Advertisement
২০ এপ্রিল ২০২৪

টুকরো খবর

নিজেকে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকের ভুুয়ো পরিচয় দিয়ে মিড ডে মিল পরিদর্শনে গিয়ে জঙ্গিপুর হাই স্কুলে পুলিশের হাতে আটক হল এক যুবক। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম তারিকুল শেখ।

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৪ ০১:২১
Share: Save:

সাংবাদিক পরিচয়ে স্কুলে, আটক

নিজেকে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকের ভুুয়ো পরিচয় দিয়ে মিড ডে মিল পরিদর্শনে গিয়ে জঙ্গিপুর হাই স্কুলে পুলিশের হাতে আটক হল এক যুবক। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম তারিকুল শেখ। বাড়ি জঙ্গিপুরের এক গ্রামে। বুধবার দুপুরে স্কুলে গিয়ে ওই যুবক প্রধান শিক্ষককে বলেন জেলাশাসক তাকে পাঠিয়েছেন স্কুলের মিড ডে মিল পরিদর্শনের জন্য। প্রধান শিক্ষক ফারহাদ আলি বলেন, “এক বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককে জেলাশাসক পাঠিয়েছেন শুনেই সন্দেহ হয় আমার। এরপরেই জঙ্গিপুর পুলিশ ফাঁড়িতে ফোন করা হলে তাকে আটক করে রঘুনাথগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। তার কাছ থেকে একটি মুভি ক্যামেরা ও একটি চ্যানেলের ভুয়ো পরিচয়পত্র মিলেছে। পুলিশ জানায়, তাকে আটক করে জেরা করা হচ্ছে।

বিদ্যুৎ চেয়ে বিক্ষোভ

বিদ্যুৎ দফতরের এক ঠিকাদারের তিন কর্মীকে বুধবার বিকেলে দীর্ঘক্ষণ আটকে রাখলেন আহিরণের গ্রামবাসীরা। প্রায় এক সপ্তাহ থেকে বিদ্যুৎ না থাকার কারণে অন্ধকারে রয়েছেন আহিরণের বিস্তীর্ণ এলাকা। গ্রামবাসীদের অভিযোগ, একটি ৬৩ কেভি ট্রানসফর্মারে গোলযোগের ফলে এলাকায় ওই বিভ্রাট। বিদ্যুৎ দফতর আশ্বাস দিয়েছিল সেই ট্রানসফর্মারটিও বদলে দেওয়ার। সেই মত এদিন পুরোনো ট্রানসফর্মারটি খুলতে আসে তিন ঠিকা কর্মী। তখনই তাঁদের আটকে রেখে বিক্ষোভ শুরু হয়। গ্রামবাসীদের দাবি, নতুন ট্রানসফর্মার াড়লে তবেই পুরোনো ট্রানসফর্মারটি খুলতে দেওয়া হবে। রাত পর্যন্ত আটকে রেখে এই বিক্ষোভ চললেও পুলিশের কাছে এই বিক্ষোভের কোনও খবর ছিল না।

বৈঠক বয়কট

রঘুনাথগঞ্জের: সুতি-২ পঞ্চায়েত সমিতিতে বুধবার সাধারণ সভার বৈঠক বয়কট করলেন সমিতির ৮ কর্মাধ্যক্ষ-সহ কংগ্রেসের ১৪ জন সদস্য। সিপিএম নিয়ন্ত্রিত ওই পঞ্চায়েত সমিতির সভায় অবশ্য হাজির ছিলেন বাম ও তৃণমূলের সদস্যরা। ওই পঞ্চায়েতে সাধারণ সদস্য সংখ্যা ৪৩ জন। বামেরা ওই পঞ্চায়েতে সভাপতি ও সহকারী সভাপতি পদে থাকলেও সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ পদই দখল করে কংগ্রেস। ফলে পঞ্চায়েত সমিতি পরিচালনার ক্ষেত্রে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। কংগ্রেসের শিক্ষা কর্মাধ্যক্ষ মাসুদুল হকের অভিযোগ, “পঞ্চায়েত পরিচালনায় রাজনীতি ও দুর্নীতি হচ্ছে। তারই প্রতিবাদে ওই সভা বয়কট করা হয়েছে।”

ভস্মীভূত স্কুল

আগুনে পুড়ে গেল বেসরকারী স্কুলের ৬টি ঘর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রানিনগর থানার এলাকার রানিনগর বাজারে। পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে বহরমপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, “কিভাবে আগুন লাগল আমরা বুঝতে পারছি না।” ওই ঘটনায় স্কুলে পঠন পাঠন বন্ধ হয়ে গিয়েছে।

কোথায় কী

ফুটবল। বৃহস্পতিবার করিমপুর রেগুলেটেড মার্কেট মাঠে অনুষ্ঠিত হবে ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতার দু’টি ফাইনাল ম্যাচ। অনূর্ধ্ব ১৪ দলের প্রথম খেলাটি হবে দুপুর দেড়টায়। তারপরে অনূর্ধ্ব ১৯ দলের দ্বিতীয় খেলা হবে।

আইনি সচেতনা। সাধারণ মানুষকে আইন সম্পর্কে সচেতন করতে করিমপুর থানার উদ্যোগে করিমপুর পান্নাদেবী কলেজে বিকেল তিনটের সময় আইনি সচেতনতা শিবির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE