Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চালুর আগেই ভাঙছে বাজার

বৃহস্পতিবার বিকেল থেকেই চন্দ্রকোনার ৫ নম্বর ওয়ার্ডে সতীবাজারে মার্কেট কমপ্লেক্স ভাঙা শুরু করেছে পুরসভা। পুরপ্রধান অরূপ ধাড়া বলেন, “হাইকোর্টের নির্দেশ মেনে আমরা ওই নির্মাণ ভেঙে ফেলছি।”

বেআইনি: নির্মীয়মাণ এই বাজারই ভাঙা হচ্ছে। নিজস্ব চিত্র

বেআইনি: নির্মীয়মাণ এই বাজারই ভাঙা হচ্ছে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ২৭ মে ২০১৭ ০০:৫৭
Share: Save:

তাঁদের জমি দখল করে মার্কেট কমপ্লেক্স তৈরির অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শঙ্করপ্রসাদ দাস-সহ বাকি শরিকেরা। চন্দ্রকোনা পুরসভার তৈরি ওই মার্কেট কমপ্লেক্স বেআইনি বলে ঘোষণা করেছে হাইকোর্ট। মার্কেট ভেঙে ফেলারও নির্দেশ দিয়েছে। সেই মতো চালুর আগেই নির্মীয়মাণ বাজার ভাঙতে উদ্যোগী হলেন পুর-কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকেল থেকেই চন্দ্রকোনার ৫ নম্বর ওয়ার্ডে সতীবাজারে মার্কেট কমপ্লেক্স ভাঙা শুরু করেছে পুরসভা। পুরপ্রধান অরূপ ধাড়া বলেন, “হাইকোর্টের নির্দেশ মেনে আমরা ওই নির্মাণ ভেঙে ফেলছি।” পুরসভা সূত্রে খবর, সতীবাজার এলাকায় ১৮‌ কাঠার বেশি ফাঁকা জমি রয়েছে। জমির মালিক চন্দ্রকোনা শহরের ব্যবসায়ী , ঘাটালের বাসিন্দা শঙ্করপ্রসাদ দাস, রামপ্রসাদ দাস-সহ অন্যান্যরা। ২০১০ সাল থেকেই ওই জমিতে নির্মাণ কাজ হয়। ইতিমধ্যেই পাম্প হাউস, কমিউনিটি সেন্টার তৈরি করেছে পুরসভা।

প্রশাসনিক সূত্রে খবর, সম্প্রতি ওই জমিতে পুরসভা নিজস্ব তহবিলের টাকায় একটি মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ শুরু করে। দশ ডেসিমেলের মতো জমিতে নির্মাণ কাজ শুরু হতেই হাইকোর্টে মামলা করেন শঙ্করপ্রসাদ দাস ও জমির আর এক শরিক। হাইকোর্ট ওই নির্মাণ ভেঙে ফেলতে নির্দেশ দেয় পুর-কর্তৃপক্ষকে। শঙ্করপ্রসাদবাবু বলেন, “মার্কেট কমপ্লেক্সের কাজ শুরু হতেই আমরা আদালতে মামলা করি। আদালত আমাদের পক্ষেই রায় দেয়।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

High Court Market Complex Chandrakona Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE