Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কড়া মামলায় পড়ল কংগ্রেস

 মালদহের চাঁচলে অসম্পূর্ণ স্টেডিয়াম উদ্বোধন কাণ্ডের জেরে কংগ্রেসের বিরুদ্ধে মামলা ঠুকল প্রশাসন। ২৪ ডিসেম্বর ওই স্টেডিয়ামের উদ্বোধন করেন উত্তর মালদহের সাংসদ মৌসম নুর। সোমবার বড়দিনের ছুটির পর মঙ্গলবার প্রশাসনের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ০৩:১১
Share: Save:

মালদহের চাঁচলে অসম্পূর্ণ স্টেডিয়াম উদ্বোধন কাণ্ডের জেরে কংগ্রেসের বিরুদ্ধে মামলা ঠুকল প্রশাসন। ২৪ ডিসেম্বর ওই স্টেডিয়ামের উদ্বোধন করেন উত্তর মালদহের সাংসদ মৌসম নুর। সোমবার বড়দিনের ছুটির পর মঙ্গলবার প্রশাসনের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।

চাঁচল-১ ব্লকের বিডিওর অভিযোগ পেয়ে তিনটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার চাঁচল স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ছাড়াও চাঁচল ও মালতীপুরের দুই বিধায়ক, চাঁচল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান সহ হাজির ছিলেন ব্লক কংগ্রেস নেতারাও। কিন্তু সরকারি জায়গায় অবৈধভাবে দলীয় কর্মসূচি পালন সহ মাইক ব্যবহারের অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানের আয়োজক চাঁচল-১ ব্লক কংগ্রেসের বিরুদ্ধে তিনটি ধারায় মামলা করা হয়েছে। সরকারি জমিতে অবৈধ জমায়েত, সরকারি প্রতিষ্ঠানে জোর করে অনুষ্ঠান ও অনুমতি না নিয়ে মাইকের ব্যবহার করার বিরুদ্ধে ওই মামলা করা হয়েছে।

ওই ঘটনাকে ঘিরে কংগ্রেস বনাম প্রশাসনের দ্বন্দ্ব কার্যত প্রকাশ্যে এসে পড়েছে। প্রশাসন শাসকদলের নির্দেশেই এমনটা করেছে বলে কংগ্রেসের অভিযোগ। যদিও কংগ্রেসের ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রশাসনের কর্তারা। চাঁচলের মহকুমাশাসক দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, ‘‘সরকারি জায়গায় বিনা অনুমতিতে দলীয় অনুষ্ঠান করা যায় না। বিষয়টি বিডিও দেখছেন।’’

যদিও চাঁচল-১ ব্লক কংগ্রেস সভাপতি ইন্দ্রনারায়ণ মজুমদারের দাবি, ‘‘সাংসদের প্রতিনিধি হয়ে আমরা পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু ছুটি থাকায় প্রশাসনের তরফে পরে অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছিল। কিন্তু তা আর দেয়নি। তা ছাড়া এই অনুষ্ঠান ব্লক কংগ্রেস করেনি। বিধায়ক, প্রধান ছাড়াও মহকুমা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরাও হাজির ছিলেন।’’

চাঁচল-১ ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ শর্মা বলেন, ‘‘শুধু অনুমতি চেয়ে চিঠি দিলেই তো হয় না। অনুমতি মেলা ছাড়া সেটা করা অবৈধ। ব্লক কংগ্রেস অবৈধভাবে অনুষ্ঠান করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে ওই মামলা করা হয়েছে।’’

প্রশাসনের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা করে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস।

গোটা ঘটনার পিছনে শাসকদলের মদত রয়েছে বলে অভিযোগ তুলেছেন সাংসদ মৌসম। তাঁর অভিযোগ, ‘‘প্রশাসনকে আর কী দোষ দেব। তারা তো শাসকদলের নির্দেশ মেনে চলতে বাধ্য। উন্নয়ন দেখে ওদের গাত্রদাহ হচ্ছে বলে প্রশাসনকে ব্যবহার করে বিপাকে ফেলতে চাইছে। এসব না করে ওদের শুভবুদ্ধি হোক এটাই কামনা করব।’’

তবে জেলা তৃণমূল সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘‘আমরা প্রশাসনের কাজে নাক গলাতে যাব কেন? কোনটা ঠিক, কোনটা নয়, সেটা কি সাংসদ জানেন না? ওখানে কী হয়েছে সেটা মানুষও দেখেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Complaint Congress Stadium
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE