Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Dengue

ফের মৃত্যু জ্বরে, ক্ষোভ

যদিও জ্বরের কারণে শঙ্করবাবুর মৃত্যুর কথা মানতে চাননি স্বাস্থ্য দফতর৷ হাসপাতালের এক কর্তা বলেন, জ্বর নিয়ে ভর্তি হলেও লিভারের সমস্যার জন্যই শঙ্করবাবু মৃত্যু হয়েছে৷

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৭ ০৩:২০
Share: Save:

ফের জ্বরে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়িতে৷ মৃতদের মধ্যে একজন পুলিশ কর্মী৷ অপরজন চা শ্রমিক৷ দু’জনেরই মৃত্যু হয়েছে সোমবার। যদিও জ্বরে এই দু’জনের মৃত্যু হয়েছে এখনও স্বীকার করেননি স্বাস্থ্য দফতরের কর্তারা।

জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর বাড়ি জলপাইগুড়ি শহরের মোহন্তপাড়া নিউ সার্কুলার রোডে৷ তাঁর নাম শঙ্কর দত্ত (৫৬)৷ জিআরপি-র এএসআই হিসাবে শিলিগুড়িতে কর্মরত ছিলেন। শঙ্করবাবুর পরিবার সূত্রের খবর, গত শনিবার শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির বাড়িতে ফিরেছিলেন ৷ এরপরই জ্বরে আক্রান্ত হন ৷ সঙ্গে মাথা ও শরীরে প্রচণ্ড যন্ত্রণা৷ রবিবার চিকিৎসকের কাছে গেলে তিনি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন৷ ওইদিনই হাসপাতালে ভর্তি করা হয় তাকে৷ সোমবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়৷

যদিও জ্বরের কারণে শঙ্করবাবুর মৃত্যুর কথা মানতে চাননি স্বাস্থ্য দফতর৷ হাসপাতালের এক কর্তা বলেন, জ্বর নিয়ে ভর্তি হলেও লিভারের সমস্যার জন্যই শঙ্করবাবু মৃত্যু হয়েছে৷ সুপার গয়ারাম নস্করও বলেন, ‘‘যে রোগে ওই পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে, চিকিৎসা পরিভাষায় তাকে হেপাটিক এনসেফ্যালোপ্যাথি বলে৷’’ তবে শঙ্করবাবুর ভাই গোবিন্দ দত্ত বলেন, ‘‘আমাদের ধারণা ডেঙ্গি কিংবা অন্য কোনও জ্বরে আক্রান্ত হয়েই দাদার মৃত্যু হয়েছে৷ কিন্তু চিকিৎসকরা লিভারের সমস্যার কথা বলছেন৷’’ ধূপগুড়ির নিউ ডুয়ার্স চা বাগান এলাকাতেও জ্বরে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ মৃতার নাম গুঞ্জাই লোহার (৩৫)৷ তিনি ওই বাগানেরই শ্রমিক ছিলেন৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন গুঞ্জাই লোহার৷ সোমবার তাকে বানারহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফার করেন৷ কিন্তু রাস্তাতেই তার মৃত্যু হয়৷ জলপাইগুড়ির সিএমওএইচ জগন্নাথ সরকার বলেন, ‘‘কেন ওই মহিলার মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে৷’’ ওই বাগান এলাকায় অনেক মানুষই এই মুহূর্তে জ্বরে আক্রান্ত৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE