Advertisement
২৪ এপ্রিল ২০২৪
একুশের সভায় যাবে বাস

আজ থেকে শুরু দুর্ভোগ

জেলার উপর দিয়ে প্রতিদিন ৮০০ বাস চলাচল করে। সংগঠনের এক সূত্রে খবর, তার মধ্যে সাড়ে ছ’শোর বেশি বাস তুলে নিয়েছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর থেকে লক্ষাধিক মানুষ কলকাতার সমাবেশে যাবেন।

ভোগান্তি: বাস কম। বুধবার থেকেই হয়রানি শুরু হয়ে গিয়েছে যাত্রীদের। মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। —নিজস্ব চিত্র।

ভোগান্তি: বাস কম। বুধবার থেকেই হয়রানি শুরু হয়ে গিয়েছে যাত্রীদের। মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ০০:২৬
Share: Save:

২১ জুলাই কলকাতায় সমাবেশের জন্য বহু বাস ভাড়ায় নিয়েছে তৃণমূল। ফলে আজ, বৃহস্পতিবার থেকেই জেলায় জুড়ে বাস পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রবিবারের আগে পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হবে না বলেই মনে করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃগাঙ্ক মাইতি মানছেন, “বেশিরভাগ বাসই তুলে নেওয়া হয়েছে। বেশ কিছু এলাকায় বাস ভাড়া করা হয়েছে কাছাকাছির স্টেশন পর্যন্ত আসতে। সার্বিক যা পরিস্থিতি তাতে পরিবহণ ব্যবস্থায় একটা প্রভাব তো পড়বেই। এই ক’দিন জেলায় খুব কম বাসই চলাচল করবে।’’

আর তাতেই প্রমাদ গুনছেন নিত্যযাত্রীরা। একে তো বাস পাওয়া যাবে না। ফলে, অটো-ট্রেকারের মতো অন্য যানবাহনে থাকবে থিকথিকে ভিড়। গন্তব্যে পৌঁছতে নাকাল হতে হবে। তপন দাস, পারমিতা খামরইয়ের মতো নিত্যযাত্রীরা বলছিলেন, “জেলায় যোগাযোগের মূল মাধ্যম হল বাস। তাই পথে বাস না থাকলে দুর্ভোগ হবেই।’’

জেলার উপর দিয়ে প্রতিদিন ৮০০ বাস চলাচল করে। সংগঠনের এক সূত্রে খবর, তার মধ্যে সাড়ে ছ’শোর বেশি বাস তুলে নিয়েছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর থেকে লক্ষাধিক মানুষ কলকাতার সমাবেশে যাবেন। জেলার বিভিন্ন এলাকায় ছ’শোরও বেশি ছোট গাড়ি ভাড়া করা হয়েছে। ট্রেনে করেও প্রচুর কর্মী-সমর্থক সমাবেশে যাবেন। মেদিনীপুর, খড়্গপুর, গড়বেতা, বালিচক, বেলদা প্রভৃতি স্টেশন থেকে কর্মীরা উঠবেন। এই সব স্টেশনের সামনে দলের ক্যাম্প অফিস করছে তৃণমূল। পথে বাস কম থাকায় বুধবার বিকেল থেকেই নিত্যযাত্রীরা দুর্ভোগে পড়তে শুরু করেন। বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃগাঙ্কবাবু মানছেন, “বৃহস্পতিবার বিকেল থেকে বাসের সংখ্যা কমতে শুরু করেছে। ভাড়ায় বিভিন্ন এলাকায় বাস যাচ্ছে। ফলে, নিত্যযাত্রীরা সমস্যায় পড়তে পারেন।’’

তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, সমাবেশের জন্য জেলায় পরিবহণ ব্যবস্থা তেমন ক্ষতিগ্রস্ত হবে না। কারণ, বিভিন্ন এলাকার কর্মী-সমর্থকদের ট্রেনেই সমাবেশে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাসে তাঁরা বড়জোর নিকটবর্তী স্টেশন পর্যন্ত আসতে পারেন। তারপর ট্রেনেই হাওড়া পৌঁছতে হবে। হাওড়া থেকে মিছিল করে যেতে হবে ধর্মতলার সমাবেশস্থলে। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘জেলা থেকে দলের বেশির ভাগ কর্মী-সমর্থক ট্রেনে করেই সমাবেশে যাবেন। ব্লকস্তরে সেই মতো পদক্ষেপ করা হয়েছে।’’ ২১ জুলাইয়ের সমাবেশের সমর্থনে এক মাস ধরে জেলা জুড়ে মিটিং-মিছিল-পথসভা-সভা করেছে। দলের শাখা সংগঠনগুলো পথে নেমেছে। সমাবেশকে ঘিরে দলের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহে রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Bus transport Bus তৃণমূল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE