Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পুলিশি হেফাজতে শিক্ষক

সুরজিৎবাবুকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭ ০৩:০৯
Share: Save:

প্রাথমিক স্কুলের ছাত্রীদের একাংশকে যৌন নির্যাতন করার অভিযোগে ধৃত সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষককে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল রায়গঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা-২ (পকসো) আদালত। কালিয়াগঞ্জের কলেজপাড়া এলাকার বাসিন্দা ৩৭ বছর বয়সী সুরজিৎ ঘোষ নামে অভিযুক্ত ওই শিক্ষককে বুধবার দুপুরে ওই আদালতে তোলে পুলিশ। বিচারক সেলিম সাহি সুরজিতের জামিনের আবেদন নাকচ করে তাঁকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তের আইনজীবী আশিস সরকার আদালতে দাবি করেন, ২০১২ সালে মোটরবাইক দুর্ঘটনায় সুরজিতের মাথায় আঘাত লাগে। সেই থেকে তিনি আংশিক মানসিক রোগে ভুগছেন। ওই বক্তব্যের সমর্থনে আশিসবাবু বিচারকের কাছে অভিযুক্তের চিকিত্সার নথিও পেশ করেন। বিচারক বলেন, গ্রেফতারির সময়ে অভিযুক্ত মাদকাসক্ত ছিলেন। শিশুদের যৌন নিগ্রহের অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই অভিযুক্তকে জামিন দেওয়ার কোনও প্রশ্নই নেই। সুরজিৎবাবুকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE