Advertisement
১৮ এপ্রিল ২০২৪

জঙ্গি সন্দেহে ধৃত দুই

ধৃত আহমেদ আলি বুদ্ধগয়ায় বিস্ফোরণ কান্ডে জড়িত বলে অভিযোগ এসটিএফের। আজাহার হোসেনকে অবশ্য গ্রেফতার করেছে সমশেরগঞ্জ থানার পুলিশ। জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রবিবার রাতে  সমশেরগঞ্জ থানার পুলিশ রতনপুরে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩৬
Share: Save:

জঙ্গি সন্দেহে সমশেরগঞ্জের রতনপুর থেকে আহমেদ আলি ওরফে কালু এবং আজাহার হোসেন নামে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। গত এক সপ্তাহে, এই নিয়ে পাঁচ জনকে একই অভিযোগে সমশেরগঞ্জ এবং তার লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ এবং এসটিএফ। অভিযুক্তদের সকলের সঙ্গে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ নামে নিষিদ্ধ সংগঠনের যোগ রয়েছে বলে পুলিশের সন্দেহ। আহমেদকে কলকাতার বিশেষ টাস্ক ফোর্স গ্রেফতার করে সোমবার দুপুর পৌনে তিনটে নাগাদ নিউ ফরাক্কা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন ধরার জন্য সে স্টেশনে অপেক্ষা করছিল।

ধৃত আহমেদ আলি বুদ্ধগয়ায় বিস্ফোরণ কান্ডে জড়িত বলে অভিযোগ এসটিএফের। আজাহার হোসেনকে অবশ্য গ্রেফতার করেছে সমশেরগঞ্জ থানার পুলিশ। জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রবিবার রাতে সমশেরগঞ্জ থানার পুলিশ রতনপুরে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশের দাবি, রবিবার রাতে তার বাড়িতে হানা দিয়ে মিলেছে বিপুল পরিমাণ বিস্ফোরক ও গুলি । মিলেছে জেহাদি কিছু হ্যান্ডবিলও। আহমেদকে সরাসরি কলকাতায় নিয়ে গিয়েছে এসটিএফ। কিন্তু আজাহারকে সোমবারই জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করানো হলে তাকে চোদ্দ দিনের পুলিশ হাজতের নির্দেশ দিয়েছে আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE