Advertisement
২০ এপ্রিল ২০২৪

টুকরো খবর

ভাইফোঁটা দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল মা ও মেয়ের। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সাগরদিঘির তেলাঙ্গল গ্রামের কাছে ৬০ নম্বর মোরগ্রাম-পানাগড় জাতীয় সড়কে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি লছিমনে। ঘটনাস্থলেই কৈয়র গ্রামের বাসিন্দা তাপসী ভুঁইমালি (৩০) ও সুমিত্রা ভুঁইমালির (১৪)। ওই লছিমনের চালককে আশঙ্কাজনক অবস্থায় সাগরদিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৪ ০০:৩৯
Share: Save:

দুর্ঘটনায় মৃত্যু মা-মেয়ের
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ

ভাইফোঁটা দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল মা ও মেয়ের। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সাগরদিঘির তেলাঙ্গল গ্রামের কাছে ৬০ নম্বর মোরগ্রাম-পানাগড় জাতীয় সড়কে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি লছিমনে। ঘটনাস্থলেই কৈয়র গ্রামের বাসিন্দা তাপসী ভুঁইমালি (৩০) ও সুমিত্রা ভুঁইমালির (১৪)। ওই লছিমনের চালককে আশঙ্কাজনক অবস্থায় সাগরদিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

বিয়ের অনুষ্ঠানে বোমা ফেটে আহত দুই বালিকা

বিয়ের অনুষ্ঠানে এসে বোমা ফেটে আহত হল দুই বালিকা। শনিবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তেঘরি মাহলদারপাড়ায় ওই ঘটনা ঘটেছে। আহত রাকিয়া খাতুন ও মাতুমা খাতুন কাটাখালি গ্রামের বাসিন্দা। তারা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিত্‌সাধীন। জানা গিয়েছে সিপিএম-এর এক প্রাক্তন প্রধানের বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান। সেই উপলক্ষে রান্নাবান্না চলাকালীন বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বাড়ি। বাড়ির দালানে বসে থাকা দুই বালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশি জেরায় পরিবারের লোকজন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বললেও প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান মজুত বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে। হাসপাতাল সূত্রেও তেমনই ইঙ্গিত মিলেছে। বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

দাদাকে খুন, অভিযুক্ত দুই ভাই

দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দুই ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ভাসাই পাইকরে খুন হন আবদুল হাকিম আনসারি (৪৮)। জানা গিয়েছে বাড়ির পাশেই চায়ের দোকানে বসে ছিলেন হাকিম। তাঁরই দুই ভাই সেই সময় হাঁসুয়া নিয়ে তাড়া করেন তাঁকে। বাড়ির কাছেই হাকিমকে ধরে এলোপাথারি কোপান হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে পুলিশ গিয়ে আবদুর রকিব ও বদরুদ্দোজা নামে অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করে। জঙ্গিপুর মহকুমা সার্কলের ইন্সপেক্টর পার্থ সিকদার বলেন, “টাকা পয়সা নিয়ে বিবাদের জেরেই এই খুন। অভিযুক্তদের দোগাছি এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বধূর অপমৃত্যু

অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর। শনিবার সকালে জঙ্গিপুর হাসপাতালে মৃত্যু হয় বিনি প্রামাণিক (১৯) নামে ওই মহিলার। তাঁর বাবা প্রদীপ প্রামাণিকের অভিযোগ, শুক্রবার ধুলিয়ান গরুরহাট পল্লির শ্বশুরবাড়িতে বিনিকে মারধর করেন তাঁর স্বামী বিশ্বজিত্‌। তারপর নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় মেয়ে। তাঁকে উদ্ধার করে হাসপতালে নিয়ে আসা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE