Advertisement
২৫ এপ্রিল ২০২৪

গাড়ি উল্টে মৃত্যু হল ২ শিক্ষকের

পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রাথমিক স্কুলের দুই প্রধান শিক্ষকের। রবিবার ভোরে চাকদহের মহানালার ওই ঘটনায় জখম হয়েছেন আরও দু’জন।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। — নিজস্ব চিত্র

দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কল্যাণী শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫৬
Share: Save:

পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রাথমিক স্কুলের দুই প্রধান শিক্ষকের। রবিবার ভোরে চাকদহের মহানালার ওই ঘটনায় জখম হয়েছেন আরও দু’জন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনা। তবে গাড়ির চালক বিপ্লব হালদারের দাবি, একটি লরি পিছন থেকে গাড়িতে ধাক্কা মারে।

পুলিশ জানিয়েছে, মৃত স্বপন মণ্ডল (৫২) এবং তপন মণ্ডল (৪৮) মালদহের রতুয়া থানা এলাকার বাসিন্দা। স্বপনবাবু কৃষ্ণপল্লি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি তৃণমূলের শিক্ষা সেলের মালদহ জেলার সভাপতি ও জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সদস্য। তপনবাবুও একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। তিনি আবার স্বপনবাবুর মাসতুতো ভাই। তাঁদের গাড়িতেই ছিলেন ওই এলাকারই বাসিন্দা প্রতাপকৃষ্ণ দাস এবং নীপেন্দ্রনাথ মণ্ডল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১১টা নাগাদ স্বপনবাবুর এসইউভিতে রতুয়া থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন চালক-সহ পাঁচ জন। কৃষ্ণনগরে একটি ধাবায় চা খান তাঁরা। ভোর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশের অনুমান, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই গাড়িটি রাস্তা থেকে নেমে নয়ানজুলিতে উল্টে যায়।

চালক বিপ্লব অক্ষত থাকায় তিনিই স্থানীয় লোকজন ডেকে এনে জখম চার জনকে হাসপাতালে নিয়ে যান। স‌েখানেই মৃত্যু হয় স্বপনবাবুর। কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তপনবাবু। প্রতাপবাবুকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। নীপেন্দ্রনাথবাবু চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতাপবাবু জানান, কলকাতার নাগেরবাজারে স্বপনবাবুর একটি ফ্ল্যাট আছে। সেখানেই যাওয়ার কথা ছিল তাঁদের। রবিবার হুগলিতে তৃণমূলের শিক্ষা সেলের একটি সম্মেলন ছিল। নাগেরবাজার থেকে সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।

দুর্ঘটনার পরে চালক বিপ্লব পুলিশকে জানান, প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি গাড়িটি রাস্তার ধারে দাঁড় করিয়ে নেমেছিলেন। সেই সময় একটি লরি পিছন থেকে তাঁদের গাড়িকে ধাক্কা মারে। তবে পুলিশের দাবি, বিপ্লব ভয় পেয়ে এমন কথা বলেছিলেন। পরে তিনি ঘুমিয়ে পড়ার কথা কবুল করেছেন।

খবর পেয়ে রতুয়া থেকে স্বপনবাবুর আত্মীয়েরা চলে আসেন। কল্যাণীর মর্গে ময়নাতদন্তের পরে দেহ নিয়ে তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দেন। চাকদহ থানায় আসেন তৃণমূলের শিক্ষা সেলের রাজ্য সভাপতি শ্যামাপদ পাত্রও। তিনি জানান, রবিবারের সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের। দুর্ঘটনার খবর মালদহে পৌঁছনোর পরে শোকের ছায়া নেমে আসে এলাকায়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ কোনও অভিযোগ করেনি। সাধারণ পথ দুর্ঘটনার একটি মামলা রুজু করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছু মিললে তখন পরবর্তী পদক্ষেপ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Car Accident Death School Teacher
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE