Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ইসলামপুরে দুর্ঘটনায় মৃত্যু ঘিরে ক্ষোভ

ইসলামপুর শহরের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা নতুন নয়। শহরের ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েই বারবারই প্রশ্নের মুখে প্রশাসন। শহরের মধ্যে দিয়ে যাওয়া জাতীয় সড়কে ট্রাকের লাগামছাড়া গতিতে নাজেহাল বাসিন্দারা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ০২:০২
Share: Save:

ট্রাকের ধাক্কায় মৃত্যু হল বিএসএফের এক কর্মীর। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর থানার বিহার মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনার পরে ফের শহরের ট্র্যাফিক ব্যবস্থার বেহাল দশা নিয়ে সরব হয়েছেন বাসিন্দারা।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম মুকেশ কুমার সিকারওয়ার (৩৬)। বাড়ি হরিয়ানার নজবগ্রামে। তিনি ইসলামপুরের মরাগতি বিএসএফ ক্যাম্পে গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। এ দিন দুপুরে বাইক নিয়ে ইসলামপুর দিকে যাওয়ার সময় শিলিগুড়ি অভিমুখী একটি ট্রলার তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার জেরে ওই এলাকাতে তীব্র যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইসলামপুর শহরের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা নতুন নয়। শহরের ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েই বারবারই প্রশ্নের মুখে প্রশাসন। শহরের মধ্যে দিয়ে যাওয়া জাতীয় সড়কে ট্রাকের লাগামছাড়া গতিতে নাজেহাল বাসিন্দারা। ওভারটেকিং লেগেই থাকে। দুর্ঘটনা এড়াতে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বাইপাসের। সেই কাজ আটকে থাকায় মাসখানেক আগে উত্তর দিনাজপুরের জেলা সফরে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইপাসের বিষয়ে জোর দেওয়ার কথা বলেছিলেন। সেখানে সমস্যা মেটানোর নির্দেশ দেন পর্যটনমন্ত্রী গৌতম দেবকে। এরপরেই একাধিক বৈঠক করেন মন্ত্রী গৌতম দেব, মন্ত্রী গোলাম রব্বানি-সহ এলাকার বিধায়কেরা।

প্রশাসনের তৎপরতার পরে বাইপাসের কাজ চালু হলেও বারবারই জমিদাতাদের বাধার মুখে পড়তে হচ্ছে প্রশাসনের কর্তাদের। কোথাও জমি চিহ্নিতকরণের সময়, কোথাও জমি সমান করতে গিয়ে বাসিন্দাদের বাধার মুখে পড়ছে প্রশাসন। কৃষকেরা অবশ্য তাঁদের ‘ন্যায্য মূল্যের’ দাবিতে অনড়। কোনও কোনও জমি নিয়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন।

শহরের বাসিন্দারা জানাচ্ছেন, জাতীয় সড়কে বাইপাস না হলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। তবে যতদিন না তা হচ্ছে ততদিন এলাকাতে ট্রাফিক ব্যবস্থা উন্নতি করার পাশাপাশি অলিগঞ্জ থেকে ইলুয়াবাড়ি পর্যন্ত যান নিয়ন্ত্রণের দাবি তুলেছেন বাসিন্দারা। পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন, ‘‘বাইপাসের কাজ চলছে। তবে ট্র্যাফিকের বিষয়ে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE