Advertisement
২৫ এপ্রিল ২০২৪

শ্লীলতাহানি ট্রেনের কামরায়, ধৃত সেনাকর্মী

রেল পুলিশ জানিয়েছে, শিয়ালদহ থেকে ওই ট্রেনের বি-২ কামরায় ওঠেন শিলিগুড়ির বাসিন্দা ওই তরুণী। ওই কামরাতেই ছিলেন প্রভাত। অভিযোগ, রামপুরহাট থেকে ওই ব্যক্তি তরুণীকে উত্ত্যক্ত করতে শুরু করেন।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২৫
Share: Save:

চলন্ত ট্রেনের সংরক্ষিত কামরায় এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল রেলপুলিশ। নিজেকে সেনাকর্মী বলে দাবি করেছেন ধৃত প্রভাত সিংহ। ঘটনাটি ঘটেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বি-২ কামরায়। সোমবার দুপুরে ট্রেনটি মালদহ টাউন স্টেশনে ঢুকতেই গ্রেফতার করা হয়। সংরক্ষিত কামরায় তরুণীর শ্লীলতাহানির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা।

রেল পুলিশ জানিয়েছে, শিয়ালদহ থেকে ওই ট্রেনের বি-২ কামরায় ওঠেন শিলিগুড়ির বাসিন্দা ওই তরুণী। ওই কামরাতেই ছিলেন প্রভাত। অভিযোগ, রামপুরহাট থেকে ওই ব্যক্তি তরুণীকে উত্ত্যক্ত করতে শুরু করেন। এমনকী, হাত ধরেও টানাটানি করে। সেই সময় কামরার অন্যান্য যাত্রীরা প্রতিবাদ করলেও ওই ব্যক্তির হুঁশ ফেরেনি। এরপরেই ট্রেনে রেল সুরক্ষা বাহিনীর জওয়ানদের কাছে অভিযোগ জানান যাত্রীরা। মালদহ টাউন স্টেশনে রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান তরুণী। তারপরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, প্রভাত রাজস্থানের বাসিন্দা। ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি পুলিশের। মালদহ টাউন স্টেশনের রেল পুলিশের আইসি বলাই চন্দ্র সাহা জানান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrest Malda Molestation Army jawan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE