Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নির্বাচন বিধি ভাঙার নালিশ

তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভাঙার অভিযোগ আনল সিপিএম। এ বিষয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন সিপিএমের মারিশদা জোনাল কমিটির সদস্য ঝাড়েশ্বর বেরা।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০০:০০
Share: Save:

তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভাঙার অভিযোগ আনল সিপিএম। এ বিষয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন সিপিএমের মারিশদা জোনাল কমিটির সদস্য ঝাড়েশ্বর বেরা।

সিপিএমের দাবি, দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধি চালু রয়েছে। তার তোয়াক্কা না করে ২০ মার্চ দুরমুঠ পঞ্চায়েত অফিসের তৃণমূল অঞ্চল কমিটির বৈঠক হয়েছে। ঝাড়েশ্বরবাবু বুধবার বলেন, ‘‘এই সময় সরকারি অফিস ব্যবহার করে দলীয় সভা করা করা বেআইনি।’’

অভিযোগ উড়িয়ে তৃণমূলের কাঁথি-৩ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ বলেন, “এমন কোনও বৈঠক হয়েছে বলে জানা নেই। বামেরা ভোটের সময় প্রচার পেতে এ সব করছে।’’ অফিসটি যে জমির উপর রয়েছে তার মালিক পরিবারের সদস্যরাও কাঁথি-৩ বিডিও, সহকারী নির্বাচন আধিকারিক মহম্মদ নূর আলম এর কাছে অভিযোগ জানিয়েছেন বলে দাবি। পরিবারের সদস্যরা বলেন, ‘‘ ২১ মার্চ বিডিওকে এই অভিযোগ লিখিত ভাবে জানিয়েছি।’’ কিন্তু বিডিও বলেন, “এমন অভিযোগ পাইনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Complaint Election rules
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE