Advertisement
১৮ এপ্রিল ২০২৪
মেদিনীপুর কলেজ

হাতেকলমে পদার্থবিদ্যার খুঁটিনাটি শেখাতে কর্মশালা

মেদিনীপুর কলেজে ‘প্রফেসর সিকে মজুমদার মেমোরিয়াল ওয়ার্কশপ ফিজিক্স’ শেষ হল সোমবার। সিলেবাস বহির্ভূত নানা বিষয়ের উপর হাতেকলমে শিক্ষার জন্যই তিনদিনের এই কর্মশালার আয়োজন হয়।

কর্মশালায় উৎসাহী ছাত্রেরা। — নিজস্ব চিত্র।

কর্মশালায় উৎসাহী ছাত্রেরা। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৭ ০০:৩৬
Share: Save:

মেদিনীপুর কলেজে ‘প্রফেসর সিকে মজুমদার মেমোরিয়াল ওয়ার্কশপ ফিজিক্স’ শেষ হল সোমবার। সিলেবাস বহির্ভূত নানা বিষয়ের উপর হাতেকলমে শিক্ষার জন্যই তিনদিনের এই কর্মশালার আয়োজন হয়। ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স টিচার্স অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ফিজিক্স’ ও ‘মেদিনীপুর কলেজ সেন্টার ফর সায়েন্টিফিক কালচার’-এর উদ্যোগে এবং বিহারের পটনা বিশ্ববিদ্যালয়ের ‘ডিপার্টমেন্ট অফ ফিজিক্স’-এর সহযোগিতায় আয়োজিত হল কর্মশালা।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন ১৫টি কলেজ থেকে ৪১ জন স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়া ও পটনা বিশ্ববিদ্যালয়ে থেকে দু’জন পড়ুয়া কর্মশালায় যোগ দিয়েছিলেন। মেদিনীপুর কলেজের পদার্থবিদ্যার অধ্যাপিকা ও কর্মশালার আহ্বায়ক ডঃ তনুশ্রী পাল বলেন, ‘‘গতানুগতিক সিলেবাসের বাইরে নানা উদ্ভাবনী চিন্তা নিয়ে হাতেকলমে শিক্ষার জন্যই এই কর্মশালা আয়োজন করা হয়েছে।’’

কর্মশালায় যোগ দিয়ে খুশি দাসপুরের নাড়াজোল রাজ কলেজের তৃতীয় বর্ষের পদার্থবিদ্যার ছাত্র সোহমদেব চৌধুরী। তিনি বলেন, ‘‘এতদিন একটি বাল্বের তাপমাত্রা জানতে অনেক কঠিন পদ্ধতিতে ফিলামেন্টের উষ্ণতা মাপতে হত। বাল্বের বাইরের তাপমাত্রা মেপে হিসেব কষেই যে ফিলামেন্টের তাপমাত্রা বের করা হয়, এখানে এসেই তা জানলাম।’’

পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্র শুভদীপ মাইতিও বলেন, ‘‘বইতে অনেক বিষয় পড়েছি। কিন্তু সেই সব বিষয়ই হাতেকলমে নিজেরা করতে পারব, সেটাও ভাবতে পারিনি।’’ পটনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমেস্টারের ছাত্রী ঋষিকা সামোয়ারি বলেন, ‘‘মেদিনীপুর কলেজে কর্মশালার কথা শুনেই এসেছি। কর্মশালায় সাধারণ সরঞ্জাম দিয়ে অনেক কঠিন সমস্যার সমাধান হাতে কলমে শিখলাম। ফিরে গিয়ে সে সব বন্ধুদের শেখাব।’’

আয়োজক কমিটির সভাপতি তথা মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ডঃ গোপালচন্দ্র বেরা বলেন, ‘‘বিধিবদ্ধ পড়াশোনার বাইরে নিজস্ব চিন্তাভাবনাকে ফুটিয়ে তুলতে পড়ুয়াদের চেষ্টা করতে হবে, তবেই সাফল্য আসবে। কম খরচে সাধারণ সরঞ্জাম ব্যবহার করে অনেক সহজে বিভিন্ন সমস্যার সমাধান শেখানোর লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Medinipur College
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE