Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দিব্যেন্দুর পথেই বিনা লড়াইয়ে জয় সৌমেন্দুর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক দিন আগেই জয় নিশ্চিত করে ফেলেছেন দাদা। এ বার সেই পথে এগোলেন ভাইও। দিব্যেন্দু অধিকারীর মতোই ভোটের আগে জয় নিশ্চিত হয়ে গেল তাঁর ভাই কাঁথি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সৌমেন্দু অধিকারীর।

জয়ের পর। ছবি: সোহম গুহ।

জয়ের পর। ছবি: সোহম গুহ।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৫ ০০:২০
Share: Save:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক দিন আগেই জয় নিশ্চিত করে ফেলেছেন দাদা। এ বার সেই পথে এগোলেন ভাইও। দিব্যেন্দু অধিকারীর মতোই ভোটের আগে জয় নিশ্চিত হয়ে গেল তাঁর ভাই কাঁথি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সৌমেন্দু অধিকারীর।

বিদায়ী পুরপ্রধান সৌমেন্দুর বিরুদ্ধে ২১ নম্বর ওয়ার্ডে মনোনয়ন দিয়েছিলেন বিজেপির দু’জন অমলেন্দু পাহাড়ি ও অরুণ জানা এবং বাম সমর্থিত নির্দল প্রার্থী শেখ সিরাজউদ্দিন। মনোনয়নপত্র পরীক্ষার সময় অমলেন্দুর নাম বাতিল হয়ে যায়। শুক্রবার মনোনয়ন প্রত্যাহার করে নেন অরুণ। তখনও আশা ছিল অন্তত বাম সমর্থিত নির্দল প্রার্থীর সঙ্গে লড়াই হবে ঘাসফুলের প্রার্থীর। কারণ গত বার ১৯ নম্বর ওয়ার্ডে এই শেখ সিরাজউদ্দিনই সৌমেন্দুর বিরুদ্ধে লড়ে হেরেছিলেন। শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সিরাজউদ্দিনও মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয় সৌমেন্দুর।

বিরোধীদের অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসেই তাদের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারে বাধ্য হয়েছেন। সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, “ভয় আর প্রলোভন দেখিয়েই সিরাজউদ্দিন-সহ বিরোধী প্রার্থীদের নাম প্রত্যাহার করাতে বাধ্য করা হয়েছে। ‘অধিকারী পরিবার’ মুখে বলে কাঁথিতে তারা উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে। অথচ ভোটে জনগণের মুখোমুখি হতে ভয় পায়।” বিজেপির পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি তপন কর ও কাঁথি পুরভোটে দলের পর্যবেক্ষক পরিতোষ দাসেরও অভিযোগ, “যে ভাবে বিরোধী দলের প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে, তাতে কেউ প্রার্থী থাকতে চাইছেন না। কোথাও কোথাও বিরোধী দলের প্রার্থীদের প্রলোভনও দেখানো হচ্ছে।”

বিরোধীদের অভিযোগ অবশ্য মানতে নারাজ তৃণমূল। সৌমেন্দু বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যে এবং শিশির ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাঁথি পুর-এলাকায় যে উন্নয়ন চলছে তার ধারাবাহিকতা বজায় রাখতেই কিছু ওয়ার্ডে প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। যদি চাপ দিয়ে মনোনয়ন তোলা হয়ে থাকে, তাহলে কেন পুলিশ-প্রশাসনে অভিযোগ জানাচ্ছেন না?”

সৌমেন্দুর মতোই ১৭ নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করেছেন দিব্যেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে বিজেপি, কংগ্রেস এবং বাম সমর্থিত নির্দল প্রার্থী মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু শুক্রবারের মধ্যেই তাঁরা মনোনয়ন প্রত্যাহার করে নেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE