Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মানস ও সেলিমকে কটাক্ষ শুভেন্দুর

জোট প্রার্থীর সমর্থনে পূর্ব মেদিনীপুরে সভায় একসঙ্গে হাজির থাকা কংগ্রেস নেতা মানস ভুঁইয়া ও সিপিএম নেতা মহম্মদ সেলিমকে ‘যাযাবর ও পরিযায়ী পাখি’ বলে কটাক্ষ করলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী।

-নন্দকুমারে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শুভেন্দু অধিকারীর। পার্থপ্রতিম দাসের তোলা ছবি।

-নন্দকুমারে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শুভেন্দু অধিকারীর। পার্থপ্রতিম দাসের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
, তমলুক শেষ আপডেট: ০১ মে ২০১৬ ০১:০৮
Share: Save:

জোট প্রার্থীর সমর্থনে পূর্ব মেদিনীপুরে সভায় একসঙ্গে হাজির থাকা কংগ্রেস নেতা মানস ভুঁইয়া ও সিপিএম নেতা মহম্মদ সেলিমকে ‘যাযাবর ও পরিযায়ী পাখি’ বলে কটাক্ষ করলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী।

শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বাম-কংগ্রেস জোট সমর্থিত নির্দল প্রার্থী সিরাজ খানের সমর্থনে সভায় হাজির হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি মানস ভূঁইয়া ও সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মহম্মদ সেলিম। শনিবার বিকেলে নন্দকুমার বিধানসভার তৃণমূল প্রার্থী সুকুমার দে’র সমর্থনে মিছিল ও সভার আয়োজন করা হয়।

এ দিন নন্দকুমারের নামালক্ষ্যা বাজার থেকে শ্রীধরপুরপুর হাইরোড পর্যন্ত মিছিলে যোগ দেওয়ার পর সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘‘এখানে গতকাল কিছু যাযাবর ও পরিযায়ী পাখি এসেছিল। তাঁরা নন্দকুমারে এসে বড় বড় বক্তৃতা করেছেন। একজন তো সিপিএমের তাড়া খেয়ে অর্ধনগ্ন হয়ে হাতে জুতো নিয়ে মঙ্গলকোটে ছুটেছিল। প্রথমজন মানস ভুঁইয়া আর অন্য জন হলেন মহম্মদ সেলিম । তিনি ভোটে জেতার জন্য হনুমান মন্দিরে গিয়ে চরণামৃত খেয়েছেন। অথচ কমিউনিস্ট পার্টি বলে তাঁরা না ক নাস্তিক।’’

এ দিন শুভেন্দু ছাড়াও মিছিল ও সভায় হাজির ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল দীনেন রায় ও মালদা জেলা তৃণমূল জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, দলের নন্দকুমার বিধানসভার প্রার্থী সুকুমার দে প্রমুখ ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tmc subhendu adhikary congress cpm
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE