Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মনোনয়ন দিন নির্ভয়ে: অধীর

বুধবারই কান্দিতে এসে তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী দলের কর্মীদের হুঁশিয়ার করেছেন, জনপ্রতিনিধিদের বড় অংশ তাঁদের দিকে চলে এলেও বহু জায়গাতেই এখনও সংগঠন দুর্বল।

অধীর চৌধুরী। ফাইল চিত্র

অধীর চৌধুরী। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কান্দি শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৭ ০১:৩৭
Share: Save:

পঞ্চায়েত ভোটে মনোনয়ন পেশের সময়ে তিনি নিজে দাঁড়িয়ে থাকবেন বলে কর্মীদের আশ্বাস দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে বড়ঞার পাঁচথুপি অঞ্চল কংগ্রেসের সম্মেলনে তিনি বলেন, “আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই। ওই দিন আমি দাঁড়িয়ে থাকব, মরতে যদি হয় মরব।’’ তার পরেই তাঁর হুঙ্কার, ‘‘তৃণমূল বহু লম্পঝম্প করছে। পিছনে পুলিশ না থাকলে এক জনেরও ক্ষমতা নেই অধীর চৌধুরীর সামনে এসে দাঁড়ায়!’’

বুধবারই কান্দিতে এসে তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী দলের কর্মীদের হুঁশিয়ার করেছেন, জনপ্রতিনিধিদের বড় অংশ তাঁদের দিকে চলে এলেও বহু জায়গাতেই এখনও সংগঠন দুর্বল। ভোটের আগে তা পোক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। অধীর আগে থেকেই দাবি করে আসছেন, ভয়ে বা লোভে কংগ্রেসের বহু জনপ্রতিনিধি তৃণমূলে ভিড়লেও সাধারণ কর্মী এবং ভোটারদের বড় অংশ এখনও তাঁদের সঙ্গেই আছেন। এও দিন তিনি বলেন, ‘‘মানুষ এখনও কংগ্রেসের সঙ্গেই আছে। কয়েক জন তৃণমূলে গিয়েছে নিজেদের স্বার্থ পূরণ করার জন্য। আপনারা শুধু মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলুন।”

একাদশীর দিন মহরম থাকায় দুর্গাপুজোর বিসর্জন বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তা ধাক্কা খেয়েছে হাইকোর্টে। আদালত বলেছে, একাদশীতে বিসর্জন এবং মহরমের তাজিয়া দুই হবে। নিরাপত্তা দিতে হবে সরকারকে। সে প্রসঙ্গ তুলে অধীর দাবি করেন, “কোনও মুসলিম বলেননি যে ওই দিন বিসর্জন করা যাবে না। সরকার খামোখা রাজ্যের বাতাবরণ উত্তপ্ত করছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE