Advertisement
২৪ এপ্রিল ২০২৪
সন্ত্রাস প্রশ্নে কটাক্ষ পার্থর

অধীরের মুখেও খড়্গপুরকে পুর নিগম করার আশ্বাস

নির্বাচনী ইস্তাহারে খড়্গপুরকে কর্পোরেশন করার আশ্বাস দিয়েছে বিজেপি। এ বার এই একই দাবিতে সরব হলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার খড়্গপুরের টাউন হল প্রাঙ্গণে এক প্রচার সভায় অধীরবাবু বলেন, ‘‘আসানসোল, শিলিগুড়ি কর্পোরেশন হলে খড়্গপুর হবে না কেন? সিপিএম, তৃণমূল খড়্গপুরকে বঞ্চিত করেছে।’’ তাঁর বক্তব্য, ‘‘খড়্গপুর কর্পোরেশন হলে শহরের পরিকাঠামো আরও উন্নত হবে। ফলে শিল্পেও বিনিয়োগের হার বাড়বে।’’

খড়্গপুরে সভায় বিধায়ক জ্ঞানসিংহ সোহন পালের সঙ্গে অধীর চৌধুরী।

খড়্গপুরে সভায় বিধায়ক জ্ঞানসিংহ সোহন পালের সঙ্গে অধীর চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৫ ০০:২৩
Share: Save:

নির্বাচনী ইস্তাহারে খড়্গপুরকে কর্পোরেশন করার আশ্বাস দিয়েছে বিজেপি। এ বার এই একই দাবিতে সরব হলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার খড়্গপুরের টাউন হল প্রাঙ্গণে এক প্রচার সভায় অধীরবাবু বলেন, ‘‘আসানসোল, শিলিগুড়ি কর্পোরেশন হলে খড়্গপুর হবে না কেন? সিপিএম, তৃণমূল খড়্গপুরকে বঞ্চিত করেছে।’’ তাঁর বক্তব্য, ‘‘খড়্গপুর কর্পোরেশন হলে শহরের পরিকাঠামো আরও উন্নত হবে। ফলে শিল্পেও বিনিয়োগের হার বাড়বে।’’

রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘‘রাজ্য খড়্গপুরের উন্নয়নে টাকা দিচ্ছে না। সিপিএমের ১ লক্ষ ৯০ হাজার টাকার দেনা এখন ২ লক্ষ ৭০ হাজার কোটিতে পৌঁছেছে। এখন একটি শিশু জন্ম নিলে তার ঘাড়ে চল্লিশ হাজার টাকার দেনার বোঝা চাপবে।’’ প্রদেশ কংগ্রেস সভাপতির কটাক্ষ, ‘‘পশ্চিমবঙ্গে এখন একটাই শিল্প, সেটা হল চিটফান্ড শিল্প। তৃণমূলের সময়ে ৮৬টি চিটফান্ড শিল্প গড়ে উঠেছে। গরিব মানুষকে যারা ঠকিয়েছে, তাঁদের মদত দিচ্ছে তৃণমূল।’’ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীরবাবু বলেন, ‘‘তৃণমূল এখন চোরাশিকারীদের দলে পরিণত হয়েছে।’’ তাঁর প্রশ্ন, ওরা বলে কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হয়েছে। তাই যদি হয়, তবে ওরা হুমকি দিয়ে, টাকা দিয়ে কেন বিরোধী দলকে ভাঙাতে চাইছে।’’

অধীরবাবু কটাক্ষ করে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলছেন, উনি তুলির টান দিলেই ১০ লক্ষ টাকা পাওয়া যায়। কিন্তু দিদি দেখাতে পারছেন না, ওনার ছবি কীনছেন কে?’’ রাজ্য নির্বাচন কমিশনের সমালোচনা করে অধীরবাবু বলেন, ‘‘নির্বাচন কমিশন অসহায় হয়ে পড়েছে। তাই রাজ্যপালের কাছে ছুটছে।’’ তাঁর আশঙ্কা, ‘‘তৃণমূল যেখানে দেখবে, তাদের জয় মসৃণ হচ্ছে না, সেখানেই হামলা করবে।’’

তৃণমূলের সভায় বক্তব্য রাখছেন পার্থ চট্টোপাধ্যায়।

এ দিন খড়্গপুরে তৃণমূলের মালঞ্চ লালবাংলো মোড় ও সুভাষপল্লির প্রচার সভায় যোগ দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ভোটের আগে বিরোধীদের সন্ত্রাসের অভিযোগ প্রসঙ্গে পার্থবাবু বলেন, ‘‘কয়েকজন বাতিল হওয়া নেতা রাস্তায় নেমে সন্ত্রাস, সন্ত্রাস বলে চিৎকার করছে। কোথাও বাসে চাপা পড়লেও সন্ত্রাস বলছে। কোথায় সন্ত্রাস?’’ বিজেপি সম্পর্কে তাঁর কটাক্ষ, ‘‘আমি শুনি এখানে-ওখানে লোকে বিজেপি হয়ে যাচ্ছে। আমি বলি, আগে তো কুড়ি ফোঁটাও, তারপর পদ্ম ফোটাবে।’’

এ দিনই খড়্গপুরে এক প্রচারসভায় তৃণমূলকে চোরাশিকারীদের দল বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তা নিয়েও অধীরবাবুকে সমালোচনায় বেঁধেন তিনি। নির্বাচন কমিশনের রাজ্যপালের কাছে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনের প্রধান তো আগে রাজ্যপালের দফতরে কাজ করতেন। আর রাহুল সিংহ তো প্রতিদিনই ওখানে যাচ্ছেন। তাতে কী হয়েছে? রাজ্যপাল সংবিধান বোঝেন। তিনি জানেন কোনটা করা উচিত, কোনটা উচিত নয়।” পরে সুভাষপল্লির সভায় ফের রাজ্য সরকার ও পুরসভায় সমন্বয় বাড়াতে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি। এ দিন খড়্গপুরের ৩৪ নম্বর ওয়ার্ডের ডিভিসিতে এক প্রচার সভায় য়োগ দেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়।

—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE