Advertisement
২০ এপ্রিল ২০২৪

দলছুট দাঁতাল পিঠ ঠেকাতেই ভাঙল বাড়ি, চন্দ্রকোনায় জখম দুই

দিন কয়েক ধরে সন্ধ্যা হলেই দলমার দলছুট ওই হাতি চন্দ্রকোনার লালগড় ,ধামকুড়িয়া প্রভৃতি এলাকায় ঢুকে পড়ছে। হাতির দাপটে ক্ষতি হচ্ছে ফসলেরও।

বিধ্বস্ত: হাতির হানায় ভেঙেছে বাড়ি। ছবি: কৌশিক সাঁতরা

বিধ্বস্ত: হাতির হানায় ভেঙেছে বাড়ি। ছবি: কৌশিক সাঁতরা

নিজস্ব সংবাদদাতা
চন্দ্রকোনা শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৮ ০১:৫৯
Share: Save:

দলছুট এক দাঁতালের হামলায় ভাঙল বাড়ির দেওয়াল। মাটি চাপা পড়ে জখম হলেন স্বামী-স্ত্রী। মঙ্গলবার রাতে চন্দ্রকোনা থানার বক্সিবাগানের ঘটনা। গুরুতর আহত ভাটু রায় ও বাসন্তী রায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বন দফতর জানিয়েছে, আপাতত ওই দাঁতাল আঁধারনয়ন জঙ্গলে ঘোরাঘুরি করছে।

দিন কয়েক ধরে সন্ধ্যা হলেই দলমার দলছুট ওই হাতি চন্দ্রকোনার লালগড় ,ধামকুড়িয়া প্রভৃতি এলাকায় ঢুকে পড়ছে। হাতির দাপটে ক্ষতি হচ্ছে ফসলেরও। চন্দ্রকোনার বিষ্ণুদাসপুর গ্রামেও তাণ্ডব চালায় এই দাঁতালই। দিন কয়েক আগে ওই গ্রামে গিয়ে তপন দে নামে এক ব্যাক্তিকে শুঁড়ে তুলে আছড়ে ফেলেছিল হাতিটি। তারপরে হাতিটি চন্দ্রকোনা থেকে হুগলির গোঘাটে চলে যায়। তাড়া খেয়ে ফের হাতিটি ফিরে

আসে চন্দ্রকোনায়। বন দফতর ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত এগারোটা নাগাদ হাতিটি ধামকুড়িয়া জঙ্গল থেকে বেরিয়ে বক্সিবাগান গ্রামে ঢোকে। তখন বাড়িতে ঘুমোচ্ছিলেন রায় দম্পতি। গ্রামের একাধিক বাড়িতে ঢুকে ধান খেয়ে হাতিটি ভাটু রায়ের বাড়ির সামনে আসে।

দাঁতালের তাণ্ডবে ভেঙে পড়ে বাড়ির দেওয়াল। ঘটনার খবর পেয়েই এলাকায় যায় পুলিশ, বিডিও শাশ্বতপ্রকাশ লাহিড়ী। আসেন স্থানীয় জনপ্রতিনিধি-সহ বন দফতরের লোকেরা। তাঁদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, ভাটুবাবুর বাড়িতে অন্য সদস্যরাও ছিলেন। তবে তাঁরা অন্য ঘরে ছিলেন। তাই বাড়ির অন্য সদস্যরা রক্ষা পান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE