোগ

এ বার দূরশিক্ষা বিভাগে ভর্তির সুবিধে দেওয়া হচ্ছে জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের। ভর্তির জন্য জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে আসার প্রয়োজন নেই। ভর্তির সমস্ত সরঞ্জাম নিয়ে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ! এমনটাই হতে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। আজ, মঙ্গলবার উদ্বোধন হবে এই ব্যবস্থারই। তারপর বিশ্ববিদ্যালয়ের ভ্রাম্যমাণ গাড়ি ঘুরে বেড়াবে লালগড়, বেলপাহাড়ি, গোপীবল্লভপুর, সাঁকরাইল-সহ জঙ্গলমহলের বিভিন্ন এলাকায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী বলেন, “জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের কাছে অনেক সময় ভর্তির বিষয়টি অজানা থেকে যায়। আবার জানলেও এত দুরে এসে ভর্তি হওয়ার ক্ষেত্রে সমস্যাও হতে পারে। তাই আমরা ভ্রাম্যমান গাড়ি পাঠিয়ে সংশ্লিষ্ট এলাকাতেই ছাত্র ভর্তির ব্যবস্থা করেছি।” সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে ভর্তি শুরু হয়েছে। আবেদন পত্র নিয়ে জঙ্গলমহলের বিভিন্ন এলকায় যাবে বিশ্ববিদ্যালয়ের গাড়ি। মাইকে ঘোষণা করা হবে ভর্তির বিষয়টি। ইচ্ছুক ছাত্রছাত্রীরা নথি ও টাকা নিয়ে এলেই সরাসরি ভর্তি করে নেওয়া হবে সেখানেই। ছাত্রছাত্রীদের আর কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে আসার প্রয়োজন হবে না। এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হল। কোন দিন কোথায় এই ভ্রাম্যমাণ গাড়ি যাবে তারও একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই মতো গাড়িগুলি ৮-১০ দিন ধরে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াবে।

পাঁশকুড়ায় সিপিএমের দলীয় কার্যালয়ে হামলার নালিশ

সিপিএমের জোনাল কমিটির অফিসে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুরাতন বাজারের ঘটনা। সিপিএমের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত। এই মর্মে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। সোমবার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পাঁশকুড়া থানায় স্মারকলিপি দেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা অধরা। ঘটনার তদন্ত চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া থানা থেকে কয়েকশো মিটার দূরেই রয়েছে সিপিএমের এই দলীয় কার্যালয়টি। রবিবার রাত ১০টা নাগাদ অফিসের সামনে জনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই পালায় ওই দুষ্কৃতীরা। পাঁশকুড়ার বাসিন্দা তথা সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহি’র অভিযোগ, “রবিবার পাঁশকুড়ার ন্যাকড়ায় তৃণমূল যুব কংগ্রেসের সভায় প্রকাশ্যে সিপিএমের দলীয় কার্যালয় দখলের হুমকি দেওয়া হয়েছিল। এরপরই এই হামলা।” তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি তথা পাঁশকুড়া পুরসভার কাউন্সিলর আনিসুর রহমান বলেন, “সদ্য সিপিএম ছেড়ে যাওয়া লোকেরাই এই ঘটনার সঙ্গে জড়িত।”

দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সমর্থন দুই বাম সদস্যর

পঞ্চায়েতের আসন সংখ্যার নিরিখে বামফ্রন্ট ও তৃণমূল সমান হওয়ায় এক বছর আগে টসে জিতে প্রধান হয়েছিলেন সিপিএম সদস্যা আর উপ-প্রধান হয়েছিলেন তৃণমূল সদস্য। পাঁশকুড়া-১ ব্লকের ছয় সদস্য বিশিষ্ট প্রতাপপুর-২ গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিকভাবে ক্ষমতায় ছিল সিপিএম ও তৃণমূল দু’পক্ষই। কিন্তু, এক বছরের মাথায় বামফ্রন্টের দুই সদস্য শিবির বদল করায় ওই গ্রাম পঞ্চায়েতের এককভাবে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। সোমবার ওই গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান কাজল হাইতের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়। এ দিন বিডিও’এর প্রতিনিধির উপস্থিতিতে প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ডাকা সভায় ছিলেন তৃণমূলের তিন জন সদস্য ও বামফ্রন্টের দুই সদস্য। পঞ্চায়েত প্রধান কাজল হাইতের অনুপস্থিতিতে সভায় ৫-০ ব্যবধানে অনাস্থা প্রস্তাব পাস হয়ে যায়। ওই গ্রামপঞ্চায়েতের তৃণমূল উপ-প্রধান শেখ জহিরুল ইসলাম বলেন, “অনাস্থা প্রস্তাবে বামফ্রন্টের দুই সদস্য আমাদের সমর্থন করেছে।” প্রধান কাজল হাইত বলেন, “গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজে অসহযোগিতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পঞ্চায়েতের কাজে সবাইকে নিয়ে চলতাম। চাকরির লোভ দেখিয়ে আমাদের দুই সদস্যকে দিয়ে অনাস্থা প্রস্তাব এনেছে তৃণমূল।”

প্রহৃত সাংবাদিক

টাকা ফেরত চেয়ে একটি অর্থলগ্নি সংস্থার কার্যালয়ে বিক্ষোভ চলাকালীন সংস্থার এজেন্ট ও কর্মীদের হাতে প্রহৃত হলেন বৈদ্যুতিন সংবাদমাধ্যমের এক প্রতিনিধি। সোমবার দুপুরে সুতাহাটা থানা এলাকার চৈতন্যপুরের এই ঘটনায় জখম অচিন্ত্য বেরা আপাতত হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চৈতন্যপুর বালুঘাটা রাস্তার ধারের ওই লগ্নি সংস্থাটিতে টাকার দাবিতে সোমবার জায় কুড়ি স্থানীয় আমানতকারী বিক্ষোভ দেখান। খবর পেয়ে ছবি তুলতে গিয়েছিলেন অচিন্ত্যবাবু। সেই সময় কার্যালয়ের এজেন্ট ও কর্মীদের একাংশ তাঁকে মারধর করে বলে অভিযোগ।

সচেতনতা শিবির

যুবকদের কর্মসংস্থান ও বৃক্ষরোপণ, জল সংরক্ষণ নিয়ে সচেতনতা শিবির হল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হরিনারায়ণচক গ্রামে। রিনারায়ণচক উত্তরপাড়া তরুণ সঙ্ঘ ও নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে শনিবার হরিনারায়ণচক প্রাথমিক বিদ্যালয়ে এই সচেতনতা শিবিরে এলাকার প্রায় গ্রামবাসী যোগ দিয়েছিলেন। যুবকদের কর্মসংস্থান নিয়ে আলোচনা করেন মানস কুমার দাস, বৃক্ষরোপণ নিয়ে আলোচনা করেন শচীনন্দন সামন্ত , জল সংরক্ষণ নিয়ে আলোচনা করেন অধ্যাপক নির্মাল্য দাস।

শহিদ দিবসে ডিএসও’র বিক্ষোভ

জেলা জুড়ে ছাত্র শহিদ দিবস পালন করল ডিএসও। এ দিন মেদিনীপুর শহর, খড়্গপুর শহর, বেলদা, সবং, পিংলা-সহ জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ- কর্মসূচি হয়। মেদিনীপুরের কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক মণিশঙ্কর পট্টনায়েক। বেলদার কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি দীপক পাত্র। কর্মসূচি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ- ফেল পুনরায় চালু করা, নারী নির্যাতন রোধ করা সহ বেশ কিছু দাবিও জানানো হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE