Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জুলাইয়ে প্রবেশিকা পরীক্ষা বিদ্যাসাগরে

১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত পরীক্ষা চলবে। তবে কোন দিন কোন বিষয়ের পরীক্ষা হবে, তা এখনও জানানো হয়নি। পরে ওয়েবসাইটে সেই সূচি জানিয়ে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৪ জুন ২০১৭ ০১:২৬
Share: Save:

স্নাতকোত্তরে ভর্তিতে সব আসনে প্রবেশিকা পরীক্ষার কথা আগেই ঘোষণা করেছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এ বার প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত পরীক্ষা চলবে। তবে কোন দিন কোন বিষয়ের পরীক্ষা হবে, তা এখনও জানানো হয়নি। পরে ওয়েবসাইটে সেই সূচি জানিয়ে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।

বুধবার ছিল স্নাতকোত্তরে ভর্তির আবেদনের শেষ দিন। তবে ওই দিন প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ না জানানোয় উদ্বিগ্ন ছিলেন আবেদনকারী পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের এক কর্তা মানছেন, ‘‘সূচি প্রকাশ করতে হয়তো সামান্য দেরি হয়েছে। তবে সুষ্ঠু ভাবে পরীক্ষার সব ব্যবস্থা করা হচ্ছে।”

স্নাতকোত্তরে ভর্তির জন্য আবেদনকারী পড়ুয়াদের ফর্ম স্ক্রুটিনির পরে প্রাথমিক নামের তালিকা প্রকাশিত হয়েছে শুক্রবার। তালিকা নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তা জানানো যাবে ২৮ এবং ২৯ জুন। ৩০ জুন চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। ১ জুলাই থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। ১১ থেকে ১৩ জুলাই প্রবেশিকা পরীক্ষার পরে মেধা তালিকা প্রকাশিত হবে ২১ জুলাই। সেই তালিকা ধরে কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি শুরু হবে ২৪ জুলাই থেকে। চলবে ২৬ জুলাই পর্যন্ত। কোন দিন কোন বিষয়ের ভর্তি হবে তাও পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

এতদিন স্নাতকোত্তরে মোট আসনের ৬০ শতাংশে শুধু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজের পড়ুয়ারা ভর্তি হতে পারতেন। সে ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ হত। পরে তালিকা ধরে কাউন্সেলিংয়ের মাধ্যমে ছাত্র ভর্তি নেওয়া হত। বাকি ৪০ শতাংশ আসনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পড়ুয়ারা ভর্তি হতে পারতেন। এ ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে আগেও প্রবেশিকা পরীক্ষা নেওয়া হত। পরীক্ষার পরে মেধা তালিকা প্রকাশিত হত।

এ বার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, সব আসনেই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে। এ নিয়ে বিভিন্ন মহলে আপত্তি উঠেছে। বেশিরভাগ ছাত্র সংগঠনও এর বিরুদ্ধে সরব হয়েছে, অবস্থান-বিক্ষোভ করেছে। যদিও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তীর বক্তব্য, “সব দিক খতিয়ে দেখেই ফ্যাকাল্টি কাউন্সিল প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে, সব ছাত্রছাত্রীর কাছে সমান সুযোগ থাকবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE