Advertisement
২৫ এপ্রিল ২০২৪

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের বেতন-তথ্য পোর্টালে এ বার

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের বেতন সংক্রান্ত খুঁটিনাটি তথ্য একত্রিত করে পোর্টাল চালু হচ্ছে পূর্ব মেদিনীপুরে। এই উদ্যোগ রাজ্য শিক্ষা দফতরের। আগামী ৮ মে থেকে কাজ করবে এই পোর্টাল।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০১:১৫
Share: Save:

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের বেতন সংক্রান্ত খুঁটিনাটি তথ্য একত্রিত করে পোর্টাল চালু হচ্ছে পূর্ব মেদিনীপুরে। এই উদ্যোগ রাজ্য শিক্ষা দফতরের। আগামী ৮ মে থেকে কাজ করবে এই পোর্টাল। ব্যবস্থাটি চালুর আগে জন্য বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ের অবর বিদ্যালয় পরিদর্শকদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

শনিবার জেলার তমলুক ও হলদিয়া মহকুমা এলাকার মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল নন্দকুমারের খঞ্চি গুণধর আদর্শ হাইস্কুলের সভাকক্ষে। এ দিনই তমলুকের ডিমারিতে তমলুক গ্রামীণ চক্রের অফিসে অবর বিদ্যালয় পরিদর্শকদের প্রশিক্ষণ হয়। দুই শিবিরেই উপস্থিত ছিলেন রাজ্য স্কুল দফতরের যুগ্ম অধিকর্তা দেবাশিস সরকার, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সুজিত মাইতি, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) চাপেশ্বর সরদার, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি মানস দাস। মানসবাবু বলেন, ‘‘এই পোর্টাল চালু হলে শিক্ষক-শিক্ষিকাদের বেতন প্রক্রিয়া ও সার্ভিস বুক তৈরি করতে সুবিধা হবে।’’

এখন রাজ্যের মাধ্যমিক স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের বেতন দেওয়ার জন্য ‘অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম’ আর প্রাথমিক শিক্ষকদের জন্য ‘ইন্টিগ্রেটেড অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু রয়েছে। এ বার থেকে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও বেতন বৃদ্ধি সংক্রান্ত হিসেবনিকেশের জন্য ‘ইন্টিগ্রেটেড অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে পোর্টালটি চালু করা হবে। এই পোর্টাল ব্যবহারের জন্য আপাতত প্রধান শিক্ষকদের ‘পাসওয়ার্ড’ দেওয়া হচ্ছে।

প্রথম পর্যায়ে উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই দুই জেলায় নতুন এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। প্রশিক্ষণের দায়িত্বে থাকা স্টেট রিসোর্স পার্সন ও ঘোষপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুপ্রতিম মান্না বলেন, ‘‘এই প্রক্রিয়ায় হিসেব ত্রুটিমুক্ত হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Web Portal Salary Government Employee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE