Advertisement
২৫ এপ্রিল ২০২৪

খড়্গপুর হাসপাতাল সাজাতে পরিদর্শন

হাসপাতাল চত্বর আবর্জনা ও আগাছায় ভরে রয়েছে। রোগীর পরিজন ও চিকিৎসকদের গাড়ি-বাইক রাখার জায়গা, বিশ্রামাগার-সহ নানা পরিষেবাতেও ঘাটতি রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ১৩:২১
Share: Save:

এ বার হাসপাতালের সৌন্দর্যায়নে উদ্যোগী হল পুর ও নগরোন্নয়ন সংস্থা। বুধবার সংস্থার নির্দেশে খড়্গপুর মহকুমা হাসপাতাল ঘুরে দেখেন পুর-কারিগরি দফতর, পুরসভা ও হাসপাতালের প্রতিনিধিরা। সম্প্রতি হাসপাতালের সৌন্দর্যায়ন বাড়াতে প্রস্তাব দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। খড়্গপুর পুরসভার হাত ধরে ওই কাজ রূপায়িত হবে। তাই পুর কারিগরি দফতরের ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে পরিকল্পনা করা হয় এ দিন। পরিদর্শনে হাসপাতালে হাজির ছিলেন সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, পুর-কারিগরি দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চন্দন মুখোপাধ্যায়, আশিস সামন্ত, পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অভিজিৎ চট্টোপাধ্যায়, জঞ্জাল বিভাগের পরিদর্শক প্রদীপ দাস ।

হাসপাতাল চত্বর আবর্জনা ও আগাছায় ভরে রয়েছে। রোগীর পরিজন ও চিকিৎসকদের গাড়ি-বাইক রাখার জায়গা, বিশ্রামাগার-সহ নানা পরিষেবাতেও ঘাটতি রয়েছে। তাই হাসপাতাল সাজাতে চেয়ে পুর ও নগরোন্নয়ন দফতর যে প্রস্তাব পাঠিয়েছিল তাতে সাড়া দিয়ে ছিল এ দিনের যৌথ পরিদর্শন হয়। পুরসভা সূত্রে খবর, হাসপাতাল ঘুরে একটি পার্ক, গাড়ি পার্কিংয়ের জায়গা, ফোয়ারা, বিশ্রামাগারের পরিকল্পনা করা হয়েছে। পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, “পুর ও নগরোন্নয়ন দফতর হাসপাতাল সাজানোর প্রস্তাব পাঠিয়েছিল। সেই মতো পুর কারিগরি দফতরের সঙ্গে পুরসভা ও হাসপাতালের প্রতিনিধিরা ঘুরে পরিকল্পনা করা হয়েছে। অর্থ বরাদ্দ হলে প্রকল্প রূপায়িত হবে।” এ বিষয়ে হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের বক্তব্য, “খুব ভাল উদ্যোগ। কী ভাবে হাসপাতাল সাজানো যায় তা নিয়ে আমরাও একটি প্রস্তাব দিয়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kharagpur hospital Inspection খড়্গপুর
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE