Advertisement
২৫ এপ্রিল ২০২৪

একই দিনে ভোলা-ভ্যালেন্টাইন

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এ যদি প্রেমিকের উপহারের বহর হয়, তাহলে প্রেমিকাও কিছু কম যান না। তাঁর উপহারের ডালিতে আছে একটা লেদার কম্বো, একটা রিস্ট ওয়াচ, পারফিউম ও দু’জনের ছবি দেওয়া ডিজিট্যাল প্রেস্টো শো-পিস।

​ভালবেসে: মঙ্গলবার করিমপুর ও বহরমপুরে। নিজস্ব চিত্র

​ভালবেসে: মঙ্গলবার করিমপুর ও বহরমপুরে। নিজস্ব চিত্র

দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও শুভাশিস সৈয়দ
নবদ্বীপ ও বহরমপুর শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৩৯
Share: Save:

একটা মেকআপ রেঞ্জ, হেয়ার স্ট্রেটনার একটা, ডিজিট্যাল ক্রিস্ট্যাল শো-পিস আর পারফিউম। সব মিলিয়ে তিন হাজার তিনশো টাকা!

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এ যদি প্রেমিকের উপহারের বহর হয়, তাহলে প্রেমিকাও কিছু কম যান না। তাঁর উপহারের ডালিতে আছে একটা লেদার কম্বো, একটা রিস্ট ওয়াচ, পারফিউম ও দু’জনের ছবি দেওয়া ডিজিট্যাল প্রেস্টো শো-পিস। দাম, আড়াই হাজার টাকার সামান্য বেশি। হিসাবটা পাওয়া গেল নবদ্বীপের এক গিফট হাউসের মালিকের কাছে। মঙ্গলবার নবদ্বীপের সাপ্তাহিক বাজার বন্ধ। কিন্তু বুধবার ভ্যালেন্টাইন ডে-র সৌজন্যে তা রইল খোলা। বিকিকিনির ব্যস্ততা সামাল দিতে দিতে দোকান মালিক দেবব্রত সাহা বলছেন, ‘‘এ বারের ভ্যালেন্টাইন ডে-তে দামী উপহার কেনার প্রবণতা বাড়ছে।’’

এ যদি নদিয়ার ছবি হয় তাহলে মুর্শিদাবাদের বহরমপুরের এক কলেজ পড়ুয়া গ কয়েক মাস ধরে টাকা জমিয়ে প্রেমিকার জন্য কিনেছেন সোনার পেনডেন্ট। এটাই তাঁর ভালবাসার উপহার। আর ওই কলেজ পড়ুয়ার জন্য কী নিলেন? হাসতে হাসতে ফার্স্ট ইয়ারের এক তরুণী বলছেন, ‘‘ও তো গানপাগল। তাই একটা আইপড কিনে ফেললাম। ভালবাসার দিনে এর থেকে ভাল উপহার কী হতে পারে, বলুন?’’

ভ্যালেন্টাইন ডে-র জন্য উপহারের খোঁজ শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। গিফট হাউস থেকে বুটিক, গয়নার দোকান থেকে মোবাইল স্টোর সর্বত্রই ভিড় আর ভিড়। কলম থেকে কার্লার, মোবাইল থেকে মেকআপ বক্স—উপহারের শেষ নেই। প্রেমদিবসে ছেলেদের জন্য সবথেকে বেশি বিক্রি হয়েছে ট্রিমার ও শেভিং সেট, পারফিউম, লেদার কম্বো। মেয়ের জন্য তালিকার প্রথমে হেয়ার ড্রায়ার-স্ট্রেইটনার, হেয়ার কার্লার, ভেলভেটের কুশন, মগ, টালি, স্টোনের উপর প্রিন্ট করা পছন্দের ছবি বা লেখা।

কলিতে ফোন বিনে প্রেম নেই। তাই উপহারে স্মার্টফোনের চাহিদাও আছে বেশ। অন্য সব কিছুর সঙ্গে একখানা কার্ড চাই। ৫০ থেকে ৩৫০ টাকা দামের সব কার্ড হইহই করে বিকোচ্ছে। চাহিদা বেড়েছে দামি পেন আর ছবির ফ্রেমের মতো লম্বা-চওড়া প্যাকেটের চকোলেটের। চড়েছে গোলাপের দর। দেশি হলে দশ টাকা। হায়দরাবাদ বা বেঙ্গালুরু থেকে আসা ভ্যালেন্টাইন স্পেশ্যাল লাল বা হলদে গোলাপ এক একটি ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। গোলাপের ভ্যালেন্টাইন তোড়া শুরু দেড়শো টাকা থেকে। এ দিন আবার ভ্যালেন্টাইন ও ভোলাদেব একই দিনে হাজির। তুলনায় সস্তা শিবরাত্রির বাজার। আকন্দের মালা প্রতিটি আট থেকে দশ টাকা। ফুল বেলপাতা মালা দিয়ে ‘কম্বো প্যাক’ কুড়ি টাকা। কিছুটা চড়েছে বেলের দাম। পনেরো কুড়ি টাকার নীচে মিলছে না বেল।

বহরমপুরের ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এক হোটেল কর্তৃপক্ষ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ‘পার্টি’র আয়োজন করেছে। সেখানে নাচগানের জন্য তৈরি হয়েছে র‌্যাম্প। অনুষ্ঠান চলবে রাত পর্যন্ত। নানা রকমের মজার খেলার সঙ্গে থাকবে দম্পতিদের জন্য উপহার। কার্ড কিনলেই ‘ফ্রি’ ডিনার। কার্ডের দাম পঞ্চাশ কম দেড় হাজার!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE