Advertisement
২০ এপ্রিল ২০২৪

এইমস দাবি কংগ্রেসের

রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে নতুন করে আন্দোলনের ডাক দিল প্রদেশ কংগ্রেস। দলের দাবি, এখানে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি করাই ছিল প্রিয়রঞ্জন দাশমুন্সির শেষ ইচ্ছে। কিন্তু বর্তমান রাজ্য সরকারের বিরোধিতায় সেই হাসপাতাল গড়ে ওঠেনি।

স্মরণ: প্রিয়রঞ্জনের ছবিতে শ্রদ্ধা জানাচ্ছেন দীপা দাশমুন্সি। রায়গঞ্জে। নিজস্ব চিত্র

স্মরণ: প্রিয়রঞ্জনের ছবিতে শ্রদ্ধা জানাচ্ছেন দীপা দাশমুন্সি। রায়গঞ্জে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ০২:০০
Share: Save:

রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে নতুন করে আন্দোলনের ডাক দিল প্রদেশ কংগ্রেস। দলের দাবি, এখানে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি করাই ছিল প্রিয়রঞ্জন দাশমুন্সির শেষ ইচ্ছে। কিন্তু বর্তমান রাজ্য সরকারের বিরোধিতায় সেই হাসপাতাল গড়ে ওঠেনি। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ওই হাসপাতাল তৈরির দাবিতে আন্দোলন গড়ার জন্য উত্তর দিনাজপুর জেলার দলীয় নেতা কর্মীদের একজোট হতে বললেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

শনিবার রায়গঞ্জের মার্চেন্টক্লাব মাঠে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়বাবুর স্মরণসভাকে কাজে লাগিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে এ ভাবেই দলকে আন্দোলনমুখী ও শক্তিশালী করার চেষ্টা চালালেন প্রদেশ কংগ্রেসের নেতারা। প্রিয়বাবুর স্মৃতিচারণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, প্রাক্তন দুই সভাপতি সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, সাংসদ অভিজিত মুখোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রিয়জায়া দীপা দাশমুন্সি, রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত সহ
অন্য নেতারা।

অধীরবাবুর দাবি, ‘‘‘রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির প্রিয়বাবুর শেষ ইচ্ছে ও স্বপ্নকে সার্থক করতে পারলেই প্রিয়বাবুকে বাঁচিয়ে রাখা সম্ভব। এর জন্য দলের নেতা কর্মীদের নতুন করে আন্দোলনে নামতে হবে।’’

সোমেনবাবু ও প্রদীপবাবুরও বক্তব্য, ‘‘রাজনৈতিক স্বার্থে প্রিয়বাবুর স্বপ্নকে কেড়ে নিয়েছে বর্তমান রাজ্য সরকার। এর বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে।’’

জেলা তৃণমূল সভাপতি অমল আচার্যের কটাক্ষ, প্রিয়বাবুর মৃত্যু নিয়ে কংগ্রেসের রাজনীতি দুর্ভাগ্যজনক। রাজ্য সরকার কৃষি জমি নষ্ট করে উন্নয়নের বিরোধী। গত ছয় বছরে সরকার জেলায় দুটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি সহ চিকিত্সা পরিকাঠামোর সার্বিক উন্নয়ন করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Hospital AIMS কংগ্রেস
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE