Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

এক যুবককে খুনের ঘটনায় দুই মহিলা-সহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (তৃতীয়) বিচারক পার্থসারথী মুখোপাধ্যায়। বুধবার তিনি সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ২৩ মার্চ সন্ধ্যায় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পালপাড়ায় শ্বাসরোধ করে খুন করে অঞ্জলী সরকার ও তার মেয়ে রিঙ্কু গাইন এবং তাঁদের ঘনিষ্ঠ বাবু বৈরাগী।

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৪ ০১:০০
Share: Save:

তিন জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর

এক যুবককে খুনের ঘটনায় দুই মহিলা-সহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (তৃতীয়) বিচারক পার্থসারথী মুখোপাধ্যায়। বুধবার তিনি সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ২৩ মার্চ সন্ধ্যায় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পালপাড়ায় শ্বাসরোধ করে খুন করে অঞ্জলী সরকার ও তার মেয়ে রিঙ্কু গাইন এবং তাঁদের ঘনিষ্ঠ বাবু বৈরাগী। সরকার পক্ষের আইনজীবী বিকাশ মুখোপাধ্যায় বলেন, “ঘটনার দিন সন্ধ্যায় বাবু বৈরাগী নিহত স্বপন মণ্ডলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বেশ কিছু সময় পরে এলাকার পঞ্চায়েত সদস্যের ছেলে তার মাকে ফোন করে জানায় যে তার ছেলেকে পলাশ সরকারের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর করছে। এর পরে স্বপনের মা পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে পলাশের বাড়িতে গিয়ে দেখে ভিতর থেকে দরজা বন্ধ। এরপর এলাকার মানুষ দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে তিন জন মিলে স্বপনের মুখে উড়না গুঁজে দিয়ে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করছে। তারা স্বপনকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়াার পথেই তার মৃত্যু হয়।” তিনি বলেন, “স্বপনের সঙ্গে রিঙ্কু গাইনের একটা বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু স্বপন তাঁকে বিয়ে না করে অন্য এক মহিলাকে বিয়ে করায় তাঁকে ডেকে এনে খুন করা হয়।”

বোমায় মৃত্যু

দুই পরিবারের মধ্যে বিবাদের সময় বোমার আঘাতে মৃত্যু হল রেজাবুল শেখ (৬০) নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার মহব্বতপুরে। আহত তাঁর স্ত্রী-সহ ২ জন। তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওই ঘটনায় রহিম শেখ ও ফারুক শেখ নামে দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার রাত্রে এক মুন্সির কাছে বাড়িতে বাঁধা বিড়ি জমা দিতে যায় রহিম ও রেজাবুলের পরিবার। সেই সময় লাইনে দাঁড়ানো নিয়ে বচসা বাঁধে দু’পক্ষের। অভিযোগল তার পরই রহিমরা রেজাবুলদের লক্ষ করে বোমা ছোড়ে। রেজাবুল মাটিতে পড়ে গেলে তাঁকে লাঠি দিয়ে পেটানোও হয়। অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর।

ধৃত দুষ্কৃতী

কুখ্যাত অপরাধী বাবু শেখকে গ্রেফতার করল তেহট্ট থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপন সুত্রে খবর পেয়ে তেহট্টের কানাইনগরঘাট থেকে ২৩ কেজি গাঁজা-সহ তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, আদতে বাংলাদেশের বাসিন্দা বাবু দাগি অপরাধী আলিমিনের ভাই। সে অনেক দিন আগে থেকেই মুর্শিদাবাদের ডোমকল এলাকায় বাস করত। নদিয়া-মুর্শিদাবাদ জেলার নানা জায়গায় অপরাধমূলক কাজে সে জড়িত। জেলার বিভিন্ন থানায় তাঁর নামে খুন ও নানান অপরাধের অভিযোগ আছে। কিছুদিন আগে সন্ধ্যায় নাজিরপুর বাজারে বোমা ও গুলি মেরে খুন করার যে চেষ্টা হয়েছিল তার সাথেও বাবু জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।

ধৃত স্বামী

বাপের বাড়ি থেকে টাকা না আনতে পারায় স্ত্রীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম প্রসেনজিৎ তরফদার। স্ত্রী শ্যামলীদেবীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে নদিয়ার চাকদহ থানার বালিয়া এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ফাইনালে জয়ী

সারা বাংলা আন্তঃজেলা জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় ক্লাস্টার-১ ফাইনালে মঙ্গলবার টাইব্রেকারে ৪-৩ গোলে হুগলিকে হারিয়ে জয়ী হল দক্ষিণ ২৪ পরগণা। রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি মাঠে ১০টি জেলাকে নিয়ে অনুর্দ্ধ ১৯ ক্লাস্টার-১ এর ওই ফুটবল খেলা হয়েছিল ৭ সেপ্টেম্বর।

সিরাপ উদ্ধার

১৫০০ বোতল কাশির সিরাপ (ফেনসিডিল) সহ দু’জন পাচারকারীকে ধরল পুলিশ। সোমবার রাতে রঘুনাথগঞ্জের ভাগীরথী সেতুতে গাড়ি থেকে সেগুলি উদ্ধার করা হয়। গাড়িটি আটক করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE