Advertisement
২৩ এপ্রিল ২০২৪

বল ভেবে খেলতে গিয়ে বোমায় জখম তিন শিশু

এই বলটা তো তারা আগে দেখেনি। কোত্থেকে এল। কৌতূহলটা চেপে রাখতে না পেরে দেখতে গিয়েছিল বাচ্চাগুলো। ভুল হয়েছিল সেটাই। খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল তিন শিশু। রবিবার বেলা দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে থানারপাড়া থানার সাহেবপাড়া গ্রামে।

ঘটনার তদন্তে এসেছে পুলিশ। — নিজস্ব চিত্র

ঘটনার তদন্তে এসেছে পুলিশ। — নিজস্ব চিত্র

থানারপাড়া শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share: Save:

এই বলটা তো তারা আগে দেখেনি। কোত্থেকে এল। কৌতূহলটা চেপে রাখতে না পেরে দেখতে গিয়েছিল বাচ্চাগুলো। ভুল হয়েছিল সেটাই। খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল তিন শিশু। রবিবার বেলা দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে থানারপাড়া থানার সাহেবপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এ দিন সকালে গ্রামের আহমেদ মণ্ডলের বাড়ির ছাদের উপর তার তিন নাতি-নাতনি খেলা করছিল। বাড়ির ছাদের উপর বিচুলির গাদার মধ্যে একটি গোলাকার বস্তু দেখতে পেয়ে তুলে নেয় তারা। নাড়াচড়া করতেই বিকট শব্দে সেটি ফেটে যায়। বোমার আঘাতে জখম হয় রাসিকুল মণ্ডল (‌৮), আয়েসা মণ্ডল (৫) ও সাহিনা মণ্ডল (‌৭)। পুলিশের তৎপরতায় রাসিকুল ও আয়েসাকে প্রথমে নতিডাঙা হাসপাতাল ও পরে বহরমপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। আহত সাহিনা মণ্ডলকে নিয়ে পালিয়েছে পরিবারের লোকেরা। রসিকুলের হাতেপায়ে ও আয়েসার শরীরে লোহার টুকরো ঢুকে গিয়েছে। গ্রামের মানুষেরা জানিয়েছেন, এলাকাতে আহমেদ মণ্ডল ও তার বড় ছেলে সুখলাল মণ্ডল সমাজবিরোধী কাজের সঙ্গে জড়িত। বারবার নিষেধ করলেও তাঁরা নানা অসামাজিক কাজ করতো। ঘটনার খবর পেয়ে, পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান তেহট্টের এসডিপিও কার্তিক মণ্ডল ও পাড়াথানার ওসি পিন্টু সরকার। নদিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) তন্ময় সরকার জানান, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খেলনা ভবে খেলতে গিয়ে লুকনো বোমাটি ফেটে যায়। ঘটনার পর থেকেই ওই বাড়ির সকলেই পলাতক। আহত সাহিনা ও অভিযুক্ত পরিবারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bomb blast
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE