Advertisement
২৪ এপ্রিল ২০২৪

নির্মল পুরস্কার আছে, স্কুল নেই

স্কুল কতটা পরিচ্ছন্ন, তার পরীক্ষায় পাশ করতে হবে সর্বশিক্ষা মিশনের নিয়ম মেনে। তবেই মিলবে নির্মল বিদ্যালয় পুরস্কার। সার্কেল পিছু একটি উচ্চ বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়কে ওই পুরস্কার দেওয়ার নিয়ম।

সামসুদ্দিন বিশ্বাস
কৃষ্ণনগর শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ০১:৫৬
Share: Save:

স্কুল কতটা পরিচ্ছন্ন, তার পরীক্ষায় পাশ করতে হবে সর্বশিক্ষা মিশনের নিয়ম মেনে। তবেই মিলবে নির্মল বিদ্যালয় পুরস্কার। সার্কেল পিছু একটি উচ্চ বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়কে ওই পুরস্কার দেওয়ার নিয়ম।

কিন্তু ঘটনা হল, নদিয়ার বেশ কিছু সার্কেলে বেশ কিছু স্কুল নির্মল বিদ্যালয় পুরস্কারের যোগ্যতাই অর্জন করতে পারেনি। জেলা জুড়ে ৩৭টি সার্কেলে যেখানে অন্তত ৭৪টি স্কুলের নির্মল বিদ্যালয় পুরস্কার পাওয়ার কথা ছিল। সেখানে ৫৩টি স্কুল নির্মল বিদ্যালয় পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। ওই ৫৩টি স্কুলকে আগামী ১ জুন কৃষ্ণনগরে পুরস্কৃত করা হবে।

সর্বশিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রতিটি সার্কেলে একটি উচ্চ বিদ্যালয় এবং একটি প্রাথমিক বিদ্যালয়কে নির্মল বিদ্যালয় পুরস্কার দেওয়ার নিয়ম রয়েছে। জেলার বেশ কিছু সার্কেলের স্কুল নির্মল বিদ্যালয় পুরস্কারের যোগ্যতা অর্জন করতে পারেনি। ফলে ৭৪টির জায়গায় ৫৩টি স্কুলকে পুরস্কার দেওয়া হচ্ছে।”

জেলা সর্বশিক্ষা মিশন সূত্রে জানা গিয়েছে, ২০১১ সাল থেকে নির্মল বিদ্যালয় পুরস্কার দেওয়া শুরু হয়েছে। লক্ষ্য, জেলার সমস্ত বিদ্যালয়কে এর আওতায় আনা। তার জন্য কিছু নিয়ম আছে, যেমন— স্কুলে শৌচাগার থাকা চাই। মিড-ডে মিল খাওয়ার আগে ছাত্রছাত্রীদের হাত ধোওয়ার অভ্যাস কেমন, ছাত্র সংসদ গঠিত হয়েছে কি না, নির্দিষ্ট জায়গায় নোংরা আবর্জনা ফেলা হচ্ছে কি না, স্কুল চত্বরে গাছপালা কেমন লাগানো হয়েছে, স্কুল চত্বরে কতটা পরিষ্কার রয়েছে— এই ধরনের ২০টি বিষয়ে সমীক্ষা হয়। প্রতিটি বিষয়ের জন্য ৫ নম্বর করে রয়েছে। ১০০-র মধ্যে অন্তত ৬০ পেলে তবেই স্কুল পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করে।

এ বার নদিয়ায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছে রানাঘাটের দত্তফুলিয়া জিএসএফ প্রাথমিক বিদ্যালয়। তারা ১০০-র মধ্যে পেয়েছে ৯৩। মোট ৫৩টি স্কুল ৬০ এর উপরে নম্বর পেয়েছে। তারাই এ বার নির্মল বিদ্যালয় পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রানাঘাট (আরবান), রানাঘাট, চাপড়া, কল্যাণী (২), চাকদহ (পশ্চিম), তেহট্ট (নিউ), সদর (৩) ও সদর (৪), হাঁসখালি (পশ্চিম), হাঁসখালি, বীরনগর, কালীগঞ্জ ও নাকাশিপাড়া (পূর্ব) সার্কেলে একটি করে স্কুল পুরস্কার পাচ্ছে। নিয়ম অনুযায়ী ওই সার্কেলগুলিতে অন্তত আরও একটি করে স্কুল পুরস্কার পেতে পারত। কিন্তু ওই সব সার্কেলে আর কোনও স্কুল পুরস্কারের যোগ্যতা অর্জন করতে পারেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nirmal Vidyalay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE