Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মেয়েকে অধ্যাপক করতে লড়ছেন মা-ও

পুরনো দিনের কষ্টের কথা বলতে গিয়ে চোখ ছলছল করে উঠে আলমিনার। তাঁর কথায়, ‘‘পড়তে ভাল লাগত। ছোটবেলা থেকেই ক্লাসে প্রথম হতাম।

লড়াকু: মায়ের সঙ্গে আলমিনা। নিজস্ব চিত্র

লড়াকু: মায়ের সঙ্গে আলমিনা। নিজস্ব চিত্র

পার্থপ্রতিম দাস
তমলুক শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৮ ০১:৪৮
Share: Save:

স্কুলপড়ুয়া ইনসিয়া স্বপ্ন দেখত গায়ক হওয়ার। জনপ্রিয় হওয়ার। তার সেই স্বপ্নে বাধা হয়েছিলেন বাবা। মা নাজমা মেয়ের স্বপ্নকে সমর্থন করায় তাঁর কপালে জুটেছিল স্বামীর লাঞ্চনা-গঞ্জনা। শেষে মেয়ের পাশে দাঁড়াতে স্বামীর ঘর ছেড়েছিলেন তিনি।

আমির খান অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় ইনসিয়া-নাজমার ওই কাহিনী প্রশংসা কুড়িয়েছিল দর্শকের। সেই কাহিনীর সঙ্গে অদ্ভূত মিল রয়েছে তমলুকের বাড়খোদা গ্রামের কলেজ পড়ুয়া আলমিনা খাতুন এবং তাঁর মা মাজেদা বিবির।

ছোট থেকেই আলমিনার স্বপ্ন অধ্যাপক হওয়ার। কিন্তু পড়তে চাইলে বাবার কাছে জুটত মার। পুড়িয়ে দেওয়া হতো বই-খাতা। কম বয়সে তার বিয়ে ঠিক করেছিলেন বাবা শেখ মৈনুদ্দিন। মেয়ের উপর এমন অত্যাচার মেনে নেননি মাজেদা বিবি। আলমিনার স্বপ্নপূরণে তাকে সঙ্গে করে স্বামীর ঘর ছেড়েছিলেন তিনি— নাজমার মতোই!

পুরনো দিনের কষ্টের কথা বলতে গিয়ে চোখ ছলছল করে উঠে আলমিনার। তাঁর কথায়, ‘‘পড়তে ভাল লাগত। ছোটবেলা থেকেই ক্লাসে প্রথম হতাম। কখনও পেট ভরে ভাত চাইনি, দামি পোশাক চাইনি, শুধু পড়তে চেয়েছিলাম। তার বদলে জুটেছিল মার।’’ তিন বোন এক ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট আলমিনা। তাঁর আরও দুই সৎ দাদা রয়েছে। বাবার পাশাপাশি তাঁরাও আলমিনাকে মারধর করত।

এই পরিস্থিতিতে আলমিনার একমাত্র ভরসার জায়গা ছিলেন মা মাজেদা বিবি। দৃঢচেতা ওই মহিলা স্বামীর নির্দেশ অমান্য করে, সাংসারিক নির্যাতন সহ্য করে নিজের উচ্চশিক্ষিত হওয়ার অসম্পূর্ন সাধ আলমিনার মধ্যে মেটাতে চেয়েছিলেন। সংসারে একমাত্র তিনিই চেয়েছিলেন, প্রকৃত অর্থে শিক্ষিত হোক আলমিনা। তাই অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে, অমানুষিক কষ্টের মধ্যে দিয়ে নবম শ্রেণি পর্যন্ত আলমিনাকে পড়িয়েছেন তিনি। নবম শ্রেণিতে পড়ার সময়ই আলমিনার বাবা মেয়ের বিয়ে ঠিক করেন।

এ ব্যাপারে মাজেদা বিবি বলেন, “২০০৮ সালে আলমিনার বিয়ে ঠিক হয়। ও তখন বহিচাড় বিপিন শিক্ষা নিকেতনের নবম শ্রেণির ছাত্রী। বিয়ে করতে না চাওয়ায় সৎ দাদারা ওকে মারে। অজ্ঞান হয়ে ও রাস্তায় পড়েছিল। স্কুলের বইগুলো পুড়িয়ে দিয়েছিল।’’ এর পরেই রুখে দাঁড়ান মাজেদা বিবি। থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। আর সন্তানদের সঙ্গে নিয়ে বেরিয়ে গিয়েছিলেন স্বামীর ঘর থেকে।

নিশ্চিন্তবসান এলাকায় রাস্তার ধারে ভাড়াটে ঝুপড়ি ঘরে শুরু হয়েছিল মা-মেয়ের জীবনের দ্বিতীয় পর্যায়ের লড়াই। চরম দারিদ্রের মধ্যেও মাধ্যমিক দেয় আলমিনা। উত্তীর্ণ হয় ৭১ শতাংশ নম্বর নিয়ে। ২০১৬ সালে ইতিহাসে স্নাতকোত্তর পাস করেন তিনি। নিজের ওই লড়াইয়ে আলমিনা পাশে পেয়েছেন ভূগোলের শিক্ষক মৌসম মজুমদার-সহ অন্য শিক্ষকদের।

বর্তমানে একটি বেসরকারি শিক্ষক-শিক্ষণ কলেজে পড়ছেন আলমিনা। পড়ার পাশাপাশি সংসারের ভারও এসে পড়েছে তাঁর উপর। কারণ, গত চার পাঁচ বছর ধরে হাড়ের ক্ষয় রোগে আক্রান্ত মা। একাধিক প্রাইভেট টিউশন করে আলমিনা সংসার এবং পড়াশোনার খরচ জোগাড়ের চেষ্টা করছেন। যে কলেজে তিনি বর্তমানে পাঠরত। সেখানে বেতন বাবদ দু’বছরে প্রায় এক লক্ষ টাকা প্রয়োজন।

সম্প্রতি মহিষাদল রাজপরিবারের তরফে সূর্যপ্রসাদ গর্গ কৃতী পড়ুয়া হওয়ায় তাঁকে ৪০ হাজার টাকা সাহায্য করেছেন। বাকি টাকা কোথা থেকে আসবে, এখনও জানেন না আলমিনা।

তবে লক্ষ্যপূরণে বাধা যাই আসুক, তার সঙ্গে যুঝতে প্রস্তুত দৃঢ়প্রতিজ্ঞ আলমিনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mother professor daughter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE