Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সুপার স্পেশ্যালিটিতে সবুজশ্রী প্রতিদিন

বন ও স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে ঝাড়গ্রাম হাসপাতালে শুরু হল সবুজশ্রী প্রকল্পের কাজ। বুধবার এই প্রকল্পের কাজ শুরু হল ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতাল চত্বরে।

সম্বল: শংসাপত্র ও চারা দেওয়া হচ্ছে মায়ের হাতে। নিজস্ব চিত্র

সম্বল: শংসাপত্র ও চারা দেওয়া হচ্ছে মায়ের হাতে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০২:১৫
Share: Save:

বন ও স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে ঝাড়গ্রাম হাসপাতালে শুরু হল সবুজশ্রী প্রকল্পের কাজ। বুধবার এই প্রকল্পের কাজ শুরু হল ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতাল চত্বরে। ২০১৬ সালের মাঝামাঝি এই প্রকল্প চালু হয়েছে ঝাড়গ্রামে। এ বার থেকে হাসপাতাল চত্বরেই সদ্যোজাতের মায়ের হাতে বন দফতর সরাসরি চারাগাছ তুলে দেবে প্রতিদিন।

হাসপাতাল সূত্রে খবর, প্রতিদিন গড়ে ২০ টি শিশুর জন্ম হয় এখানে। এ পর্যন্ত বন দফতর প্রায় সাড়ে চার হাজার গাছ দিতে পেরেছে। যা লক্ষ্যমাত্রার প্রায় ৯০ শতাংশ। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার হাঁসদা, মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাতো, ঝাড়গ্রাম জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক অশ্বিনীকুমার মাঝি, সহ-বন অধিকর্তা সমীর মজুমদার ও সুপার মলয় আদক।

সহ-বন অধিকর্তা সমীর মজুমদার জানান, সদ্যোজাতকে গাছের সঙ্গে একটি শংসাপত্রও দেওয়া হবে। তার মাধ্যমে কুড়ি বছর পরে গাছ কাটলে বর্তমান বৃক্ষ রক্ষণ ও সংরক্ষণ আইনে ছাড় পাওয়া যাবে। ফলে শিশুটির পরিণত বয়সে গাছের মূল্য হাতে পাবে পরিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sabujshree Project Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE