Advertisement
২০ এপ্রিল ২০২৪

অতিথিরা নেই, শীতে একা পড়ে আছে বিল

অতিথিরা আসেনি। মাঘের শীতেও তাদের অপেক্ষায় খাঁ খাঁ করছে সুতির আহিরণ বিল। প্রায় ৬৫ একর বিস্তৃীত এই জলাশয়ে বছর দশেক আগেও পরিয়ায়ীর হুটোপুটি দেখতে বিকেল থেকে ভিড় করতেন দূরান্তের মানুষ।

বিল ভরেছে কচুরি পানায়। —নিজস্ব চিত্র

বিল ভরেছে কচুরি পানায়। —নিজস্ব চিত্র

বিমান হাজরা
আহিরণ শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ০১:১৮
Share: Save:

অতিথিরা আসেনি।

মাঘের শীতেও তাদের অপেক্ষায় খাঁ খাঁ করছে সুতির আহিরণ বিল।

প্রায় ৬৫ একর বিস্তৃীত এই জলাশয়ে বছর দশেক আগেও পরিয়ায়ীর হুটোপুটি দেখতে বিকেল থেকে ভিড় করতেন দূরান্তের মানুষ।

২০০৫ সালে পরিযায়ীদের এমন ভিড় দেখে পাখিরালয় করার পরিকল্পনা করেছিলেন তৎকালীন কেন্দ্রীয়মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। সে আর হয়ে ওঠেনি। তবে, পরিয়াযীদের আনাগোনায় তেমন ছেদ পড়েনি।

কিন্তু গত দু’বছর ধরে তাদের আনাগোনা ক্রমেই ফিকে হয়ে আসছিল। এ বার ভরা শীতে প্রায় সেই পোচার্ড, লেসার হুইশলিং টিল, বিন গুজ— দেখা নেই কারও। বছরভর যারা ভরিয়ে রাখত জলা, সেই ডাহুক, মুর হেন, জ্যাকনা, নিদেনপক্ষে পানকৌড়ির ঝাঁকও তেমন দেখা যাচ্ছে না।

পরিযায়ীর টানেই আহিরণ বিলে ফি বছর আসেন কলকাতার একটি হাইস্কুলের শিক্ষক কৃষ্ণেন্দু পালিত। বলছেন, “অন্ততচ বিশ রকমের পাখির দেখা মেলে প্রতি বছর। প্রায় হাজার দসেক পাখি। গেল কোথায় বলুন তো?’’

বন দফতরের রেঞ্জ অফিসার শিবপ্রসাদ সিংহের ব্যাখ্যা, ‘‘বৃষ্টির জমা জলেই এই জলাশয়। এ বার বৃষ্টি হল কই, তা ছাড়া আশপাশের কৃষিজমিতে কীটনাশকের প্রকোপ, পাখিরা এসে খাবে কি!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ahiron Beel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE