Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দলেই ‘বিদ্রোহ’ শুরু জিয়াগঞ্জ পুরসভায়

বিদ্রোহের আঁচ লাগলো জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভায়। গত ১ অগস্ট পুরপ্রধান সিপিএমের শঙ্কর মণ্ডলকে সামনে রেখে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার ১১ জন বাম কাউন্সিলর তৃণমূলে যোগ দিয়েছিলেন।

• শঙ্কর মণ্ডল।  নিজস্ব চিত্র

• শঙ্কর মণ্ডল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জিয়াগঞ্জ শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০১:১৬
Share: Save:

বিদ্রোহের আঁচ লাগলো জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভায়।

গত ১ অগস্ট পুরপ্রধান সিপিএমের শঙ্কর মণ্ডলকে সামনে রেখে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার ১১ জন বাম কাউন্সিলর তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু সাত মাস যেতে না যেতেই শঙ্করকে সরিয়ে নতুন পুরপ্রধান নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে ওই পুরসভায়। মঙ্গলবার রাতে জিয়াগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি দেবাশিস সরকার ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক নির্মল দত্ত-সহ ৯ কাউন্সিলর কলকাতা রওনা হয়েছেন বলে জানা গিয়েছে। উদ্দেশ্য, তৃণমূলের মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারিকে বিষয়টি জানানো।

কিন্তু এমন কি হল, যার জেরে ‘বিদ্রোহী’ হয়ে উঠলেন কাউন্সিলররা? পুরপ্রধান শঙ্কর মণ্ডল বলেন, ‘‘কাউন্সিলরদের দাবি মেনে প্রতি মাসে তাঁদের মোটা অঙ্কের টাকা জোগানো আমার পক্ষে সম্ভব নয়। এখন সরকারি নিয়ম অনুযায়ী এক খাতের টাকা অন্য খাতে খরচ পর্যন্ত করা যায় না। এমনকী যাবতীয় হিসেব অন-লাইনে হয়ে থাকে। ফলে তাঁদের দাবি মানতে পারব না কাউন্সিলরদের জানিয়ে দেওয়ার পরেই তারা মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা রওনা দিয়েছে শুনেছি।’’ দেবাশিস সরকার পাল্টা বলেন, ‘‘দুর্নীতি মুক্ত পুরবোর্ড গড়তে চেয়ে দেখছি মুখ্যমন্ত্রীর ছবি সামনে রেখে ঠিকাদারি করেছেন পুরপ্রধান। তাই সুবিচারের আশায় সবাইকে নিয়ে কলকাতায় এসেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jiaganj Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE