Advertisement
১৬ এপ্রিল ২০২৪

সজনীর নেতৃত্বে চাঙ্গা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী

কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ও সমবায় দফতর ‘সজনী’ প্রকল্পের মাধ্যমে নেত্রী তৈরি করতে উঠেপড়ে লেগেছে। সম্প্রতি মুর্শিদাবাদে নবগ্রামের চাঁদপুর এবং রানিনগর ১ ব্লকে পাহাড়পুরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।

প্রশিক্ষণ শিবিরে স্বনির্ভর মহিলারা। —নিজস্ব চিত্র

প্রশিক্ষণ শিবিরে স্বনির্ভর মহিলারা। —নিজস্ব চিত্র

সামসুদ্দিন বিশ্বাস
বহরমপুর শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৭ ০৯:৫০
Share: Save:

স্বনির্ভর মহিলাদের মধ্য থেকে যোগ্য নেত্রী তৈরি করতে বছর পাঁচেক আগে নদিয়ায় ‘সজনী’ প্রকল্প চালু করেছিল সমবায় দফতর। হাতে-গরমে তার ফলও মিলেছে। দফতর বাছাই করা মহিলাদের প্রশিক্ষণ দেন। তাঁদের সমবায়ী ভাবনা-চিন্তা ও স্বনির্ভর গোষ্ঠীর খুঁটিনাটি বিষয়ে অবগত করেন দফতরের কর্তারা। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা বিষয়গুলি গোষ্ঠীর অন্য সদস্যের জানান। এর ফলে স্বনির্ভর গোষ্ঠী তৈরির ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে নদিয়া। এ বার স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে গতি আনতে পড়শি জেলা মুর্শিদাবাদও ‘সজনী’ প্রকল্পের শরনাপন্ন হয়েছে।

কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ও সমবায় দফতর ‘সজনী’ প্রকল্পের মাধ্যমে নেত্রী তৈরি করতে উঠেপড়ে লেগেছে। সম্প্রতি মুর্শিদাবাদে নবগ্রামের চাঁদপুর এবং রানিনগর ১ ব্লকে পাহাড়পুরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। সমবায় দফতরের যুগ্ম নিবন্ধক মহম্মদ ইনাসুদ্দিন, মুর্শিদাবাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার অফ কো-অপারেটিভ সোসাইটি বিনয় বিশ্বাস, মুর্শিদাবাদ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের মুখ্য নির্বাহী আধিকারিক অভিজিৎ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। মহম্মদ ইনাসুদ্দিন বলছেন, “এক সময় ‘সজনী’ গড়ে নদিয়ায় সাফল্য এসেছে। মুর্শিদাবাদেও ‘সজনী’ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে ৩০০টি ‘সজনী’ তৈরি করা হয়েছে।’’

সমবায় দফতর ও কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ১০ জন সদস্যকে নিয়ে একটি স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়। গোষ্ঠীর সদস্যেরা নিজেদের মধ্যে থেকে নেত্রী নির্বাচিত করেন। এতদিন এই নেত্রীরাই সমবায় ব্যাঙ্কের সঙ্গে গোষ্ঠীর তরফে যোগাযোগ করতেন। এখন ১০টি গোষ্ঠী পিছু এক জন নেত্রী বাছা হবে। সেই নেত্রীর পোশাকি নাম দেওয়া হয়েছে ‘সজনী’। গোষ্ঠীগুলি কী ভাবে ঋণ পাবে, কী ভাবে ঋণ শোধ করবে, স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত সমস্যা হলে ব্যাঙ্ক বা সমবায়ের সঙ্গে কী ভাবে যোগাযোগ করতে হবে, সে বিষয়ে সজনীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নদিয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান শিবনাথ চৌধুরী বলেন, “এক সময় জেলায় ১২ হাজার স্বনির্ভর গোষ্ঠী ছিল। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজারে। গোষ্ঠীগুলিকে বছরে ১৫০ কোটি টাকা ঋণ দেওয়া হয়। ফেরতের পরিমাণ ৯৭ শতাংশ। এর পিছনে সজনীর ভূমিকাও আছে।’’

বছর পাঁচেক আগেও মুর্শিদাবাদে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের আওতায় ১৮ হাজার স্বনির্ভর গোষ্ঠী ছিল। কিন্তু এখন তা কমে ১২ হাজারে দাঁড়িয়েছে। ঋণ পরিশোধ পরিমাণ ৮২ শতাংশ। অনেক গোষ্ঠীই নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। সেগুলিকে সক্রিয় করতে সজনী তৈরি করা হয়েছে। মুর্শিদাবাদের কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের মুখ্য নির্বাহী আধিকারিক অভিজিৎ সরকার বলেন, “সজনী গঠনের মাধ্যমে ৬ মাসে ৬০০ গোষ্ঠীকে সক্রিয় করা গিয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Self-Help Organizaton Sajani Poject
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE