Advertisement
১৬ এপ্রিল ২০২৪

সাড়া দিলেন শুধু দু’জন চিকিৎসক

রাজ্যের বিভিন্ন জেলার মতো জলপাইগুড়ি জেলাতেও চিকিৎসকের সংকট চলছে৷ সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে জেলা হাসপাতাল কিংবা প্রাথমিক, ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে গ্রামীণ হাসপাতাল সর্বত্রই ঘাটতি রয়েছে চিকিৎসকদের৷

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ০৪:১৭
Share: Save:

জেলায় ব্লক ও গ্রামীণ হাসপাতালগুলিতে চিকিৎসকের ঘাটতি মেটাতে চেষ্টার এতটুকু ত্রুটি রাখেননি স্বাস্থ্য দফতরের কর্তারা৷ সংবাদপত্রে বিজ্ঞাপনের পাশাপাশি হোয়াটস অ্যাপে ভিন রাজ্যে বার্তা পর্যন্ত পাঠানো হয়েছিল৷ তারপরেও দশজন চিকিৎসক নিয়োগের জন্য ইন্টারভিউতে এলেন মাত্র দু’জন৷ তাই হতাশ স্বাস্থ্য দফতরের কর্তারা৷

রাজ্যের বিভিন্ন জেলার মতো জলপাইগুড়ি জেলাতেও চিকিৎসকের সংকট চলছে৷ সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে জেলা হাসপাতাল কিংবা প্রাথমিক, ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে গ্রামীণ হাসপাতাল সর্বত্রই ঘাটতি রয়েছে চিকিৎসকদের৷ সুপার স্পেশালিটি হাসপাতালে তবুও জেলা হাসপাতালের চিকিৎসকদের দিয়ে কোনওমতে কাজ চললেও, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও গ্রামীণ হাসপাতালে চিকিৎসকের সংকট পরিস্থিতি ঘোরালো হয়ে উঠছে। তাই চিন্তিত জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা৷ এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও গ্রামীণ হাসপাতালে ৩৮জন চিকিৎসকের পদ শূন্য।

দিন কয়েক আগে ন্যাশনাল রুরাল হেল্থ মিশনের অধীনে চুক্তির ভিত্তিতে দশজন চিকিৎসক নেওয়ার সিদ্ধান্ত নেন জেলার স্বাস্থ্য দফতরের কর্তারা৷ দিন চারেক আগে সে জন্য স্বাস্থ্য দফতরের তরফে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়৷ ইন্টারভিউয়ের দিন ঠিক হয় ১১ নভেম্বর, সোমবার৷ অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে বিজ্ঞাপনের পাশাপাশি হোয়াটস অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পরিচিতদের কাছে এই ইন্টারভিউয়ের তথ্য সমেত চিকিৎসক পাঠাতে বার্তাও পাঠান স্বাস্থ্য দফতরের কর্তারা৷ কিন্তু তারপরও সোমবারের ইন্টারভিউতে আসেন মাত্র দু’জন চিকিৎসক৷ যাদের একজনের বাড়ি জলপাইগুড়িতে, অন্যজনের শিলিগুড়িতে৷

জলপাইগুড়ির সিএমওএইচ জগন্নাথ সরকার বলেন, ‘‘রাজ্যে যে চিকিৎসক নেই তা আমরাও জানি৷ কিন্তু আমরা যে চিকিৎসকের সংকট মেটাতে আপ্রাণ চেষ্টা করছি তা অনেকেই বিশ্বাস করতে চান না৷ সে জন্যই এ বার দিল্লী, মুম্বই সহ সব জায়গায় চিকিৎসকদের পাঠানোর বার্তা পাঠিয়েছিলাম৷ কিন্তু বাইরের রাজ্য থেকে একজন চিকিৎসকও এলেন না৷’’ নিয়োগ কমিটির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী অবশ্য বলেন, ‘‘চিকিৎসকের সংকট যতটা সম্ভব মেটানো হবেই৷ সে জন্য খুব দ্রুত আমরা আবার ইন্টারভিউ ডাকব৷’’

শুধু চিকিৎসকই নন৷ এ দিন চারজন নার্স নিয়োগের জন্যেও ইন্টারভিউ নেন স্বাস্থ্য দফতরের কর্তারা৷ সূত্রের খবর, মাত্র একজন ইন্টারভিউতে আসেন৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

doctor জলপাইগুড়ি Helth service
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE