Advertisement
১৭ এপ্রিল ২০২৪

জমি থেকে শিশুপুত্র উদ্ধার

এক সদ্যোজাত শিশুপুত্রকে উদ্ধার করল স্থানীয়রা। ঘটনাটি বিনপুর থানার দহিজুড়ির।

উদ্ধার হয়েছে এই শিশুই। —নিজস্ব চিত্র।

উদ্ধার হয়েছে এই শিশুই। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৬ ০১:০৬
Share: Save:

এক সদ্যোজাত শিশুপুত্রকে উদ্ধার করল স্থানীয়রা। ঘটনাটি বিনপুর থানার দহিজুড়ির।

স্থানীয় সূত্রে খবর, দহিজুড়ির বাসিন্দা সুরেশ ঘোষ ও তাঁর স্ত্রী সোমবার সকালে গরু নিয়ে জমিতে গিয়েছিলেন। হঠাৎ সুরেশবাবু দেখেন জমির এক কোণে কিছু বালি জমা করা রয়েছে। আর সেখান থেকে কী একটা জিনিস নাড়াচাড়া করছে। সামনে পৌঁছে চমকে ওঠেন দু’জন। সুরেশবাবু বলেন, “এতদিন গরু চরাতে আসি। কিন্তু কোনও দিন এ রকম দেখিনি। একটা ফুটফুটে বাচ্চা রাখা ছিল।”

জীবিত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে ঝাড়গ্রাম হাসপাতালে রেফার করা হয়। এখন শিশুটি ঝাড়গ্রামের এসএনসিইউ- তে চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শিশুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ঝাড়গ্রামের এসডিপিও বিবেককুমার ভার্মা বলেন, “ওই শিশুপুত্র কোথা থেকে এল, কে বা কারা রেখে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।” শিশুটির বাবা-মা’র খোঁজ শুরু করেছে পুলিশ। তবে তাদের খোঁজ মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

new born
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE