Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

কমার্স কলেজে বিক্ষোভ দেখানোর সময় সোমবার এসএফআইয়ের তিন কর্মীকে ধরে থানায় নিয়ে গিয়েছিল পুলিশ। তার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে শহরে মিছিল করল সিপিএমের ছাত্র সংগঠন। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি সোমনাথ চন্দ।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫২
Share: Save:

এসএফআইয়ের প্রতিবাদ মিছিল

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

কমার্স কলেজে বিক্ষোভ দেখানোর সময় সোমবার এসএফআইয়ের তিন কর্মীকে ধরে থানায় নিয়ে গিয়েছিল পুলিশ। তার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে শহরে মিছিল করল সিপিএমের ছাত্র সংগঠন। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি সোমনাথ চন্দ। ছাত্র সংসদে ক্ষমসাসীন ছাত্র পরিষদ (সিপি) এবং তৃণমূল ছাত্র পরিষদের মারামারি, কলেজে ভাঙচুরের জেরে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন মেদিনীপুর কমার্স কলেজের টিচার ইন-চার্জ বিবেকানন্দ দাস মহাপাত্র। গত শনিবার পরিচালন সমিতির সভাপতি শ্যামলেন্দু মাইতিকে চিঠি দিয়েছেন তিনি। বিবেকানন্দবাবুকে অবশ্য অব্যাহতি দেওয়া হয়নি। আগামী শুক্রবার কলেজ পরিচালন সমিতির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ নিয়ে চাপানউতোর মধ্যে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবিতে সোমবার কলেজ গেটের সামনে বিক্ষোভ-কর্মসূচি করে এসএফআই। এই কর্মসূচি চলাকালীনই পুলিশ তিনজন এসএফআই কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। এঁদের মধ্যে দু’জন শেখ বাবলু এবং অতনু মুর্মু সিপিএমের ছাত্র সংগঠনের জেলা কমিটির সদস্য। বেশি রাতে তাঁদের ছাড়ে পুলিশ। এসএফআইয়ের জেলা সভাপতি সোমনাথ চন্দের অভিযোগ, “অন্যায় ভাবে আমাদের তিন কর্মীকে পুলিশ থানায় ধরে নিয়ে গিয়েছিল। তিন কর্মীকে হেনস্থাও করা হয়।” পুলিশ অবশ্য হেনস্থার অভিযোগ উড়িয়ে দিয়েছে। পুলিশের দাবি, নির্দিষ্ট অভিযোগে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নতুন করে অশান্তি না হলেও কমার্স কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতি কিন্তু বাড়ছে না। কলেজে ছাত্রছাত্রী সংখ্যা প্রায় চোদ্দোশো। সোমবার কলেজে আসেন একশোজন, মঙ্গলবার আসেন প্রায় দেড়শোজন। ফলে, নামমাত্র পঠনপাঠন হয়েছে। বেশ কিছু ক্লাস হয়ওনি। এ দিনও কলেজের আশপাশে পুলিশি নজরদারি ছিল।

বামেদের স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

বিডিও অফিসে বিক্ষোভ।—নিজস্ব চিত্র।

দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে এলাকায় তৃণমূলের সন্ত্রাস, নানা অভিযোগে মিছিল করে স্মারকলিপি জমা দিল বামেরা। মঙ্গলবার সিপিএমের কেশিয়াড়ি জোনাল কার্যালয় থেকে ব্লক অফিস পর্যন্ত ওই মিছিল হয়। তারপর বিডিও-র কাছে স্মারকলিপিও দেওয়া হয়। কর্মসূচির নেতৃত্বে থাকা সিপিএম নেতা ভবানী গিরি বলেন, “রাজ্যের সর্বত্র যে ভাবে সন্ত্রাস চলছে, কেশিয়াড়িও তার ব্যতিক্রম নয়। এখানে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। তাই আমাদের প্রতিবাদ।” কেশিয়াড়ির বিডিও অসীমকুমার নিয়োগী বলেন, “একটা স্মারকলিপি হাতে পেয়েছি। বিষয়গুলি দেখে যা করণীয় সেই অনুযায়ী ব্যবস্থা নেব।”

হকার উচ্ছেদের প্রতিবাদ বিজেপির

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

বাজারের ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে রেল। সেই সিদ্ধান্ত সহানুভূতির সঙ্গে বিচারের আবেদন জানাল বিজেপি। দলের জেলা প্রতিনিধিদল মঙ্গলবার খড়্গপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করেন। বিজেপির সভাপতি তুষার মুখোপাধ্যায়ের নেতৃত্বে ই দলে ছিলেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য প্রদীপ পট্টনায়েক, জেলা কমিটির সদস্য অন্তরা ভট্টাচার্য প্রমুখ। সম্প্রতি খড়্গপুরে রেলের গোলবাজার ও গেটবাজারের প্রায় তিনশো হকারকে ফুটপাত থেকে উঠে যেতে হবে বলে জানিয়েছে রেল। এ নিয়ে হকারদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ দিন তাঁদের পক্ষ নিয়েই ডিআরএমের সঙ্গে দেখা করে বিজেপির দলটি। ডিআরএম অফিসের সামনে এ দিন হাজির ছিলেন বেশ কিছু হকারও। পরে তুষারবাবু বলেন, “হকাররা ফুটপাত দখল করে থাকায় বাজারে যানজট ও তার জেরে পথচলতি মানুষের অসুবিধা বাস্তব সমস্যা। কিন্তু পুজোর মুখে হকারদের তুলে দেওয়ার আগে বিষয়টি সহানুভূতির চোখে দেখার আবেদন জানিয়েছি। পরে বিকল্প ব্যবস্থা করে যাতে হকারদের সরানো হয় সেই প্রস্তাবও রেখেছি।”

গণ্ডগোলে খেলা বাতিল

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

পুরসভা আয়োজিত ফুটবল লিগের কোয়ার্টার ফাইনালের খেলা বাতিল হল গণ্ডগোলের জেরে। মঙ্গলবার গাঁধীনগর মাঠে ২৩ নম্বর এবং ২১ নম্বর ওয়ার্ডের মধ্যে খেলা চলছিল। বৃষ্টিকে উপেক্ষা করে বহু মানুষ মাঠে ছিলেন। খেলা শেষের পাঁচ মিনিট আগে একটি ফাউল ঘিরে দু’পক্ষের ঝামেলা বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খেলা বাতিল হয়। খেলার শেষের আগে অবশ্য ২৩ নম্বর ওয়ার্ড ২-১ গোলে এগিয়ে ছিল। আজ, বুধবার পুরসভায় বিবাদমান দু’পক্ষকে নিয়ে বৈঠকের কথা রয়েছে বলে পুরসভা সূত্রে খবর।

বিকৃত দেহ উদ্ধার, সবংয়ে ধৃত দুই

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

স্ত্রী ও দেওরের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হতে হয় শেখ মৌসমকে সবংয়ে শেখ মৌসম নামে এক ব্যক্তির বিকৃত দেহ উদ্ধারের পরে তদন্তে নেমে এমনই সূত্র পেল পুলিশ। সোমবার রাতে সবংয়ের বড়সাহারা থেকে পুলিশ মৃতের স্ত্রী সালমা বেগম ও শেখ মৌসমের ভাই গোলাম রসুলকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। মঙ্গলবার মেদিনীপুর আদালত ধৃতদের সাত দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গত ১৬ অগস্ট বড়সাহারার একটি খালের ধার থেকে এক ব্যক্তির বিকৃত দেহ উদ্ধার হয়। পরিজনেরা শেখ মৌসমকে সনাক্ত করেন। ৩১ অগস্ট ময়না-তদন্তের রির্পোট পেয়ে পুলিশ জানতে পারে, শেখ মৌসমকে খুন করা হয়েছে। সবং থানার ওসি কৃষ্ণেন্দু হোতা খুনের মামলা রুজু করে তদন্তে নামেন। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা খুনের কথা স্বীকার করায় তাঁদের গ্রেফতার করা হয়।

সৈকতে যুবকের দেহ

নিজস্ব সংবাদদাতা • বকখালি

সমুদ্র স্নানে নেমে তলিয়ে গিয়েছিলেন আজিজুর রহমান খান (২৬)। মঙ্গলবার সকালে বকখালি সমুদ্র সৈকতে তাঁর দেহ মিলল। কাঁথির বাসিন্দা আজিজুর থাকতেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের পীরপুরে। সোমবার সকালে তাঁর কোচিং সেন্টারের ১৮ জন ছাত্রকে নিয়ে বকখালি যান আজিজুর। স্নানে নেমে জোয়ারের জলে সকলে হাবুডুবু খাচ্ছিলেন। স্থানীয়রা এবং কোস্টাল গার্ডের কর্মীরা তাঁদের উদ্ধার করেন। কিন্তু আজিজুর তলিয়ে যান।

স্কুলে উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

শালবনির মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের নতুন ল্যাবরেটরি এবং লাইব্রেরির উদ্বোধন হল মঙ্গলবার। এই উপলক্ষে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার সন্তোষকুমার ঘোড়ই, বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়েরর গ্রন্থাগারিক রুদ্রেশ্বর মিশ্র প্রমুখ।

শ্লীলতাহানির অভিযোগে ধৃত

বাড়িতে ঢুকে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল এক প্রতিবেশী তরুণকে। সোমবার রাতে বেলদার রাধানগরে অভিযুক্ত তরুণ উত্তম ভক্তাকে পুলিশ গ্রেফতার করে। ধৃতের বাড়ি ওই এলাকাতেই। গত রবিবার দুপুরে ওই কিশোরীর বাবা-মা চাষের কাজের জন্য মাঠে যাওয়ায় সে বাড়িতে একাই ছিল। অভিযোগ, সেই সময় পড়শি উত্তম বাড়িতে ঢুকে বছর তেরোর ওই কিশোরীকে শ্লীলতাহানি করে। ওই কিশোরী চিৎকার করলে উত্তম পালিয়ে যায় বলে অভিযোগ। বিকেলে বাবা-মা বাড়িতে ফিরলে সে তাঁদের কাছে ঘটনার কথা জানায়। সোমবার সন্ধ্যায় ওই কিশোরীর বাবা উত্তমের নামে বেলদা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার অভিযোগ পাওয়ার পরেই শ্লীলতাহানির মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

শেষ হল ছাত্র-যুব বিজ্ঞান মেলা

মঙ্গলবার শেষ হল পশ্চিম মেদিনীপুর জেলা ছাত্র-যুব বিজ্ঞান মেলা। সোমবার থেকে মেদিনীপুর শহরের মোহনানন্দ হাইস্কুল ক্যাম্পাসে এই মেলা অনুষ্ঠিত হয়। সায়েন্স সেমিনারের পাশাপাশি ছিল বিজ্ঞান মডেল ও পোস্টার প্রতিযোগিতার আয়োজনও। জেলা যুবকল্যাণ আধিকারিক সত্যব্রত হালদার জানান, জেলাস্তরের সফল প্রতিযোগীরা রাজ্যস্তরের বিজ্ঞান মেলায় যোগ দেবে। আগামী ১০-১২ সেপ্টেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যস্তরের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে। সায়েন্স সেমিনারে সবমিলিয়ে ৩৫টি স্কুল প্রতিনিধিত্ব করে। ছাত্র- যুব সমাজের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানসিক দৃড়তা ও সৃষ্টিশীল চিন্তাধারার উন্মেষ ঘটানো এবং অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূরীকরণের উদ্দেশ্যেই এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

স্কুলে পাঠাগার

শালবনির মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের নতুন গবেষণাগার এবং গ্রন্থাগারের উদ্বোধন হল মঙ্গলবার। এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার সন্তোষকুমার ঘোড়ই, বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের গ্রন্থাগারিক রুদ্রেশ্বর মিশ্র প্রমুখ। নতুন ল্যাবরেটরির উদ্বোধন করেন সন্তোষবাবু। লাইব্রেরির উদ্বোধন করেন রুদ্রেশ্বরবাবু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া বলেন, “গ্রন্থাগারের জন্য কিছু সংস্থাও বই দিয়েছে।” গবেষণাগারের জন্য অর্থ সাহায্য করেছে রাজ্য সরকারই।

খেলা বাতিল

হলদিয়া পুরসভা আয়োজিত ফুটবল লিগের কোয়ার্টার ফাইনালের খেলা বাতিল হল গণ্ডগোলে। মঙ্গলবার গাঁধীনগর মাঠে ২৩ নম্বর এবং ২১ নম্বর ওয়ার্ডের খেলা চলছিল। বৃষ্টির মধ্যেও ভিড় ছিল ভালই। খেলা শেষের পাঁচ মিনিট আগে একটি ফাউল ঘিরে দু’পক্ষের ঝামেলা বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খেলা বাতিল হয়। সেই মুহূর্তে ২৩ নম্বর ওয়ার্ড ২-১ গোলে এগিয়ে ছিল। আজ, বুধবার পুরসভায় বিবাদমান দু’পক্ষকে নিয়ে বৈঠকের কথা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE