Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বহরমপুর সদর মহকুমা এলাকার ১১টি চক্রের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ৩২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বহরমপুরে। বহরমপুরের ওয়াইএমএ ময়দানে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, শিশু শিক্ষাকেন্দ্র ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের কয়েকশো ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে অংশ নেয়। প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের সভাপতি দেবাশিস বৈশ্য ছাড়াও ওই ক্রীড়া উত্‌সবে হাজির ছিলেন এসডিও সুপ্রীয় দাস-সহ বহরমপুর, নওদা ও হরিহরপাড়ার তিন জন বিডিও।

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৪ ০০:১৯
Share: Save:

বাত্‌সরিক ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর


বহরমপুর ওয়াইএমএ ময়দানে প্রতিযোগিতা। —নিজস্ব চিত্র।

বহরমপুর সদর মহকুমা এলাকার ১১টি চক্রের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ৩২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বহরমপুরে। বহরমপুরের ওয়াইএমএ ময়দানে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, শিশু শিক্ষাকেন্দ্র ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের কয়েকশো ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে অংশ নেয়। প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের সভাপতি দেবাশিস বৈশ্য ছাড়াও ওই ক্রীড়া উত্‌সবে হাজির ছিলেন এসডিও সুপ্রীয় দাস-সহ বহরমপুর, নওদা ও হরিহরপাড়ার তিন জন বিডিও।

মহিলা ফুটবল
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট

রানাঘাট পুরসভা এবং রানাঘাট স্টেডিয়াম কমিটির যৌথ উদ্যোগে রবিবার রানাঘাট স্টেডিয়ামে মহিলাদের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। মহকুমার শাসক একাদশ ও পুরসভা একাদশের মধ্যে খেলায় পুরসভা একাদশ ২-০ গোলে জয়ী হয়। প্রাক্তন জাতীয় ফুটবলার ক্রম্পটন দত্ত, জেলা পরিষদের সভাধিপতি বানী কুমার রায়, রানাঘাটের মহকুমার শাসক রাজর্ষি মিত্র, রানাঘাটের পুরপ্রধান ও বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চালককে মার, প্রতিবাদে বন্ধ বাস

বাস চালককে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকে রানাঘাট-বলাগড়ঘাট রুটে ধর্মঘটের ডাক দিলেন বাস কর্মচারীরা। ফলে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। ওইদিন বলাগড়ঘাটের দিকে বাস নিয়ে যাচ্ছিলেন নান্টু ঘোষ। বিকেল ৪টে নাগাদ তিলডাঙার কাছে একটি ছাগলকে বাঁচাতে হঠাত্‌ ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে বাসটি। পিছনে থাকা একটি টুকটুকও দাঁড়িয়ে পড়ে আচমকা। এরপর সেই টুকটুকের চালক এবং তাঁর সহযোগিরা এসে মারধর করেন নান্টুবাবুকে। তাঁকে মহকুমা হাসপাতালেও নিয়ে যেতে হয়। নান্টুবাবু বলেন, “টুকটুকের কোনও ক্ষতি হয়নি। ছাগলটাকে বাঁচাতেই ব্রেক কষেছিলাম। কিন্তু ওই টুকটুক চালক স্থানীয় বাসিন্দা হওয়ায় গ্রামের লোকেরা এসে আমাকে মারতে থাকে।” নদিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের রানাঘাট শাখার সভাপতি শুভেন্দু চট্টোপাধ্যায় বলেন, “সোমবারও ধর্মঘট হবে কিনা তা ঠিক হবে প্রশাসন কী ব্যবস্থা নেয়, তা দেখে।”

প্রতিবেশীর ইটে প্রৌঢ়ের মৃত্যু

জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশী ইটের আঘাতে মৃত্যু হল এক প্রৌঢ়ের। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ খড়গ্রামের ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েত সাওপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম আনারুল ইসলাম (৫৮)। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত লাল শেখ নামে প্রতিবেশী ওই প্রৌঢ়। জানা গিয়েছে বছর দুয়েক ধরে ওই দুই পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিবাদ চলছে। এ দিন ফের ওই জায়গা দখলকে কেন্দ্র করে অশান্তি হয়। উভয় পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি শুরু হলে লাল শেখের হাতের ইট আনারুলের মাথায় লাগে। স্থানীয় খড়গ্রাম গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। আনারুল শেখের স্ত্রী সোনা বিবি বলেন, “ওরা জোর করে আমাদের বাড়ি দখল করতে চাইছে। পরিকল্পিত ভাবেই লাল আমার স্বামীকে খুন করেছে।” মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার সুখেন্দু হীরা বলেন, “জামি নিয়ে বিবাদের জেরে ওই খুন বলেই মনে হচ্ছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।”

বধূর মৃত্যু

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। তাঁর নাম শাহবানু বিবি (২৫)। বাড়ি দৌলতাবাদ থানার দেবীপুরে। গত ১৫ নভেম্বর শ্বশুরবাড়ি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শনিবার রাতে ওই মহিলা মারা যান। ওই ঘটনায় ওই মহিলার শ্বশুর-শাশুড়ি ও মেজ জায়ের বিরুদ্ধে দৌলতাবাদ থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক বিবাদের জেরে ওই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। ওই মহিলা চিকিত্‌সকের কাছে যে মৃত্যুকালিন জবানবন্দীও দিয়েছেন, তাতে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধেই অভিযোগ করেন। তবে ঘটনার পরেই সকলেই বাড়ি ছাড়া।

বালিকার মৃত্যু

ম্যাটাডোর ভ্যানের ধাক্কায় মৃত্যু হল রূপসী খাতুন (১২) নামে এক কিশোরীর। গুরুতর আহত তার ভাই মোজাফফর হোসেন (৪) গুরুতর জখম অবস্থায় বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্‌সাধীন। রবিবার সকাল ৯ টা নাগাদ লালগোলা জঙ্গিপুর সড়কের তেঘরির কাছে কাকার দোকানে দাঁড়িয়েছিল ভাইবোন। জঙ্গিপুর থেকে লালগোলাগামী একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মেরে উল্টে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃতীয় শ্রেণির ছাত্রী রূপসীর। পুলিশ ম্যাটাডোরটিকে আটক করলেও চালক পলাতক।

দুর্ঘটনায় মৃত্যু

মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। তাঁর নাম আনারুল মণ্ডল (৩৯)। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার শ্যামনগরের কাছে। ওই দিন আশরফপুরের বাসিন্দা আনারুল রাস্তা পার হচ্ছিলেন। সে সময় একটি মোটরবাইক তাঁকে ধাক্কা দেয়। আরোহী দুই যুবকও ঘটনায় আহত হন। তিন জনকেই তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে আনারুলের মৃত্যু হয়।

জলে ডুবে মৃত্যু

জলে ডুবে মৃত্যু হয়েছে এক বালিকার। রবিবার দুপুরে বড়ঞা থানার নবগ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম পুরবীতা মণ্ডল (৫)। বাড়ির পাশে একটি পুকুরের ধারে খেলা করার সময় সে জলে পড়ে যায়। গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।


স্বচ্ছ অভিযান: স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে ‘স্বচ্ছ স্মারক স্বচ্ছ ভারত বার্তা’ অভিযানের ডাক দিল আর্কিওলজিক্যাল
সার্ভে অফ ইন্ডিয়া। ওই কর্মসূচিতে রবিবার মুর্শিদাবাদের কাটরা মসজিদ লাগোয়া এলাকায় চলছে সাফাই অভিযান। ছবি: গৌতম প্রামাণিক।


কৃষ্ণনগরে প্রসার ভারতীর অনুষ্ঠান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE