Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বিভিন্ন থানায় কালীপুজোর আনন্দের সঙ্গেই সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতল পুলিশকর্মী ও তাঁদের পরিজনরা। বৃহস্পতিবার থেকে খড়্গপুর মহকুমার প্রায় প্রতিটি থানারই কালীমন্দিরে পুজোর আয়োজন করেছিলেন থানার পুলিশকর্মীরা। শুধু পুজো নয়, আলোর উৎসবে এলাকায় জনসংযোগ বাড়তে সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে।

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৪ ২৩:৫৫
Share: Save:

থানায় থানায় কালী পুজো, উৎসবে সামিল পুলিশও

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

বিভিন্ন থানায় কালীপুজোর আনন্দের সঙ্গেই সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতল পুলিশকর্মী ও তাঁদের পরিজনরা। বৃহস্পতিবার থেকে খড়্গপুর মহকুমার প্রায় প্রতিটি থানারই কালীমন্দিরে পুজোর আয়োজন করেছিলেন থানার পুলিশকর্মীরা। শুধু পুজো নয়, আলোর উৎসবে এলাকায় জনসংযোগ বাড়তে সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আলোকসজ্জায় সেজে উঠেছে থানা চত্বর। এ দিন পুজোর আয়োজনের সঙ্গেই সকালে এলাকার কচিকাঁচাদের চারটি বিভাগে ভাগ করে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিল নারায়ণগড় থানা। তবে অধিকাংশ থানাই আজ, শুক্রবার থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাততে চলেছে। শুক্রবার পিংলা, খড়্গপুর গ্রামীণ, ডেবরা, বেলদা থানায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে আর দাঁতন থানায় শনিবার। নাচ-গান-আবৃত্তির অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয়েছে এলাকার খুদেদের। সেই অনুযায়ী যোগদানকারীদের নাম লেখানোও শুরু হয়েছে থানায়। তবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের দৌড়ে এগিয়ে রয়েছে ডেবরা থানা। এলাকার শিল্পীদের পাশাপাশি ম্যাজিক শো, বীরভূমের বাউল গান ও পুরুলিয়ার ছৌ শিল্পীদের অনুষ্ঠান হবে থানা চত্বরে। এছাড়াও পুজো হচ্ছে খড়্গপুর টাউন, সবং, কেশিয়াড়ি থানাতেও থানা চত্বরে।

বিজেপির কার্যালয়ে হামলার নালিশ

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

বিক্ষিপ্ত ভাবে মহকুমার নানা প্রান্তে বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠছিলই। বুধবার রাতে আরামবাগে বিজেপির প্রধান কার্যালয়ে হামলা চালানোরও অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ও দোষীদের ধরার দাবিতে বৃহস্পতিবার থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য বিজেপি কর্মীরা নিজেরাই ওই কাণ্ড ঘটিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শহরের ১৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুরে ওই কার্যালয়ে বুধবার রাত ১২টা নাগাদ হামলা চালায় জনাদশেক যুবক। কার্যালয়ে রাতে ছিলেন বিজেপি কর্মী সুকুমার সাঁতরা। ভয়ে তিনি লুকিয়ে পড়েন। কার্যালয়ের দরজা ভেঙে দেওয়া হয়। তিনটি আলমারিতেও ভাঙচুরি চালিয়ে লন্ডভন্ড করা হয় ভিতরের জিনিসপত্র। নষ্ট করা হয় ছবি। এমনকী, কার্যালয় চত্বরে থাকা বিজেপির দলীয় পতাকাটি মাটিতে ফেলে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় পতাকার দণ্ডটি। বৃহস্পতিবার সকালেই বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সুকুমারবাবুর দাবি, “হামলাকারীরা নেশাগ্রস্ত ছিল। তৃণমূলের নামে স্লোগান দিচ্ছিল। দরজা ভেঙে দেওয়ার পরই আমি অন্ধকারে লুকিয়ে পড়ি।” বিজেপির আরামবাগ জেলা সম্পাদক অসিত কুণ্ডু বলেন, “এত দিন সকালে হামলা করত তৃণমূল। এ বার রাতের অন্ধকারেও শুরু করল।” পক্ষান্তরে, দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি তথা পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দীর দাবি, “মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এবং এলাকায় প্রতিষ্ঠা পেতে ওরা নিজেরাই ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”

জোর করে চাঁদা আদায়, ধৃত ৪

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

পুজোর মণ্ডপে দেবীমূর্তি চলে এসেছে। কিন্তু রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদার জুলুম অব্যাহত। এভাবেই চাঁদা আদায় করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন পাঁচজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ডেবরা থানা এলাকার বড়াগড় এলাকায়। ডবরা-সবং সড়কে এ দিন চাঁদা আদায়ের সময়ে পুলিশের হাতে ধৃতরা হলেন বাদল মাইতি, উত্তম পাত্র, বাপ্পা মাইতি, চকশ্যামপুরের চন্দন মাইতি, আলিসাগরের সমীর মাইতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ওই সড়কে দাঁড়িয়ে একের পর এক গাড়ি থেকে চাঁদা আদায় করছিলেন এই পাঁচজন যুবক। খবর পেয়ে পুলিশ এসে গ্রেফতার করে ওই যুবকদের। যদিও এই ঘটনার জেরে ওই পুজোয় প্রভাব পড়েনি।

কালীপুজোয় অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত মন্দিরে শ্যামাপুজো শুরু হল পিংলায়। পুজোর এ বার সুবর্ণজয়ন্তী বর্ষ। বৃহস্পতিবার ব্লকের দক্ষিণ করকাই গ্রামের শিটপাড়ার কালীমন্দিরে কালীপুজো উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় স্কুল পড়ুয়ারা ব্রতচারী নাচ দিয়ে। এরপরে ঝাড়গ্রামের ‘সহজপাঠ’ নাট্যদল পরিবেশন করে ‘ভাইরাস’ নামে একটি নাটক। রামগড়ের ঝুমুর গানের অনুষ্ঠানও ছিল। ক্লাবের কর্মকর্তা সহদেব শিট ও সূর্যকান্ত শিট বলেন, “এই মন্দিরের কালীপুজোর এ বার পঞ্চাশতম বর্ষ। লোকনৃত্য ও লোকগানকে বাঁচিয়ে রাখতেই এই আয়োজন করেছি।” কাল, শনিবার পুজো কমিটির পক্ষ থেকে গণভাইফোঁটারও আয়োজন করা হয়েছে।

সংঘর্ষে মৃত্যু

স্থানীয় একটি অশান্তির জেরে দু’পক্ষের সংঘর্ষে অস্ত্রের আঘাতে মৃত্যু হল এক প্রৌঢ়ের। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে চন্দ্রকোনা রোডের জলট্যাঙ্কপাড়ার এই ঘটনায় মৃত ব্যক্তি বড় ডাবচা (পশ্চিম) গ্রামের বাসিন্দা। ঘটনায় জখম দু’জনকে স্থানীয় দ্বারিগেড়িয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের বৃহস্পতিবার গড়বেতা আদালতে তোলা হলে বিচারক পাঁচ পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। ঘটনার পর বৃহস্পতিবার সকালে চন্দ্রকোনা রোডে একটি মৌন মিছিল হয়। মিছিলের পুরোভাগে ছিলেন জেলার সভাধিপতি উত্তরা সিংহ, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো-সহ স্থানীয় বাসিন্দারা।

পথ দুর্ঘটনায় মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার পাঁশকুড়া থানার সিদ্ধা বাজারের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে দুই ব্যক্তি কয়েকটি ছাগল কিনে একটি গাড়িতে করে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে যাচ্ছিল। এ দিন বেলা ১২টা নাগাদ পাঁশকুড়ার সিদ্ধা বাজারের কাছে একই দিকে যাওয়া একটি বালি বোঝাই লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি লরির পিছনে ধাক্কা মারে। ওই দুর্ঘটনায় গাড়ির চালকের মৃত্যু হয়। আহত দু’জনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

রামনগরে ফুটবল

ফুটবল প্রতিযোগিতা ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে মেদিনীপুর সদর ব্লকের রামনগরে। রামনগর মুনস্টার ক্লাবের উদ্যোগে এখানে এক আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা চলছে। উদ্যোক্তারা জানান, সব মিলিয়ে ৮টি দল এতে যোগ দিয়েছে। ইতিমধ্যে লিগ পর্যায়ের খেলা শেষে সেমি ফাইনালও অনুষ্ঠিত হয়েছে। আরও জানা গিয়েছে, আগামী রবিবার দুপুরে রামনগর মাঠেই ফাইনাল খেলা হবে। ফাইনালে মুখোমুখি হবে জনার্দনপুর যুব সঙ্ঘ এবং রাজারবাগান-চুয়াডাঙ্গা স্পোর্টিং ক্লাব। এলাকায় খেলার প্রসারেই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন বলে উদ্যোক্তারা জানান।

প্রৌঢ়ের মৃত্যু

স্থানীয় একটি অশান্তির জেরে দু’পক্ষের সংঘর্ষে অস্ত্রের আঘাতে মৃত্যু হল এক প্রৌঢ়ের। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে চন্দ্রকোনা রোডের জলট্যাঙ্কপাড়ার এই ঘটনায় মৃত বড় ডাবচা (পশ্চিম) গ্রামের বাসিন্দা। জখম দু’জনকে স্থানীয় দ্বারিগেড়িয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। তাদের গড়বেতা আদালতে তোলা হলে বিচারক পাঁচ পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। ঘটনার পর চন্দ্রকোনা রোডে একটি মৌন মিছিল হয়। পুরোভাগে ছিলেন জেলার সভাধিপতি উত্তরা সিংহ, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো-সহ স্থানীয়রা।

ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্গাপুজো, ঈদ ও দীপাবলির শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যে জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র-এর ছবি-সহ ব্যানার খুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। বুধবার রাতে তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের নোনাকুড়ি বাজারের ঘটনা। তৃণমূল পরিচালিত শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য গৌরহরি মাজি, অপূর্ব জানা-সহ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেছেন ব্লক তৃণমূল যুব কংগ্রেস নেতা দীনেশ নন্দ। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE