Advertisement
১৮ এপ্রিল ২০২৪
উহ্য রইল বাম-কংগ্রেস

মমতার তিরে বিদ্ধ বিজেপি

এ রাজ্যে কংগ্রেসের শেষ গড়,  মুর্শিদাবাদে এসে গাল-মন্দ তোপ-হুমকি তো দূরঅস্ত, কংগ্রেসের নামোচ্চারণও করলেন না মুখ্যমন্ত্রী।  প্রদেশ সভাপতির খাসতালুক বহরমপুরে দু-দুটো সভায় এক বারের জন্যও কংগ্রেস কিংবা তার কান্ডারি অধীর চৌধুরীর জন্য একটা শব্দও প্রয়োজন মনে করলেন না তিনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০১:২০
Share: Save:

বিজেপি’কে বিঁধে, বকে, ব্যাঙ্গ করে তাঁর কনভয় যখন সার্কিট হাউসের দিকে ধুলো ও়ড়াল, তখন তিনি অনেক দূরে, দিল্লির আকবর রোডে।

এ রাজ্যে কংগ্রেসের শেষ গড়, মুর্শিদাবাদে এসে গাল-মন্দ তোপ-হুমকি তো দূরঅস্ত, কংগ্রেসের নামোচ্চারণও করলেন না মুখ্যমন্ত্রী। প্রদেশ সভাপতির খাসতালুক বহরমপুরে দু-দুটো সভায় এক বারের জন্যও কংগ্রেস কিংবা তার কান্ডারি অধীর চৌধুরীর জন্য একটা শব্দও প্রয়োজন মনে করলেন না তিনি। এত অবহেলা? দিল্লি থেকে অধীর বলেন, ‘‘কংগ্রেসের দখলে থাকা সব কিছুই তো গুন্ডামি করে লুঠ করল দিদি। এখন আমাদের নামোচ্চারাণ করবে কী করে, তা হলে তো নিজেকেই গালমন্দ করতে হয়।’’

ভরা বাম আমল, এমনকী পালাবদলের প্রথম পর্বে, তৃণমূলও দাঁত ফোটাতে পারেনি যে জেলায়, গত দেড় বছরে সে ছবিটাই বদলে গিয়েছে। সৌজন্য, কংগ্রেসের টিকিটে জয়ী জনপ্রতিনিধিদের ডিগবাজি। সেই বদলে যাওয়া পরিস্থিতিতে এ দিন কংগ্রেস সম্পর্কে দলনেত্রীর এই নিরুত্তাপ মনোভাব যেন স্পষ্ট করে দিল, হাত-হাতুড়ি নয় এখন, তাঁর কাছে অনেক জরুরি প্রশ্ন তুলে দিয়েছে পদ্ম কাঁটা। মুর্শিদাবাদে তাদের তেমন কোনও দাপট না থাকলেও বিজেপিকে এত আক্রমণের কারণ কি? কংগ্রেসের এক জেলা নেতা কবুল করে ফেলছেন, ‘‘আসলে আমরা তো এখন নখ-দাঁতহীন বাঘ হয়ে গেছি। বামেরাও তথৈবচ। সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদের ভোটটুকু নিজের দিকে টানতে বাম-কংগ্রেসকে আক্রমণ করা ভুল। বরং বিজেপি’র ভয় দেখালে সে ভোট আপনাআপনি শাসকদলের দিকেই যাবে। বিজেপি কত ভয়ঙ্কর সেটা দেখানোই এখন জরুরি। সেই সহজ তাসটাই খেলেছেন মমতা!’’

স্টেডিয়ামের ভরা মাঠ কিংবা রবীন্দ্রসদনের প্রশাসনিক সভায় তাই মমতার কথায় বার বারই উঠে এল— মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতির তুলনাহীন সব প্রসঙ্গ। তিনি বলেন, “যখন চারদিকে দাঙ্গা, তখন মুর্শিদাবাদে হয়নি, খেয়াল করেছেন। এটাই এ জেলার ঐতিহ্য। এই জেলায় সংখ্যাগুরু-সংখ্যালঘু মানুষ মিলেমিশে থাকেন।’’

জেলা সিপিএম সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য বলছেন, ‘‘মুসলিম প্রভাবিত মুর্শিদাবাদে সংখ্যাগুরু শ্রেণিকে ধরে রাখতেই মমতার এই নয়া চাল।’’

আর দিদির দেখানো পথেই এ দিন মঞ্চে, তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, জাকির হোসেন উপস্থিত থাকলেও বিজেপি ছাড়া বাম- কংগ্রেসকে তাঁরাও ব্রাত্যই করে রাখলেন। এমনকী দলনেত্রীর পথে এক বারও নাম করলেন অধীরের।

শুধু বিজেপিকে পাখির চোখ করে মমতা জানিয়ে গেলেন, “আমাদের দুর্ভাগ্য, বিজেপি এ দেশের সরকার চালাচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee BJP TMC Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE