Advertisement
২৬ এপ্রিল ২০২৪
খড়্গপুর

ক্ষমতায় এলে হবে পুর-নিগম, আশ্বাস বিজেপির

পুরবোর্ডের ক্ষমতায় এলে খড়্গপুরকে কর্পোরেশন করার সব রকম চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দিল বিজেপি। বৃহস্পতিবার পুরভোটে দলের ইস্তাহার প্রকাশ করে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, ‘‘বিগত নির্বাচনগুলোয় খড়্গপুর শহরের মানুষ কখনও বামফ্রন্ট, কখনও কংগ্রেস, কখনও তৃণমূলকে পুরবোর্ড গঠনে সমর্থন দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৫ ০১:০৩
Share: Save:

পুরবোর্ডের ক্ষমতায় এলে খড়্গপুরকে কর্পোরেশন করার সব রকম চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দিল বিজেপি। বৃহস্পতিবার পুরভোটে দলের ইস্তাহার প্রকাশ করে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, ‘‘বিগত নির্বাচনগুলোয় খড়্গপুর শহরের মানুষ কখনও বামফ্রন্ট, কখনও কংগ্রেস, কখনও তৃণমূলকে পুরবোর্ড গঠনে সমর্থন দিয়েছেন। কিন্তু, ওই দলগুলো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ছাড়া শহরের কোনও উন্নয়ন করতে পারেনি। আমরা কথা দিচ্ছি, খড়্গপুর শহরকে উন্নতমানের শহরে রূপান্তরিত করার লক্ষ্যে বদ্ধ পরিকর থাকব। পুরসভাকে কর্পোরেশনে পরিণত করব। স্বচ্ছ ভাবে পুর-পরিষেবা পৌঁছে দেব।’’

বৃহস্পতিবার মেদিনীপুরে দলের জেলা কার্যালয়ে ইস্তাহার প্রকাশ করেন তুষারবাবু। ইস্তেহারে দলের ২৪ দফা প্রতিশ্রুতির উল্লেখ রয়েছে। রেলশহরের ৩৫ জন প্রার্থীর ছবি রয়েছে। অটলবিহারী বাজপেয়ী, নরেন্দ্রী মোদী, অমিত শাহের মতো শীর্ষ নেতাদের ছবি রয়েছে। ইস্তাহারের প্রথম পাতার একেবারে উপরের দিকে সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের ছবি রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন মানুষের মনের গভীরে পৌঁছতেই মনীষীদের ছবি ছবি দলের ইস্তেহারে রেখেছে বিজেপি। দলের জেলা নেতৃত্ব অবশ্য এতে অন্যায়ের কিছু দেখছেন না। তুষারবাবুর কথায়, ‘‘এঁরা আমাদের আদর্শ। একমাত্র বিজেপিই এঁদের সব থেকে বেশি সম্মান দেয়!’’

খড়্গপুরের পুরভোটকে এ বার ‘পাখির চোখ’ করেছে বিজেপি। গত লোকসভা ভোটের নিরিখে রেলশহরের ৩৫টি ওয়ার্ডের মধ্যে ১৯টিতেই এগিয়ে গেরুয়া- শিবির। যেখানে একক ভাবে পুরবোর্ড গঠন করতে হলে প্রয়োজন ১৮টি ওয়ার্ড। ইতিমধ্যে খড়্গপুরে দলের প্রচারে এসেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এ রাজ্যের পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ। আগামী সপ্তাহে আসার কথা বাবুল সুপ্রিয়র। এদিন ইস্তেহার প্রকাশ করে বিজেপির জেলা সভাপতি তুষারবাবু বলেন, “খড়্গপুর শহর দীর্ঘদিন ধরে বঞ্চিত। বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। বিদ্যুতের সমস্যা রয়েছে। শৌচালয়ের সমস্যা রয়েছে। শহরে রেল- এলাকা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, দীনেশ ত্রিবেদী রেলমন্ত্রী ছিলেন। খড়্গপুরের জন্য কিছু করেননি।” তিনি বলেন, “সিদ্ধার্থনাথ সিংহ এসেছিলেন। তিনি সমস্যাগুলোর কথা শুনেছেন। জানিয়েছেন, রেল যখন কেন্দ্রের অধীনে তখন রেলশহরের মানুষের প্রত্যাশা পূরণ হবেই।” বস্তিবাসী গরিবদের জন্য পাকা বাড়ি তৈরি, প্রত্যেক বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, জল নিকাশী ব্যবস্থা সুচারু ভাবে গড়া, শহরের ব্যস্ত এলাকাগুলোয় সিসি ক্যামেরা বসিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার মতো প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। দলের জেলা সভাপতি তুষারবাবুর কথায়, “আমাদের সবার প্রিয় বিকাশ পুরুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর নগর উন্নয়নের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শহরের সমস্ত বিজেপি প্রার্থীকে পদ্মফুল চিহ্ণে বোতাম টিপে ভোট দিয়ে শহরের মানুষ জয়যুক্ত করবেন এবং স্থায়ী দুর্নীতিমুক্ত স্বচ্ছ পুরবোর্ড গঠনে সহযোগিতা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা নিশ্চিত, মানুষের সমর্থন নিয়ে খড়্গপুরে আমরা একক ভাবেই পুরবোর্ড গঠন করব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE