Advertisement
২০ এপ্রিল ২০২৪
শেষবেলায় শঙ্কায় বিরোধীরা

আজ কি ফের পথ আটকে দেবে ‘উন্নয়ন’

ভোটের আগেই জয়ের রেকর্ড গড়ে ফেলেছে শাসক! পশ্চিম মেদিনীপুরে ত্রিস্তর পঞ্চায়েতে ৮০০- রও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন দলীয় প্রার্থীরা।

কাদামাখা: দেওয়াল লিখনে কাদা চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জে। ঘটনায় অভিযুক্ত বিজেপি। ছবি: কৌশিক সাঁতরা

কাদামাখা: দেওয়াল লিখনে কাদা চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জে। ঘটনায় অভিযুক্ত বিজেপি। ছবি: কৌশিক সাঁতরা

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর ও ঘাটাল শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ২৩:২৯
Share: Save:

আদালতের নির্দেশে পঞ্চায়েত ভোটে মনোনয়ন পেশের মেয়াদ একদিন বাড়িয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আজ, সোমবার নতুন করে মনোনয়ন দেওয়া যাবে। সুযোগটা নিতে মরিয়া বিরোধীরা। রবিবার দিনভর বিরোধী-শিবিরে মনোনয়ন পেশের প্রস্তুতির ব্যস্ততা দেখা গিয়েছে।

ভোটের আগেই জয়ের রেকর্ড গড়ে ফেলেছে শাসক! পশ্চিম মেদিনীপুরে ত্রিস্তর পঞ্চায়েতে ৮০০- রও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন দলীয় প্রার্থীরা। ওই সব আসনে প্রার্থী দিতে তত্পর বিরোধীরা। অবশ্য তাদের আশঙ্কা, সোমবারও মনোনয়নে বাধা দেওয়া হবে। অনুব্রত মণ্ডলের বীরভূম মডেলে ‘উন্নয়নকে’ রাস্তায় দাঁড় করিয়ে রাখা হবে। তৃণমূল অবশ্য ওই আশঙ্কা অমূলক বলে জানিয়েছে। দলের জেলা সভাপতি অজিত মাইতির দাবি, “মনোনয়নে কাউকে বাধা দেওয়া হয়নি। হবেও না।’’ সোমবার কি ব্লকে ব্লকে ‘উন্নয়ন’ রাস্তায় দাঁড়িয়ে থাকবে? প্রশ্নের সদুত্তর দেননি অজিতবাবু। ঘুরিয়ে বলেছেন, “সব ব্লকেই তো প্রচুর উন্নয়ন হয়েছে!” পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতির দাবি, “বিরোধীদের পাশে মানুষ নেই।’’

নতুন করে মনোনয়নের প্রস্তুতি সারার কথা মানছে বিরোধীরা। সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায় জানিয়েছেন, সোমবার বেশ কিছু মনোনয়ন পেশ করা হবে। একই কথা জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি শমিত দাশ। তিনি বলেন, “পুলিশ- প্রশাসন নিরপেক্ষ থাকলে অনেক মনোনয়নই জমা পড়বে।” তৃণমূলের ‘উন্নয়ন’ যদি দাঁড়িয়ে থাকে? শমিতবাবুর জবাব, “ওরা যে ভাষা বুঝবে, সেই ভাষায় আমরা কথা বলব।’’

ঘাটাল মহকুমাতেও বিরোধী শিবিরে আশঙ্কার ছবি। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি রতন দত্তের কথায়, “আমাদের প্রার্থী প্রথম থেকেই তৈরি। কিন্তু শাসক দলের দুষ্কৃতীদের বাধায় আমরা ব্লক অফিসে গিয়ে মনোনয়ন জমা দিতে পারিনি। আরও একটি দিন পেয়েছি ঠিকই।কিন্তু কাজে লাগাতে পারব কি না জানি না।’’ একই আশঙ্কা করছেন সিপিএম নেতৃত্ব। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক সাঁতরা বলেন, “ঘাটাল সহ অন্যান্য ব্লকে তৃণমূলের বাধায় মনোনয়ন জমা দিতে পারিনি। সোমবার দেব বলে তৈরি হচ্ছি।”

অবশ্য একদিনে কত মনোনয়ন দেওয়া যাবে তা নিয়ে অবশ্য ধন্দ রয়েছে বিরোধী শিবিরেই। তৃণমূলের চিন্তায় গোঁজ এবং নির্দল। দলের জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, সোমবার দলের কেউ মনোনয়ন দেবেন না। যা মনোনয়ন দেওয়ার দেওয়া হয়ে গিয়েছে। দলেরই কেউ যদি গোঁজ বা নির্দল হিসেবে মনোনয়ন দেন? অজিতবাবুর জবাব, “প্রতীকই সব। নির্দলের কোনও গুরুত্ব নেই।’’

আর মনোনয়নে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুলিশ-প্রশাসনের কর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের এক কর্তার কথায়, “পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন। পুলিশ পুলিশের কাজই করেছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE