Advertisement
২৪ এপ্রিল ২০২৪

স্কুলভিত্তিক ফলাফল

নদিয়া ও মূর্শিদাবাদের স্কুল ভিত্তিক মাধ্যমিকের ফলাফল।

শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ০১:৪৭
Share: Save:

•কাশীশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ২১০ উত্তীর্ণ: ২১০ সর্বোচ্চ: বিয়াস সরকার (৬৮৭);

•ফরাক্কা ব্যারেজ হাইস্কুল: পরীক্ষার্থী: ৭৬, উত্তীর্ণ: ৭৬, সর্বোচ্চ: সোমদত্তা রায় (৬৭৯);

•জয়কৃষ্ণপুর হাইস্কুল: পরীক্ষার্থী: ৩২৭, উত্তীর্ণ: ২১৩, সর্বোচ্চ: মিস রুমানা (৬৭৪);

•সারগাছি রামকৃষ্ণ মিশন হাইস্কুল: পরীক্ষার্থী: ১১১, উত্তীর্ণ: ১১১, সর্বোচ্চ: জয়দীপ সাহা (৬৭২);

•কান্দি রাজ উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ৩১৬, উত্তীর্ণ: ২৮৯, সর্বোচ্চ: সোহম ঘোষ (৬৭১);

•পিডিসিএল সাগরদিঘি বিদ্যালয়: পরীক্ষার্থী: ৪৭, উত্তীর্ণ: ৪৪, সর্বোচ্চ: তথাগত সাহা (৬৬৯);

•গোরাবাজার আইসিআই: পরীক্ষার্থী: ১৮৭, উত্তীর্ণ: ১৮৭, সর্বোচ্চ: প্রত্যুষ পাল (৬৬৫);

•লিপিকা গার্লস: পরীক্ষার্থী: ৯৪, উত্তীর্ণ: ৯৪, সর্বোচ্চ: কৃত্তিকা ঘোষ (৬৬৫);

•শক্তিপুর কুমার মহিমচন্দ্র ইনস্টিটিউশন: মোট পরীক্ষার্থী: ১৩২, উত্তীর্ণ ১২৬, সর্বোচ্চ: সৌমিক দাস (৬৬৩);

•জেএন অ্যাকাডেমি: পরীক্ষার্থী: ১১৫ উত্তীর্ণ: ১১৫ সর্বোচ্চ: নীলমণি সাহা, সৌবিশ ঘোষ ও তীর্থরাজ রায় (৬৬২);

•মহাকালী পাঠশালা: পরীক্ষার্থী: ১৬১, উত্তীর্ণ: ১৬১, সর্বোচ্চ: লাভলি ধর (৬৬০);

•নিমতিতা হাইস্কুল: পরীক্ষার্থী: ৫৩০, উত্তীর্ণঃ: ৩৮৮, সর্বোচ্চ: পৃথ্বীরাজ চৌধুরী (৬৬০);

•বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল: পরীক্ষার্থী: ১১১, উত্তীর্ণ: ১১১, সর্বোচ্চ: সপ্তক সাহা (৬৫৩);

•বহড়া রামেন্দ্রসুন্দর ত্রিবেদী কন্য বিদ্যাপীঠ: পরীক্ষার্থী: ৪৬, উত্তীর্ণ: ৪৬, সর্বোচ্চ: অদিতি ত্রিবেদী (৬৫৩);

•নওদা হাইস্কুল: মোট পরীক্ষার্থী: ২৯৫, উত্তীর্ণ: ২৩৮, সর্বোচ্চ: সোহেল মোল্লা (৬৫০);

•অরঙ্গাবাদ প্রণবানন্দ বিদ্যাপীঠ: পরীক্ষার্থী: ৪৭, উত্তীর্ণ: ৪৭, সর্বোচ্চ: সাঞ্জিদা পারভিন (৬৫০);

•রঘুনাথগঞ্জ হাইস্কুল: পরীক্ষার্থী: ১৯৩, উত্তীর্ণ: ১৭৭, সর্বোচ্চ: বিজয় দাস (৬৫০)।

সফল: ফল দেখার পর। কৃষ্ণনগর হোলি ফ্যামিলি স্কুলে। নিজস্ব চিত্র

• কৃষ্ণনগর কলিজিয়েট স্কুল: পরীক্ষার্থী: ১০৬, উত্তীর্ণ: ১০৬, সর্বোচ্চ: ঋতম নাথ (৬৮৩);

• দেবগ্রাম এসএ বিদ্যাপিঠ: পরীক্ষার্থী: ২১৭, উত্তীর্ণ: ২০০, সর্বোচ্চ: মজিবর রহমান (৬৭৯);

• শান্তিপুর মিউনিসিপ্যালিটি হাইস্কুল: পরীক্ষার্থী: ২১০, উত্তীর্ণ: ২০৬, সর্বোচ্চ: ময়ূখকুমার দে (৬৭৯);

• কৃষ্ণনগর রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ৪৫, উত্তীর্ণ-৪৫, সর্বোচ্চ: সমীক্ষা বিশ্বাস(৬৭৫);

• বেথুয়াডহরি জেসিএম হাইস্কুল: পরীক্ষার্থী: ২৭২, উত্তীর্ণ: ২৬৮, সর্বোচ্চ: দীপঙ্কর মণ্ডল (৬৭৩);

• হোলি ফ্যামিলি গার্লস হাইস্কুল: মোট পরীক্ষার্থী: ১৭৯, উত্তীর্ণ: ১৭৭, সর্বোচ্চ: অঙ্কিতা বিশ্বাস (৬৬৯);

• কৃষ্ণনগর হাইস্কুল: মোট পরীক্ষার্থী: ২২২, উত্তীর্ণ৩ ২২২, সর্বোচ্চ: শাওন রেজা (৬৬৬);

• কৃষ্ণনগর এ ভি হাইস্কুল: পরীক্ষার্থী: ২০৭, উত্তীর্ণ: ১৯৬, সর্বোচ্চ: অমিত শূর (৬৬৪);

• ফুলিয়া গার্লস হাইস্কুল: পরীক্ষার্থী: ৫০৬, উত্তীর্ণ: ৩৯৬, সর্বোচ্চ: বিধুশ্রী ববসাক (৬৬৩);

• শরৎকুমারী গার্লস হাইস্কুল: পরীক্ষার্থী: ২৪৭, উত্তীর্ণ: ২৪২, সর্বোচ্চ: নন্দিতা দাস(৬৬৩);

• ফুলিয়া শিক্ষা নিকেতন: পরীক্ষার্থী: ৩৪২, উত্তীর্ণ: ২৯০, সর্বোচ্চ: সাগর বসাক (৬৫৯)

• রামতনু লাহিড়ী স্মৃতি হাইস্কুল, যাত্রাপুর: পরীক্ষার্থী: ১০১, উত্তীর্ন: ৯৬, সর্বোচ্চ: ঐশি বাড়ুই (৬৫৬);

• বিবেকানন্দ বিদ্যাভবন, দেবগ্রাম: পরীক্ষার্থী: ১২৯, উত্তীর্ণ: ১১৮, সর্বোচ্চ: পৃথ্বীশ মুখোপাধ্যায় (৬৫৬);

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE