Advertisement
২৬ এপ্রিল ২০২৪
আবার ভোটেও বোমাবাজি

বিরোধীরা এড়াল বুথ, রায় আজ

সোমবার তাহেরপুরের ব্যাসপুরে বোমাবাজিতে আহত ছাত্র বিশ্বজিৎ হালদার এখন এনআরএস-এ ভর্তি। তার বাড়ির লোকেরা ভোট দেননি। দেননি নাকাশিপাড়ার বিলকুমারিতে খুন হওয়া ভোলা দফাদারের দুই স্ত্রী-ও।

নজরদারি: শান্তিপুরের ঘোড়ালিয়ায়। নীচে, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ভোটারদের লাইন। নিজস্ব চিত্র

নজরদারি: শান্তিপুরের ঘোড়ালিয়ায়। নীচে, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ভোটারদের লাইন। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ মে ২০১৮ ০৩:১১
Share: Save:

রক্তক্ষয়ী পঞ্চায়েত নির্বাচনে কার কী চতুর্বর্গ লাভ হল, তা জানা যাবে আজ, বৃহস্পতিবার। যদিও একবগ্গা এই ভোটের ফল নিয়ে জনমানসে খুব কৌতূহল সম্ভবত নেই। বিরোধীরা এক সুরে বলছেন, লুটপাটের ভোটে মানুষের রায় মিলবে না। আর তৃণমূল নেতারা প্রায় নিশ্চিত, ভোটারেরা হাত উপুড় করে ‘আশীর্বাদ’ করেছেন।

বুধবারই মুর্শিদাবাদে ৬৩ এবং নদিয়ায় ৬০ বুথে পুনর্নির্বাচন হয়েছে। সোমবার গোলমাল হলেও এ দিন বেশির ভাগ জায়গায় বিরোধী দলের প্রার্থী বা এজেন্টরা বুথে যাননি। ফলে অশান্তিও তেমন হয়নি। ব্যতিক্রম কান্দি ও সুতির কিছু বুথ। ফরাক্কায় বোমাবাজিও হয়েছে।

কান্দি মহকুমার জয়পুর অঞ্চলের ভালকুন্দি গ্রামের বুথে কংগ্রেস ও সিপিমের এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, এড়োয়ালির আওগ্রামে মঙ্গলবার রাতে তৃণমূল কর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দেয়। ফলে এ দিন বিরোধী ভোটারদের বুথমুখো হতে দেখা যায়নি।

মঙ্গলবার সকালে ধানতলা থানার দত্তপুলিয়ায় বাড়ির পাশের দোকান থেকে তুলে নিয়ে খুন করা হয়েছিল তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত সদস্য প্রণব বিশ্বাসকে। তাঁর আসনে এ বার দাঁড়িয়েছেন তাঁর স্ত্রী অমরি বিশ্বাস। বলোকেরা ঠিক করে ফেলেছিলেন, এ দিন আর ভোট দিতে যাবেন না। পরে দলের অনুরোধে তাঁরা বুথে যান।

সোমবার তাহেরপুরের ব্যাসপুরে বোমাবাজিতে আহত ছাত্র বিশ্বজিৎ হালদার এখন এনআরএস-এ ভর্তি। তার বাড়ির লোকেরা ভোট দেননি। দেননি নাকাশিপাড়ার বিলকুমারিতে খুন হওয়া ভোলা দফাদারের দুই স্ত্রী-ও। পাড়ার তৃণমূল কর্মীরা ছোটবৌ রহিমাকে বুথে নিয়ে গেলেও তিনি ভোট না দিয়েই বেরিয়ে আসেন। বেলডাঙা-১ ব্লকের কুমারপুরে নিহত বিজেপি সমর্থক তপন মণ্ডলের বাড়ির কেউও ভোট দিতে যাননি।

এর পরে আর ফলাফলের অর্থ কী থাকে— প্রত্যাশিত ভাবেই এই প্রশ্ন তুলছেন বিরোধীরা।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি, ‘‘এত বুথে ফের ভোট করা মানেই নির্বাচন সুষ্ঠু ভাবে হয়নি, তা মেনে নিল কমিশন।’’ সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্যের বক্তব্য, ‘‘যে কয়েকটি আসনে হচ্ছে, সেগুলিতে মূলত তৃণমূল বেকায়দায় ছিল।’’ দলের নদিয়া জেলা সম্পাদক সুমিত দে অবশ্য আশাবাদী। তিনি বলেন, ‘‘মানুষ ভোট দিতে পারেনি, তবু এর মধ্যেও আমরা ভাল ফল করব।’’ বিজেপির নদিয়া (উত্তর) সাংগঠনিক জেলা সভাপতি মহাদেব সরকারের মতেও, ‘‘মানুষ ভোট দিতে পারলে তৃণমূলকে খুঁজে পাওয়া যেত না। তবে যেখানে একটুও হয়েছে, জিতব।’’ তৃণমূলের নদিয়া জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্তের পাল্টা, ‘‘আমাদের কর্মীরা খুন হয়েছেন। বিরোধীরা রামধনু জোট করেছে। কিন্তু মানুষ ঢেলে আমাদের আশীর্বাদ করেছেন।’’

প্রশাসন সূত্রে খবর, আগের নিয়ম উল্টে দিয়ে এ বার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ— এই ক্রমে ভোট গোনা হবে। তার পর যে কী হবে, জানে ব্যালট বাক্স!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE