Advertisement
২৫ এপ্রিল ২০২৪

খুনে ত্রস্ত টোটো কোম্পানি

গত কয়েক মাসে নদিয়া এবং মুর্শিদাবাদে বেশ কয়েক জন টোটো চালককে খুন ও টোটো ছিনতাইয়ের ঘটনার পরে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে টোটো কোম্পানি।

নিহত কানু প্রামাণিক। নিজস্ব চিত্র

নিহত কানু প্রামাণিক। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
করিমপুর ও ফরাক্কা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ০৮:৩০
Share: Save:

গাঁ-গঞ্জ, মফস্‌সলে ‘ওলা’ ঢুকতে পারেনি। সেখানে ভরসা টোটোওয়ালা। রাস্তায় বেরোলেই দেখা মেলে। এক ফোনে হাজির হয়ে যায় বাড়ির দোরেও।

গত কয়েক মাসে নদিয়া এবং মুর্শিদাবাদে বেশ কয়েক জন টোটো চালককে খুন ও টোটো ছিনতাইয়ের ঘটনার পরে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে টোটো কোম্পানি। বুধবার রাতে নদিয়ার হোগলবেড়িয়া থানার গোপালপুর ঘাট এলাকায় চালককে শ্বাসরোধ করে খুন করে টোটো নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। নিহতের নাম কানু প্রামাণিক (৬০)। তাঁর বাড়ি করিমপুরের পাট্টাবুকায়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে খুন করে টোটো নিয়ে পালিয়েছে। বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা রাস্তার পাশে তাঁর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। কানুর স্ত্রী পুষ্প জানান, বুধবার রাত সাড়ে আটটা নাগাদ টোটো নিয়ে কানু বাড়ি থেকে বেরিয়েছিলেন। দিনে রাস্তায় ভিড় থাকে বলে তিনি সন্ধ্যার পরে টোটো নিয়ে বেরোতেন। বাড়ি ফিরতেন রাতের দিকে।

বুধবার রাতে বাড়ি না ফেরায় কানুর বাড়ির লোক তাঁর মোবাইলে ফোন করেন। ফোন বন্ধ ছিল। বৃহস্পতিবার কানুর মৃত্যুর খবর মেলে। তাঁর স্ত্রী পুষ্প বলছেন, ‘‘টোটোটার জন্য বয়স্ক লোকটাকে মেরে ফেলল!”

করিমপুর টোটো চালক ইউনিয়ন-এর পক্ষ থেকে দুষ্কৃতীদের গ্রেফতার এবং টোটো চালকদের নিরাপত্তার দাবি তুলে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এলাকার প্রায় পাঁচশো টোটো বন্ধ রেখেছে। সম্প্রতি ফরাক্কায় নাকির শেখ (৪২) নামে এক টোটো চালক খুন করে দুষ্কৃতীরা। স্ট্যান্ডে গোটা পাঁচেক টোটো দাঁড়িয়েছিল। কিন্তু বর্ষার সন্ধ্যায় ১২ কিলোমিটার দূরে জিগরি যেতে রাজি হননি চালকেরা। ২০০ টাকা ভাড়ার শর্তে টোটো নিয়ে রওনা দেন নাকির। ফরাক্কার লালমাটি চাকপাড়া থেকে পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। দুষ্কৃতীরা টোটো নিয়েও পালানোর চেষ্টা করে। কিন্তু রাতেই এলাকার কেউ ফোন করে দেওয়ায় টোটো জাতীয় সড়কের পাশে ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা।

টোটো চালকেরা বলছেন, ‘‘কেউ পুরনো রিকশা বিক্রি করে, কেউ চড়া সুদে ধার করে টোটো কিনে দু’পয়সা আয় করছেন। কিন্তু এ ভাবে খুন হতে হলে তো এ পেশা ছেড়ে দিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE