Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কয়েন জমা নিচ্ছে ব্যাঙ্ক

কয়েন অচলের গুজবে মাসখানেক ধরে নাকাল ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। মাইকে প্রচার চালাতে হয়েছে প্রশাসনকে। কয়েনের সমস্যা মেটাতে এ বার উদ্যোগী হল এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের করিমপুরের একটি শাখা।

গুনতি ব্যাঙ্কে। —নিজস্ব চিত্র।

গুনতি ব্যাঙ্কে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
করিমপুর শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০১:০০
Share: Save:

কয়েন অচলের গুজবে মাসখানেক ধরে নাকাল ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। মাইকে প্রচার চালাতে হয়েছে প্রশাসনকে। কয়েনের সমস্যা মেটাতে এ বার উদ্যোগী হল এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের করিমপুরের একটি শাখা।

প্রতি বৃহস্পতিবার ওই ব্যাঙ্কের কারেন্ট অ্যাকাউন্ট গ্রাহকদের অর্থাৎ মূলত ব্যবসায়ীদের এই সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রাথমিক ভাবে ব্যবসায়ীদের থেকে মোট টাকা জমার কুড়ি শতাংশ কয়েন নেওয়া শুরু হয়েছে।

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, প্রতি বৃহস্পতিবার কারেন্ট অ্যাকাউন্ট গ্রাহকদের থেকে কয়েনের দশটি প্যাকেট নিখরচায় জমা নেওয়া হবে। তার চেয়ে বেশি দিতে গেলে প্রতি প্যাকেটের জন্য ‘ক্যাশ হ্যান্ডেলিং চার্জ’ বাবদ ১৩ টাকা করে নেওয়া হবে। এপ্রিল থেকে চার্জ বেড়ে হবে ২৫ টাকা। নোটের বান্ডিলের মতো প্রতি প্যাকেটে এক ধরনের কয়েনই থাকতে হবে।

করিমপুর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুবোধ রায় বলেন, “কয়েন অচলের গুজব রুখতে আমরা মাইকে প্রচার করেছিলাম। ব্যাঙ্ককে কয়েন জমা নিতে অনুরোধও জানিয়েছিলাম। ব্যাঙ্ক সেই অনুরোধ রেখেছে।”

ব্যবসায়ী ছাড়া অন্য গ্রাহক অর্থাৎ যাঁদের সেভিংস অ্যাকাউন্ট, তাঁরা আপাতত এই সুবিধা পাবেন না। ব্যাঙ্কের ম্যানেজার শুভাশিস হালদার বলেন, “সকল গ্রাহকের থেকে কয়েন জমা নেওয়া এখনই সম্ভব নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coins Bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE